আপনি এই পোষ্ট পড়ছেন মানে ধরে নিচ্ছি হ্যাকিং বিষয়ে আপনার একটু হলেও আগ্রহ আছে। হ্যাকিং নিয়ে মানুষের মধ্যে অনেক নেতিবাচক ধারণা থাকলেও আমরা বিশ্বাস করি নিজের নিরাপত্তার জন্যে হলেও হ্যাকিং-এ সবার একটুআধটু ধারণা থাকা দরকার। চুরি কীভাবে হতে পারে সেটা যদি আপনি না জানেন, তাহলে কখনোই চুরি রোধ করতে পারবেন না।
মূল আলোচনায় আসি। নিচের লিংক থেকে ZIP ফাইলটি ডাউনলোড করে নিন। Extract করুন। এর মধ্যে ৬ টি ফাইল পাবেন, এবার এই ফাইলগুলো পেন-ড্রাইভে কপি করে নিন। আপনার প্রাথমিক কাজ শেষ।
এবার যে পিসির পাসওয়ার্ড হাতিয়ে নিতে চাচ্ছেন, সেখানে আপনার পেন-ড্রাইভ ঢুকান। যদি ওই পিসিতে Autorun করার সুযোগ থাকে তাহলে আপনার কাজ হয়ে যাওয়ার কথা। তারপরও নিশ্চিত হতে চাইলে ওই পিসিতে থাকা অবস্থাতেই LAUNCH.bat ফাইলটিতে ডাবল-ক্লিক করুন। ব্যস, এবার পেন-ড্রাইভ বের করে আনুন।
আপনার পিসিতে পেন-ড্রাইভটি ঢুকান। দেখবেন সেখানে WebBrowserPassView, pspv, mspass ও mailpv নামের চারটি TXT ফাইল আছে। ফাইলগুলো নোটপ্যাড দিয়ে Open করুন। আপনার কাঙ্ক্ষিত পিসির সব পাসওয়ার্ড পেয়ে যাবেন।
ডাউনলোড করতে এখানে যান
পাসওয়ার্ডঃ muktokontho
আমি মেধাবী ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
MedhabiDotCom একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এখানে আছে- ১. দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য। ২. সাপ্তাহিক কুইজ। বিজয়ীর জন্যে ৫০০ টাকা সমমানের পুরষ্কার। ৩. মেধাবী তারকা প্রোগ্রাম। ভিজিট করুনঃ http://www.medhabi.com
eta to virus dakhache? ki korbo?