ফীশিং কথাটি শুনে আবার যেন কেউ মনে করবেন না যে "মাছ"। কারণ, ইংরেজী Fish শব্দের অর্থ হচ্ছে মাছ তো, এই জন্যই বললাম। তাহলে এই ফীশিং কি আবার কি? তাই না? মনে প্রশ্ন ইতিমধ্যে জেগে উঠেছে? হ্যাঁ, নতুন কোন বিষয় সম্মন্ধে শুনলে তো জানার আগ্রহ জেঁগে উঠবেই। এটা সবার ক্ষেত্রেওপ্রযোজ্য। তাহলে এখন আসল কথায় আসা যাক।
ফীশিং এক প্রকারের হ্যাকিং। যার মূল লক্ষ্য হচ্ছে কারো ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা। যেমন ধরেনঃ আপনার কোন গুরুত্বপূর্ণ সাইটের অথবা ইমেইলের লগ-ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড চুরি করা। তবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো অর্থের দিকেই বেশী হয়ে থাকে। আপনার ক্রেডিট কার্ডের তথ্য, ব্যাংক এ্যাকাউন্ট এর পাসওয়ার্ড ইত্যাদি। ফিশীং করা হয়ে থাকে সাধারণত বিশ্বাসযোগ্য যায়গাগুলোতে। যেমন ধরেনঃ ব্যাংক, সরকারী কোন যায়গাতে, আপনার ইন্টারনেট প্রোভাইডার বা আইএসপি এবং কোন বড় ধরণের ওয়েবসাইট।
ফীশার কি? ফীশার হচ্ছে যে ফীশিং করে তাকে বলে। মানে হচ্ছে ফীশিং এর মালিকই হচ্ছে ফীশার। ফীশিং সাধারণত ওয়েবসাইট এর মাধ্যমে করা হয়ে থাকে। তাই ফীশিং ওয়েবসাইট এর এ্যাডমিন বা মালিককে ফীশার বলা হয়ে থাকে।
অর্থাৎ যেখানে জনসাধারন খুব সহজেই যে যায়গাগুলোতে বিশ্বাস করে। এই যায়গাগুলোতে কিছু বুদ্ধির মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করা হয়ে থাকে। এই ধরণের আক্রমণ খুবই তাড়াতাড়ি সম্পন্ন হয়ে থাকে। যেমন ধরেনঃ আপনাকে ইমেইল পাঠিয়ে বলবে যে খুব শীঘ্রই আপনি আপনার এই সাইটে গিয়ে আপনার তথ্যগুলো পুনরায় আবার আপডেট করুন। আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিলাম এখানেঃ
এগুলো সব সময়ই স্ক্যাম ধরণের ওয়েবসাইট থেকে পাঠানো হয়ে থাকে। যখনই ব্যবহারকারী ইমেইলে দেওয়া লিংকে ক্লিক করবে ঠিক তখনই তারা ফীশিং করা ওয়েবসাইট এ চলে যাবে। ওই ফীশিং সাইটটি দেখতে হবে ঠিক ব্যবহারকারীর ব্যাংক এর ওয়েবসাইটের মতো অথবা ব্যবহারকারী এর আগেও ওই সাইটে প্রবেশ করেছে। তাই ব্যবহারকারী তখন মনে করবে যে এটা তার ব্যাংক এর ওয়েবসাইট। তখন ব্যবহারকারী তার এ্যাকাউন্টটিতে লগ-ইন করার জন্য তার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবে। ঠিক সেই মূহুর্তেই ব্যবহারকারীর সকল তথ্য হ্যাকারের বা ওই ফীশিং ওয়েবসাইটের এ্যাডমিন এর কাছে চলে যাবে।
এতে করে ব্যবহারকারী তার ব্যাংক এর সকল অর্থ হারিয়ে ফেলবে। আসলে এই ধরণের হ্যাকিং অনেক সহজ। যে কেউ এই ধরণের হ্যাকিং করতে পারবে। আবার দেখা যায় যে, আপনাকে যে ইমেইল করবে সেই ইমেইল এ্যাড্রেসটিও দেখতে মনে হবে যে ঠিক আপনার ব্যাংক এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনাকে ইমেইল করা হয়েছে। কিন্তু এই ধরণের ইমেইল পাঠানো অনেক সহজ কাজ। এগুলো সবই স্ক্যাম।
আপনি ইচ্ছা করলে এই ধরণের সাইট এর বিরুদ্ধে গুগোলকে রিপোর্ট জানাতে পারেন এখানে ক্লিক করে। তাহলে গুগোল চেক করে দেখবে এবং সেটি যদি ফীশিং ওয়েবসাইট হয়ে থাকে তাহলে গুগোল সেই ওয়েবসাইটকে ব্যান করে দেবে।
ফীশিং এর হাত থেকে বাঁচার উপায়ঃ
এখানে আমি অনেক পরিষ্কার করে লিখতে চেষ্টা করেছি যে আপনি কিভাবে ফীশিং ওয়েবসাইট এর হাত থেকে বাঁচতে পারেন।
আজকের এই পোষ্টটি লিখলাম সবার সচেতনের জন্যে। কারণ, কয়েকদিন আগে টেকটিউনস এ গিয়ে দেখলাম যে, একজন টিউনারকে অন্য আর একজন টিউনার ফীশিং এর মাধ্যমে তার এ্যালার্ট পে এ্যাকাউন্ট এর গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তার এ্যাকাউন্টের সকল টাকা অন্য আর একটি এক্যাউন্টে নিয়ে নিয়েছে। তাকে যে ওয়েবসাইট এর মাধ্যমে ফীশিং করে হ্যাক করা হয়েছে আমি ওই সাইট ভিজিটের সময়েই কিন্তু আমার ব্রাউজার আমাকে সতর্কবানী দিয়ে দিয়েছে যে, এটা একটি ফীশিং ওয়েবসাইট। এর মাধ্যমে আপনি আপনার সকল গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ফেলতে পারেন। আমি সাফারী ব্যবহার করি। তাই সাফারী আমাকে এই বার্তা দিয়েছে। আমার মনে হয় যে, এখনকার সকল আপডেট ওয়েব ব্রাউজারোই আপনাকে প্রথমে সতর্কবানী ঠিকই প্রদান করবে।
আশাকরি, আমার এই পোষ্টটির মাধ্যমে সকলের সচেতনাতা বৃদ্ধি পাবে এবং তাদের গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকিং এর কবল থেকে রক্ষা পাবে। আর হ্যাঁ, অনলাইনে ভালো এবং খারাপ দিক দুটোই আছে। তাই চোঁখ এবং জ্ঞান খোঁলা রেখে অনলাইনে চলবেন। রাস্তা-ঘাটে যেমন চোঁখ খোঁলা না রেখে চলাফেরা করলে দুর্ঘটনা ঘটবে তেমনি কিন্তু অনলাইনেও দুর্ঘটনা ঘটবে। সকলের জন্য শুভকামনা রইল।
লেখাটি প্রথমে এখানে প্রকাশিত হয়েছে
আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.
thanks 4 the tune