আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন।
Facebook এর Video লিঙ্ক হতে সাবধান থাকুন। না হলে আপনার id ও হতে পারে হ্যাক।
আমার কথা শুনে মনে হই একটু আশ্চর্য হলেন। আশ্চর্য হলেও সত্য যে আজকাল facebook এ বিভিন্ন photo অথবা Video এর লিঙ্ক এর মাধ্যমে id hack হচ্ছে।
আপনারা হইত সকলেই জানেন সম্প্রতি India এতে এই লিঙ্ক এর মাধ্যমে প্রায় ২ লাক্ষ facebook user এর id হ্যাক হইয়াছে।
আর এই কাজ গুলো করছে কিছু অসথ মানুষ।
এই বিষয় এ আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকের এই পোস্ট কি করা।
কাল আমার এক বন্ধু যাকে আমি বাস্তবে চিনি সে আমার facebook wall এ একটা video link শেয়ার করে। আমি তার Thumbnail দেখে বুঝি যে এইটা সাধারন youtube এর ভিডিও নই। তাই আমি আমার বন্ধুরে phone দিয়ে জিজ্ঞাস করি যে সে আমার wall এ কোনও ভিডিও পোস্ট করেছে কি না। সে উত্তরে বলে যে না সে কোনও ভিডিও আমার wall এ পোস্ট করে নি। এতে আমার সন্দেহ হই। তাই আমি পোস্ট টি তে ক্লিক করিনি।
পোস্ট টি ছিল এই রকম
এমন একটি পোস্ট আমার অন্য আর এক ফ্রেন্ড এর wall এও পোস্ট হই।
পোস্ট এই রকমঃ-
আমার সেই ফ্রেন্ড টি কৌতূহল বসত সেই লিঙ্ক এ ক্লিক করলে কিছুই দেখতে পায়না।
এবং লিঙ্ক এ ক্লিক করার প্রায় ২ ঘণ্টা পর থেকে সে তার facebook id তে login করতে পারছিল না।
পরে সে তার facebook id টি recover করে।
পরিশেষ এ বলতে চাই এমন কিছুর শিকার আপনিও হতে পারেন। তাই কোন লিঙ্ক দেখলে টা একটু সাবধানে ও বুঝে দেখুন।
আপনাদের আমন কিছু অভিজ্ঞতা থাকতে দয়া করে আমাদের সাথে টা শেয়ার করুন।
আমি খুব বেশি পোস্ট করি না। তাই আমার পোস্টটে কোন ভুল থাকলে ক্ষমা এর চোখ এ দেখবেন।
আমি শীতল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আশ্চর্য আজকেও আমার এক বন্ধু আমার ওয়ালে এবং ওর সব বন্ধুর ওয়ালে এটা পোস্ট করছে এটা তো সম্ভব না এত জনের ওয়ালে পোস্ট করা ।আর মজার বিষয় হচ্ছে ও হ্যাকিং এর কিছুই জানে না ফেসবুক কি ভাইরাসে আক্রান্ত হয়েছে??