হা হা হা !! আপনার সিমবিয়ান মোবাইল সেটে আগের কোন হ্যাকিং পদ্বতি/সফটওয়ার কাজ করছেনা ? আসুন সিমবিয়ান মোবাইল হ্যাক করি নতুন করে শুধু মাত্র মোবাইল থেকে এবং অনেক সহজে !!

আসসালামু আলাইকুম । আশা করি আপনারা সবাই ভালো আছেন

  • অনেক দিন ধরেই বিভিন্ন বাংলা বল্গের লেখা পড়ছি কিন্তু কোথাও এখনো পোস্ট করার মত দুঃসাহস হয়ে উঠেনি । বল্গ পড়ার পর থেকেই পোস্ট করার জন্য মন চাইতো কিন্তু আমার এই অল্প মেধায় আপনাদের কী দিতে পারবো ? এই ভেবে আর পোস্ট করা হয় না ।
  • যাই হোক যেহেতু টেকটিউনসএ ই প্রথম সাহস করলাম পোস্ট করার তাই শুরুতেই মোবাইল নিয়ে করছি এবং আশা আমি করি আপনদেরকে ধীরে ধীরে মোবাইলে ব্যবহার করার জন্য ধরকারি সকল সফটওয়ার দেওয়ার চেষ্টা করবো ।
  • আর আমাদের মত ইউজাররা তো সব সময় অফিসিয়াল সফটওয়ার ব্যবহার করার সুযোগ হয়না ফ্রি ছাড়া তাই যে প্রবলেমটা বেশি হয তা হলো সার্টিফিকেট ইরর,কন্টাক্ট এপ্লিকেশেন প্রোভাইডার,সার্টিফিকেট এক্সপায়ার ইত্যাদি ইত্যাদি প্রবলেম হয় যা আপনরা ইতিমধ্যে বিভিন্ন পোস্টের মাধ্যমে এবং মোবাইল ব্যবহার করার কারনে জানছেন ।
  • হে আমি মোবাইল হ্যাক করা প্রসংজ্ঞে বলছি এবং আজ ১ম পোস্ট এ আমি একেবারে এমন একটি সহজ উপায়ে আপনার সিমবিয়ান মোবাইল হ্যকিং ট্রিপস দিব যাতে শুধু মোবাইল দিয়েই (কোনা কম্পিউটার বা অন্য কিছু লাগবেনা) হ্যাক করতে পারবেন ।
  • (যেহেতু আমি আপনাদের সাথে যে সব সফটওয়ার শেয়ার করবো তার সবগুলাই ক্রেক বা আনসাইন । আর আপনারা ইতি মধ্যে জেনে গেছেন যে বর্তমানে টাকা ছাড়া মোবাইলের সফটওয়ার সাইন করার সার্টিফিকেট পাওয়া যায়না তাই হ্যাক করাটাই সবাই বেছে নেন) ।

  • হ্যাক করার কী দরকার তা পুরো আলোচনা করার দরকার নাই আপনারা টেকটিউনস এ সার্স দিলেই বিভিন্ন পোস্টের মাধ্যমে পেয়ে পাবেন ।
  • যাক এখন আমার মুল পোস্ট এ আসি ।

  • আজকে আমরা যে পদ্বতিতে মোবাইল হ্যাক করবো তাতে সকল সিমবিয়ান সিস্টেমে চালিত মোবাইলে কাজ করবে ।
  • এতে আমাদের তিনটা সফটওয়ার লাগবে
  • ১ম : Trend Micro System Antiviru 874 kb
  • ২য় : x-Plore 510 kb (file manager)
  • ৩য় : RomPatcherPlus 193 kb
  • ৪র্থ : tmquaramtine.zip 5 kb(একটা zip ফাইল)
  • ৫ম :installserver_pack.zip 324 kb
  • এখন একটা একটা করে সবগুলা সফটওয়ার আপনারা ডাউনলোড করুন মোবাইল থেকে (পিসি থেকে হলে মোবাইলে ট্রান্সফার করে নিন)
  • এখন আপনার কাজ শুরু

  • ১মে mobile_securty_6.5.sis সফটওয়ারটা মোবাইলে ইনস্টল করুন । তবে মোবাইলে যদি অন্য কোন এন্টিবাইরাস ইনস্টল করা থাকে তা আগে রিমোব করে নিন । না হলে কাজ হবে না ।
  • এখন x-plore_v1_53.sisx এই সফটওয়ারটাও ইনস্টল করুন এবং x-plore টা ওপেন করুন ।(এটি আফিসিয়াল ভার্সন টাই তিন সেকেন্ড অপেক্ষা করে ওকে টিপুন
  • এখন আপনি যে খানে tmquarantine.zip ফাইলটা রাখছেন সেখানে যান এবং ওপেন করুন ইমেজের মত hack 1st image এবং menu>file>extract to তে ক্লিক করুন অথবা শুধু 4 টিপুন ইমেজের মত hack 2nd image এবং তার পর ফোন মেমোরি C: তে গিয়ে ok দিন ইমেজ ফোন মেমোরি tmquarantine এক্সটার্ট করছি hack 3rd image এখন আপনার x-plorer এর কাজ আপাতত শেষ ।
  • তবে অবশ্যই tmquarantine ta ফোন মেমোরি C: তে এক্সটার্ট করতে নয় তো কাজ করবেনা
  • এখন এন্টিভাইরাটিতে যান hack 4th image এবং ওপেন করে অপশন টিপুন ইমেজের মত hack 5th image তার পর Quarantine list এ ক্লিক করুন এবং hack 6th image ইমেজের মত আসবে । তার পর অপশন টিপে মার্ক অলদিন hack 7th image এবং ইমেজের মত Restore এ ক্লিক করুন ।তারপর একটা পোপআপ মেসেজ আসবে hack 8th image ইমেজের মত এবং Yes দিন । এখন ফোন রি-এস্টার্ট হবে আটোমেটিক
  • আমি যেভাবে বলছি সে ভাবে করলে আপনা কাজ প্রায় শেষ
  • এখন Rompatcher সফটওয়ারটা ইন্সটল করুন এবং গিয়ে ওপেন করুন ইমেজের মত hack 9th imagehack 10th image এবং Open4All RP+ এটাতে OK দিন এবং OK দেওয়ার পরে সবুজ চিহ্ন হবে ইমেজের মত hack 11th image এবার Exit দিয়ে বের হয়ে আসুন ।
  • এখন আবার x-plore ওপেন করুন এবং যেখানে instalserver_pack.zip রাখছেন সেখানে গিয়ে ওপেন করুন এবং আপনার সেটের Verson অনুসারে info.txt থেকে পড়ে সেটিতে যান ইমেজে hack 12th image hack 13th image এবং 4 টিপে ফোন মেমোরি C:>sys>bin এ আসুন এবং OK দিন ইমেজে hack 14th image
  • এখন আপনার সেট সম্পূন হ্যাক এবং উপভোগ করুন সকল ক্রাক এবং আনসাইন সফটওয়ার । আর নেই কোন ঝামেলা সফটওয়ার ইনস্টল নিয়ে ।
  • বিদ্র : আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি পোস্ট টাকে সহজে আপনাদের কাছে উপস্থাপন করতে এবং যেহেতু এইটা আমার প্রথম পোস্ট এবং পোস্টটা মোবাইল থেকে করছি তাই কিছু ভুল থাকতে পারে এবং আপনারাদের বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ।

    Level 0

    আমি মোস্তাফিজুর রহমান হ্নদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    আমি মোস্তাফিজুর রহমান হ্নদয় ।গুনবতী,চৌদ্দগ্রাম,কুমিল্লা থেকে ।একজন অতিসাধারন ছেলে কিন্তু বেশ কিছু বদঅভ্যাস আছে যার মাঝে একটি হলো দিনের বেলা ঘুমানো রাতের বেলা জেগে থাকা এবং কাম কাজ না করে শুধু সারক্ষন শুয়ে অথবা বসে থাকা ।আর একটা হলো আমি খেলাধুলার বিষন পাগল যখনই সুযোগ পাই খেলতে চেষ্টা করি কিন্তু...


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    আরেকটি কথা অনেকেই [color=red]quickhacking kit, binpdia, norton security, dr.web anitviru, darakkarious[/color] ইত্যাদি দিয়ে মোবাইল Firmware Verson আপডেট করার কারনে হ্যাক করতে পারে না । তাই তারা সবাই এইটা দিয়ে হ্যাক করতে পারবেন ।
    এবং আল্লার রহমতে আমি আমার পরর্বতী পোস্ট জাভা পারমিলন হ্যাক নিয়ে পোস্ট করবো (মানে কীভাবে আন সাইন জাভা সফটওয়ার কোনো প্রকার প্রশ্ন করা ছাড়া ব্যবহার করবেন ) :P।

    আপনাকেও স্বাগতম

    Level 0

    J A F & T- BOX কিভাবে চালাব? সফট এবং ফাইল কোথায় পাব জদি পারেন লিঙ্ক দেন কৃতজ্ঞ থাকব

    এই বিষয়ে বিস্তারিত একটা টিউন করেন

    J A F & T- BOX কিছু বুজতাছিনা

    ধন্যবাদ সুন্দর পোস্ট এর জন্য

    ধন্যবাদ আপনাকে

    @habib421
    বড়ো আপনাদের উত্‍সাহ ফেলে আশা করি JAF সম্পর্কেও একটা পোস্ট করবো কী ভাবে ফোন ফ্ল্যাস করবেন এবং কী ভাবে জাবা মোবাইল হ্যাক করে করে সিমবিয়ানের মত সফটওয়ার মিনিমায করে রাখবেন ।
    বড়ো আমি আপনাকে এখন JAF ফাইলটা ডাউনলোড করার একটা লিংক দিতে পারি আর টিউটোরিয়াল দরকার হলে একটা PDF ফাইল দিতে পারবো ।
    এখানে ক্লিক করুন JAF এর জন্য
    বর্তমানে এজতেমায় যাচ্ছি এখন গাড়িতে তাই সময় হবে না ।

    oonk oonk dhonnobd hridoy vai k. oonk kichu koreo hack korte parini amar nokia N86 Handset ti coz ami firmware version update korechilam ty. newayz apni khub specific akta solution dilen. oh!!! apnar kach theke CFW(custom Firmware) r akta tune expect korchi (Specifically amar set r jonno) valo thakben 🙂 eagerly waiting 4 ur next CFW tune. 🙂 🙂 🙂

    Level 0

    vai ata onek purano hoye geche…

    Engr Jobayer

    ধন্যবাদ saif khan sohan ভাই ।
    আপনার কমেন্টটা পেয়ে খুব ভাল লাগছে যে এক জনের হলেও আমার টিউনটা কাজে লাগছে । আর কাস্টম ফার্মওয়ার সকল সেটের জন্য পাওয়া যায়না ।এগুলাতো বিশেষ কিছু ডেভেলপাররা ইডিট করে তাই তাদের সংখ্যাও কম । যা হোক এটাই তো আমার প্রথম পোস্ট তাই ধীরে ধীরে পূর্নাজ্ঞ একটা মোবাইলের ইউজার ম্যানুয়েল দেওয়ার চেষ্টা করবো ।

    @murad
    ভাই পুরনো হয়ে গেছে মানি ? আমার জানা মতে টেকটিউনসে এখনো এই নিয়মটা পোস্ট করা হয়নি এবং এটাই এখনো আমার কাছে সবচেয়ে সহজ এবং লেটেস্ট ।
    আর যদি আপনার আমার থেকেও ভালো ধারনা থাকে তাহলে নতুন কোন নিয়ম তা বলেন ।

    Level 0

    BROTHER
    আপনি তো বললেন সব মোবাইলেই কাজ হবে কিন্তু আমার নোকিয়া s60v2 {nokia n72} তে তো ” .sisx” ফরমেট সফট সাপোর্ট করেনা। তাহলে আমি কিভাবে করব।

    Level New

    Bhai amar phone model nokia n97 list e to amar phone model nai. ami konta select korbo? 2/3 ta dia dekhsi but kaj hoe na. vai ektu jodi help korten.

    @mishu36 নকিয়া s60v2 সিরিজের সকল সেটই অরিজিনিয়াল নকিয়া থেকেই হ্যাক করা থাকে এবং শুধু এর পরের সিরিজ গুলোতে হ্যাক করা থাকেনা সিকিউরিটি রিজনের কারনে । তাই আপনার মোবাইল হ্যাক করতে হবেনা ।ধন্যবাদ

    @adil647 ভাই যে কী বলেন আপনাদের হেল্প করার জন্যই তো আমার এই লেখা ।
    ভাইয়া আপনার মোবাইলটা n97 s60v5 এন্ড এইটার জন্য আপনি 9.4 এর ইনস্টলসার্বার ব্যবহার করবেন ধন্যবাদ যা installserver_pack.zip এর ভিতরে installserver934.zip এই নামে আছে এইখান থেকে installserver.exe টা এক্সটার্ট করুন ধন্যবাদ ।

    Level 0

    mostafizur vai!!!! pls pls amk help korun cz ami rom patcher install krar por software on krle bole j
    \sys\bin\patcher*
    LDD Not Found ar pore open 4all a click korle x(RED) ase,,pls give me solution plsssssssss…..mobile-nokia e65

    @ador1994
    bro apnar antivirus tmqurantine ta Restore kora hoy nai, bro apni amar post ta valo vabe porun, apni must tmqurantine ta c:/ a extarct korben and then antivirus a jaya restore korben, apni amar post ta aro ekbar valo kora poren and image shot gula dekhun, thanks

    Level 0

    assalamualaikum vi kemon asen asa kori valo asen . .akta kotha boli ami apner ai software diya ki all symbrian phone hack korte parbo ki plz. Ar ki ki phone plz model number deben plz plz plz.

      mehidi ভাই সরি লেট রিপলাই এর জন্য আমার ইন্টার পরীক্ষা সামনে তাই পড়া লেখা নিয়ে ব্যস্ত । ওকে এই সফটওয়ার দিয়ে আপনি s60v2 ছাড়া সকল সিমবিয়ান,আনা,বিলি এবং নতুন স্মার্ট ফোন গুলা হ্যাক করতে পারবেন । লিস্টের দরকার নেই ।

    vai khomota thake nokia 5530 xpress music version 40.0.003 ar flash korar ba hack korar niyom den

    nokia 6120c ar jonno server konta hobe

      ভাই আপনি কি বুঝাতে চাইছেন বুজলাম না । ক্ষমতা থাকলে মানে ?
      আপনার মোবাইল হ্যাক এর জন্য আমার পদ্বতি অনুসরন করুন ।

      আর মোবাইল ফ্ল্যাশ দেওয়ার জন্য আমি আগেই বলছি যে আমি কিছু দিনের মধ্যে একটা পোস্ট দিব কিন্তু পড়া লেখার ব্যস্ততার কারনে এবং কম্পিউটার ব্যবহার বন্ধ থাকার কারনেও দিতে পারছিনা ।

    mostafizur vai assalamualaikum, bhaijaan amar phone ti nokia c5 tahole ami kon installserver diye kaj korbo, r apnar dea installserver a onek gull file ache tai ami bujte partesina jodi janaten tahole onek onek onek kritoggo thaktam vhaia.. Plz help me solution den apnar opekhai roilam…

    plz vai jorori nokia 6120c ar server ki hobe

    ফয়জুল হক ভাই আপনার 6120c এর জন্য 9.2 এর installserver ব্যবহার করেন । আর লেটের জন্য দুঃখিত । ধন্যবাদ

    Level 0

    account suspended dekay! 🙁

    Level 0

    last er ta to download hoyna!!!!

    @shuvo vai download hoy and link o tik e aca apni abar chesta kore dekhun.

    BHai tomader ei site er doulote ami amr E63 hack korte petechi……
    tomader onek onek dhonnobad..

    Level 0

    ধনবাদ ভাই

    Level 0

    brother ata ki nokia 5233 te hobe???