ফাইয়ারফক্সে আপনার Password, Email ID and Account ID কি সত্যিই নিরাপদ ।(অবশ্যই দেখবেন)
How to secure my password, ID on Firefox
আসসালমুআলাইকুম ।সকলকে আমার টিউনে স্বাগতম জানাচ্ছি ।
facebook এ login করার সময় আজ হঠাৎ করে একটি কথা মনে পরে গেল । আপনারা কি জানেন যে আপনারা যখন facebook, youtube বা অন্য যে কোন account ID তে প্রবেশ করেন
এবং password দেন তখন Firefox আপনাকে notify করে (Remember this password) ঠিক এই massage টি দিয়ে । আর আপনি তখন তাতে সাথে সাথে click করেন ।কি আমি ঠিক বলছিনা..! আপনি এই কাজটি করেন হয়ত শুধু নিজের PC মনে করে । কিন্তু আপনার এই সাধারন ধারনাই একদিন আপনার ID কে hack করতে সাহায্য করে ।অবাক হচ্ছেন…!অনেকের তো এই massage সম্পর্কে কোন ধারনাই নেই । যাই হোক আজকের পর থেকে আপনারা হয়তো এ্ই ভুলটি আর দ্বিতীয়বার করবেন না । আর এই জন্যই আজ আমার টিউন করা ।আপনাদের মধ্যে অনেকেই হয়তো cybercafé তে browsing এর জন্য যান । খুব কষ্ঠ লাগে যখন আপনাদের মধ্যে অনেকের password গুলো Email ID সহ cybercafé এর computer এ উন্মুক্ত ভাবে পরে থাকতে দেখি । নিজের PC তে যদিও আপনার password গুলো একটু বেশী নিরাপদ ।কিন্তু ভুলবেন না যে আপনার ক্ষতি জন্য এমন একটি সুযোগই যথেষ্ঠ ।আর এই ক্ষতিটা যেকেউই করতে পারবে যদি এই simple tric টা জানা থাকে ।
চলুন দেখা যাক কিভাবে এটা করা সম্ভব এবং কিভাবে এর থেকে নিজেকে বাচিয়ে রাখা যায় ।
আমাকে অনসরন করুন :
1st আপনার firefox এর উপরে মেনু বারে যান এবং click>Tool .
2nd তারপর সবার নিচে click> Option । তারপর security এবং Saved Password click করুন ।
3rd এখন Show password এ click করুন আর দেখুন আপনার password সহ সকল Email ও accound ID…….
এর থেকে নিজেকে রক্ষ করতে হলে নিচে কথা গুলো সব সময় মনে রাখবেন ।
1st কখনোই Remmember this password massage এ click করবেন না ।
2nd password ও Email ID গুলোকে Notepad এ save করাখার চেস্ঠা করবেন ।
সর্বশেষ ঐ স্থানে দেখুন লেখা আছে USE A MASTER PASSWORD । Password দিন এবং নিজেকে নিরাপদ রাখুন ।
সম্পূর্ন বিবরনটি picture সহ দেখতে চাইলে আমার ব্লগ দেখুন
লেখক : মো: মিজানুর রহমান হৃদয়
আমার ব্লগ দেখুন :http://thebigbangit.blogspot.com/
সময় :3:41am
তারিখ :12/24/11
আপনার সুচিন্তিত মতামত কামনা করছি । ধন্যবাদ !!
আমি Hridoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমরা যারা রিমেম্বার মি দিয়ে দিয়েছি তারা কিভাবে তা থেকে বেরিয়ে আসতে পারি?