বাংলাদেশ ব্ল্যাক হ্যাট টিম নামে নতুন এক দল এখন 3xp1r3 এর সাথে হাত মিলিয়ে বাংলাদেশ সাইবার আর্মির বিরুদ্ধে কাজ করছে। তাদের প্রথম কাজ টি ছিল বাংলাদেশ সাইবার আর্মির ফ্যান পেজ হ্যাক করা। তারা একটি Screenshot ও ভিডিও দিয়ে প্রমান করতে চেয়েছে যে বাংলাদেশ সাইবার আর্মির ফ্যান পেজ হ্যাকড।
এর সাথে তারা Youtube এ একটি ভিডিও পোস্ট করেছে-
এখন ভিডিও টি ভাল করে দেখুন সবাই। উপরের দিকে, ডানে খেয়াল করুন, লেখা আছে- CREATE A PAGE. কিন্তু আপনারা যারা কোন পেজ এর অ্যাডমিন তারা হয়তো জানেন যে অ্যাডমিন থেকে পেজ এ ঢোকা হলে ওই জায়গায় লেখা থাকে- EDIT A PAGE. যারা এটা জানেন না, তারা এই Screenshotটি দেখুন-
দেখলেন তো? এখানে লেখা EDIT PAGE। এখান থেকেই বুঝা যায় যে পেজ তা মোটেও হ্যাক হয়নি। পুরা ব্যাপারটাই বিভ্রান্তি সৃষ্টি করার জন্য করা। বাংলাদেশ সাইবার আর্মির অ্যাডমিন শাহী মির্জা একটি Tutorial দিয়েছেন যা দিয়ে আপনি বাংলাদেশ ব্ল্যাক হ্যাট টিম এর সিস্টেম এ যেকোনো ফ্যান পেজ হ্যাক করতে পারবেন।
কিভাবে বিসিএ ফ্যান পেজ হ্যাক করবেন-
Facebook.com এ Sign-up করুন।
আপনার নাম দিন Bangladesh Cyber Army।
প্রোফাইল পিকচার হিসাবে বিসিএ গ্রুপ এর প্রোফাইল পিকচার টি কপি করে দিয়ে দিন।
এই লিঙ্কে যান- http://www.facebook.com/BDCyberArmy?sk=wall
ওয়াল এ লিখুন- Hacked by ABC।
এবার অন্যদের সাথে পার্টি করুন এবং নিজেকে লিট হ্যাকার মনে করুন।
এই ছবি টি ও দেখুন-
ব্যাস। আপনিও এখন হয়ে যেতে পারবেন হ্যাকার। 😛 । এখন আপনারাই বলেন, এইসব গ্রুপ খুলে নিজেদেরকে লেমার প্রমান করে এরা কি মজা পায়?
আমি গুপ্তঘাতক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হা হা হা … পুরাই ডুবাইয়া দিলেন ভাই