সীমান্তহত্যা বন্ধের দাবিতে ৫০ ভারতীয় ওয়েবসাইট হ্যাকড করলো বাংলাদেশি হ্যাকারগ্রুপ “বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার”।

ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধের দাবিতে এবার ভারতের প্রায় ৫০টি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশের একটি হ্যাকার গ্রুপ।

বারবার বাংলাদেশি সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি হত্যা বন্ধে ভারত সরকার প্রতিশ্রুতি দেওয়ার পরেও সীমান্তে হত্যা বন্ধ না হওয়ার প্রতিবাদ জানাতে ‘বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার’ নামে একটি  হ্যাকার গ্রুপ এ হ্যাকিং করে।

জানা গেছে, কিশোরী ফেলানীসহ বাংলাদেশের সীমান্তে বার বার বাংলাদেশিদের নির্বিচারে ও নৃশংসভাবে হত্যা বন্ধ করতেই বাংলাদেশের এই হ্যাকার গ্রুপটি ভারত সরকারের গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইটসহ ২৫  থেকে ২৮ জানুয়ারি মোট ৪ দিন এ সাইটগুলো হ্যাক করে রাখে।

‘বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার’ গ্রুপের সদস্যরা ওইসব ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে হোমপেজের কনটেন্টও পরিবর্তন করে ফেলেন। অধিকাংশ সাইটের হোমপেজের কনটেন্ট পরিবর্তন করে সেখানে লিখে দেন-‘ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি হত্যার প্রতিবাদে সাইটগুলো হ্যাক করা হলো।’

এরমধ্যে কয়েকটি সাইটে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর ঝুলন্ত লাশের ছবিও ট্যাগ করে দেওয়া হয়।

ভারত সরকারের গুরুত্বপূর্ণ একটি সাইট- ‘হাইওয়ে পুলিশ মহারাষ্ট্র স্টেট’-এর ওয়েবসাইটটি হ্যাক করে ফ্রন্টপেজের মাঝখানে কাঁটাতারে ঝুলন্ত ফেলানীর ছবি ট্যাগ করে দেওয়া হয়। তাতে শিরোনাম লিখে দেওয়া হয়- ‘ফিফটিন ইয়ারস ইনোসেন্ট গার্ল ফেলানী কিল্ড বাই ফা… ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।’

এর আগে ‘অ্যাবাউট আজ’ শিরোনামের নিচে লিখে দেওয়া হয়- ‘হ্যাকড বাই ব্যাক বোন’। তার নিচে লেখা হয়-‘বিডি ব্ল্যাক হ্যাট হ্যার্কাস’। এর নিচের লাইনে হ্যাকাররা লিখে দেন- ‘দিজ সাইট ইজ হ্যাকড’।

এছাড়া হতভাগ্য কিশোরী ফেলানীর ঝুলন্ত লাশের ছবির নিচে ‘বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার’ গ্রুপের সদস্যরা লেখেন- ‘উই নেভার ফরগেট’, ‘উই নেভার ফরগিভ’, ‘উই নেভার গিভ আপ’।

এর নিচে ‘বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার’ গ্রুপের সদস্যরা ইংরেজিতে লিখে দেন- ‘স্টপ হ্যাকিং বাংলাদেশি সাইট অ্যান্ড স্টপ বর্ডার কিলিং এলস উই উইল ডেসট্রয় ইওর সাইবার স্পেস’।

এর পরের লাইনে লেখেন- ‘হোয়্যার ইজ হিউম্যানিটি?’
তারপরের লাইন- ‘...শেম অন বিএসএফ...ফা… বিএসএফ...শেম...’।

এর পরের লাইনে ওয়েব পেজের অ্যাডমিনের উদ্দেশে হ্যাকাররা লেখেন- ‘অ্যাডমিন ইওর সাইট ডোন্ট হ্যাভ অ্যানি সিকিউরিটি, আই ব্রেক ইট ইন এ সিঙ্গেল অ্যাটাক।’

এছাড়া ওয়েব পেজের ওপরের ডানদিকের ‘ট্রাফিক কারেন্ট নিউজ’-ট্যাবের মূল শিরোনামটি লিখে দেওয়া হয়- ‘ট্রাফিক জ্যাম হ্যাকড বাই ব্যাক বোন বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার।’

এই ট্যাবের নিচে আরেকটি ট্যাবের শিরোনাম হচ্ছে- ‘ভেহিকেলস/অ্যাকিউজড ওয়ান্টেড’। এই ট্যাবের নিচে একটি ছবি ট্যাগ করে দেওয়া হয়। তাতে দেখা যায়- কাঁটাতারের বেড়ার পাশে মৃত এক ব্যক্তির পড়ে থাকা লাশ। পাশে দাঁড়িয়ে দুই বিএসএফ সদস্য ওই মৃত ব্যক্তির লাশ দেখছেন।

এই ছবির শিরোনামে লেখা রয়েছে- ‘ভেহিকেল নং. : স্টপ বর্ডার কিলিং’। অর্থাৎ এ বক্সটায় মূলত অভিযুক্ত গাড়ির নম্বর লেখা থাকে। সেখানে হ্যাকাররা- ‘স্টপ বর্ডার কিলিং’ লিখে মূলত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী -বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

এদিকে, এই ছবির নিচে একটি বক্সে একটি কার্টুন আঁকা হয়েছে। সেখানে দেখা যায়, ভারতের পতাকা দিয়ে বানানো একটি জামা গায়ে এক ব্যক্তির আবক্ষ মূর্তি। তার গালে চড় মারছে বাংলাদেশের পতাকা দিয়ে বানানো একটি হাত। চড় খেয়ে সে ভারতীয়ের মাথা ঘুরে গেছে।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাকারদের কবল থেকে উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ। এর মধ্যে কয়েকটি হচ্ছে-vivagroupindia.com, koganpage.co.in, dcholidays.in, sviei.com। তবে যেসব ওয়েবসাইট হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলোর কয়েকটি হচ্ছে-indiasquash.com, britishschool.co.in, sss-college.com, selviacademy.org, srigangatransport.com।

এদিকে, হ্যাকাররা দাবি করেছেন, ‘ফেলানীকে তারের ওপর গুলি করে সেটি ছবি বানিয়েছে বিএসএফ। সেগুলো আমরা সর্বত্র দেখেছি। সীমান্ত হত্যার প্রতিবাদে তাই সেই একই ছবি আমরা ঝুলিয়ে দিয়েছি ভারতীয় ওয়েবসাইটে। সীমান্ত হত্যাকাণ্ড না থামলে আমাদের হ্যাকিং কর্মকাণ্ড থামবে না।’

Main News Source

Level 0

আমি অচেনা বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a simple Man.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছুটা হলেও শান্তি লাগছে এখন সংবাদটা শুনে

হুম। শান্তি আমাদের ও লাগছে। শালা বি.এস.এফ এর বাচ্চারা। এইবার বুজবি। ঠ্যালা কারে কয়?

    Level 0

    Many many thanks Black caps

সংবাদটা শুনে অনেক ভাল লাগছে

Level 0

valo, aro darkar. .. 🙂

Level 3

হ্যাকার ভাইদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই । তাঁরা একটি কাজের মত কাজ করেছে ।

Level 0

vai copy past marlen

http://www.bdmadblogger.com/

আহ! কি শান্তি ? অনেক শান্তি পেলাম….

বাঘের বাচ্চার কাজ করছে।

Level 0

Salute the hackers. But One think make sure brothers that we must protect our websites from indian hackers. pls …

Level 0

অনেক ভাল কাজ করছে

Level 0

ভারতীয়দের কিভাবে আরো শিক্ষা দেয়া যায় এই গ্রপের মাধ্যমে এই আশায় রইলাম। তবে ভাই আইনি কনো জামেলা হলে কিভাবে তা মোকাবিলা করা হবে তা আমাদের মাথায় রাকতে হবে।

শারিরীক শক্তিতে না হারিয়ে তাদেরকে মাসিনক শক্তিতে হবে।
……………..সাবাস বাংলাদেশ সাবাস………….

আহা! খবর শুনে মনে প্রশান্তির লহর বইয়া যাইতেছে।

Level 0

Dada jodi akbare Salago site gola batil korte parto Ta hole sobche valo hoto.
Sala Suarar baccago ucith sikkha dewa dorkar…………….

বুঝতে পারছিনা কি মন্তব্য করব,যেই দেশের মন্ত্রিরা বলে সিমান্তে বাংলাদেশীদের বিএসএফ মারলে সরকারের কোন মাথা বেথা বা সরকার চিন্তিত না সেখানে ভারতীয়দের দোশ দেয়াটা ভুল হবে কিনা তাই ভাবছি,কারন প্রকান্তরে আমরাই কি তাদের উৎসাহ দিচ্ছিনা?
আর যারা ভারতীয় ওয়েব সাইট হ্যাক করলেন তাদের নিয়েও আমি চিন্তিত কারন দেখা যাবে হয়ত এই কাজটার দায়ে আমাদের সরকারই আপনাদেরকে শাস্তি দেয়ার জন্য হুকুম জারি করেছেন,কারন বন্ধু প্রতিম প্রবেশীকে রাগানোর অধিকার আপনাকে দিল কে?সুতরাং সাধুগন সাবধান।
আপসুসের পর ঘৃনা প্রকাশ করা ছাড়া আর কোন ভাল ভাষা আমার জানা নাই,ধন্যবাদ।

Level 0

Ataur Vaiya Thik Bolechen Karon Aj Amra Indian Site Hack Korlam Kal Amader Ta Hobe Na Er Ke Kono Garanty Ache Nae.

Level 2

Bro onak khusi hoysi abar amadar pala indea ka bujano ja amra ki………………………

Level 0

💡 চেতনায় একটা বিস্ফোরণ দরকার । খুউব ❗

সংবাদ টা শেয়ার করার জন্য ধন্যবাদ

Level 0

চমৎকার কাজ। পাল্টা আক্রমনের আশঙ্কা করছি। আমরা কতটুকু প্রস্তুত?

সংবাদ টা শেয়ার করার জন্য ধন্যবাদ

Level 0

kub balo hoicey

Invite ur frnds to GRAFFiTi nd to vote u n u get the opportunity to win the GRAFFiTi Valentine’s Gift.

* 1st 8 people will get the chance
* jst put ur name here n tell ur frnds to vote u
* validity applies 4m 1st feb to 12th feb 2012
*** must like our page
https://www.facebook.com/GRF8i

Level 0

good job 🙂