Kaspersky Internet Security 2011 ডাউনলোড করুন।(নতুন বোতলে পুরানো মদ)

প্রথমেই shaeed ভাই এর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারন আমার এই টিউনের বিষয় বস্তূ তার ২টি টিউন থেকে নেওয়া।তার অনুমুতি না নিয়ে টিউন টি করার জন্য আমি দুঃখিত। এবার কাজের কথায় আসি।

আমি একজন ক্যস্পারস্কি ইউজার।আমি ২০০৭ সাল থেকে ক্যস্পারস্কি ইউজ করি।গত বছর থেকে আমি ক্যস্পারস্কি ২০১০ ইউজ করছি।লাইসেন্স এর জন্য এতদিন আমি “kaspersky anti blacklist crack” software টি ব্যবহার করতাম,যার ফলে আমার “কী” কোন সময় ই ব্ল্যাকলিস্টেড হতো না।যার ফলে আমি ৭৩০ দিনের একটা লাইসেন্স কী দিয়ে প্রায় ১.৫ বছর চলছি এবং এই ১.৫ বছরে আমার পিসিতে ভাইরাস জনিত কারনে এক্সপি সেটআপ দিতে হয়নি।কিন্তূ কিছু দিন আগে ক্যস্পারস্কি ২০১১ ভার্সন বার করে এবং আমি তা ইন্সটল করি।কিন্তু এই ভার্সনে “kaspersky anti blacklist crack” টি কাজ করছে না যার ফলে যে “কী” দেইনা কেন তা ব্ল্যাকলিস্টেড হয়ে যাচ্ছে।আপনাদের এই ক্যস্পারস্কি ২০১১ ভার্সনের জন্য কোন “anti blacklist crack software” খোজ করি। তখন shaeed ভাই এর টিউন থেকে জানতে পারি Kaspersky Internet Security 2011 এর Trial Resetterএর কথা।অত্যান্ত কাজের জিনিশ এটি। আসুন প্রথমে জানি Kaspersky Internet Security 2011 এর সম্পর্কে।খুব শক্তিশালি antivirus এটি। ২০১১ ভার্সনে যোগ হয়েছে নতুন সব ফিচার। আসুন দেখি

1

১. এর রয়েছে শক্তিশালী data protector, Application control এবং Strong Defense.

2

২.আসুন দেখি আরও সুবিধা সমুহ।

3

৩. এর আছে শক্তিশালী Internet Security , firewall এবং  network Attack blocker যার মাধ্যমে আপনি সহজেই থাকবেন Internet virus এবং হ্যাকার দের কাছ থেকে মুক্ত।

4

৪. এর আছে  safe run option.

5

৪. তিন ধরনের Scan option এতে আছে

6

৫. update এর মাধ্যমে আপনার PC কে রাখতে পারবেন latest সব ভাইরাস এর হাত থেকে।

7

৬. এর  আছে parental control যেটি অনাকাংখিত ইউজার এর হাত থেকে PC কে রক্ষা করবে।

8

৭. এছাড়া আছে  Privacy cleaner , system restore ইত্যাদি option.

9

৮. এর সাহায্যে আপনি সব রকম virus,worm,Trojan,ad-ware, এবং বিভিন্য কিলগার হতে মুক্ত ত্থাকবেন।

16

17

৯. এর আছে একটি strong USB drive security,যার ফলে আপনাকে আর কোন USB anti virus ইউজ করতে হবেনা।এটি আপনার USB এর সকল প্রকার autorun close করবে এবং সকল শক্তিশালী autorun virus সাথে সাথে remove করবে আর পরে scan করে বাকি সব threat , remove করবে।আপনার PC তে কোন USB drive লাগানো হলে এটি auto detect করে.এবং আপনার usb drive কে রাখে ভাইরাস মুক্ত।

১০. ২০১১ ভার্সনে আছে শক্তিশালী data recovery system, যার ফলে infected file হতে যতটা সম্ভব বেশি data recover করা যায়, এছাড়া আগের সব ভার্সনের তুলনায় এটি পিসি কে কম slow করে.যাদের RAM ১জিবি তারা নিশ্চিন্তে এটি use করতে পারেন।

১১. ক্যস্পারস্কির একটি বড় সুবিধা হলো এটি বেশিরভাগ প্রয়োজনীয় software, keygen, patch, crack কে ভাইরাস হিসাবে detect করেনা। বেশি হলে "Unwanted software" হিসাবে ধরে। তখন Add to trusted zone এ দিলে ক্যস্পারস্কি আর ঝামেলা করেনা।

** আমি আপনাদের ৯৯% surety দিতে পারি যে এটি ইন্সটল করলে আপনি থাকবেন সম্পুর্ন ভাইরাস আর ট্রোজান মুক্ত

এটি ডাউনলোড করতে  click  করুন  নিচের লিঙ্কে,

CLICK HERE

এবার আসা যাক লাইসেন্স এর ব্যাপারে।এর আছে একটি শক্তিশালী self defense যার ফলে এটি কে crack বা patch করা কঠিন। নকল "কী" দিলে এটির server তা  blacklisted করে ফেলে। তবু ভাই আমরা বাঙ্গালী।টাকা দিয়ে software আমরা ইউজ করিনা।যত মুস্কিল তত আসান। ক্যস্পারস্কি শুরুতে ৩০দিনের একটা ট্রায়াল লাইসেন্স দেয়।এবং জাস্ট এই জিনিশ কে কাজে লাগিয়ে বানানো হয়েছে Kaspersky trial resetter. shaeed ভাই এর টিউন থেকে এটি আমি পেয়েছি।এটি প্রথমে ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে

CLICK HERE

এবার দেখি এটি কিভাবে কাজ করে।

প্রথমে 30 দিনের আপনার পাওনা লাইসেন্স উপভোগ করুন।শেষ হলে নিচের পদ্ধতি অনুসরন করুন।

10

১. প্রথমে settings এ যান এবং self defence এর টিক উঠান। Apply then OK করুন।

11

২. নিচের icon থেকে kaspersky, exit করুন।লক্ষ রাখুন যেনো কোন ভাবেই এটি চালু না থাকে।

12

৩. এবার re-setter টি run করান এবং reset এ click করুন।

13

৪. process শুরু হবে।

14

৫. Process শেষে এই activation wizard আসবে। সিম্পলি "active trial version" click করুন এবং next button press করুন

15

৬.ব্যস পেয়ে গেলেন আরো ৩০দিনের লাইসেন্স। next click করুন.

৭.৩০ দিন পর এক ই পদ্ধতি অনুসরন করুন পেয়ে যাবেন আরো ৩০দিনের লাইসেন্স।এভাবে চলুন আজীবন।

**এখানে একটি কথা বলে রাখা ভাল যে ক্যস্পারস্কি নিয়ে t.tunes এ অনেক টিউন হয়েছে।বাট আমার কাছে কোনোটা গোছানো মনে হইনি।তাই অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন।কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ বিস্তারিত বলার জন্য।

ভাই আপনাকে ঊঊউমমম্মা. আপনি যা করলেন তা সবার অনুসরণ করা উচিত . কেননা টেকটিউনসে আমার মত অধমের সংখ্যাই বেশি,এই কথাটা সবার মনে রাখা উচিত. টিউন বলতে যদি কিছু বোঝানো হয় তাহলে বলতে হয় টিউন হবে এমন /একেই বলে টিউন.আপনারা যারা টিউন করেন তারা সবাই জিনিয়াস , এতে কোনো সন্দেহ নেই.কিন্তু বেশিভাগ টিউনারের টিউন দেখে মনে হয় ঐসব টিউন সংবিধিবদ্ধভাবে শুধুমাত্র জিনিয়াসদের জন্য অথবা টিউন এর সংখ্যা বাড়ানোর জন্য.জ্ঞান এর প্রকাশ হওয়া উচিত দুর্বলদের জন্য , সহজবোধ্য. আপনাকে আবারও ঊঊউমমম্মা.

Level 0

মদ পুরানো হোক বোতল জটিল..nice tune

Level 0

সুন্দর টিউন। ধন্যবাদ আপনাকে। আমার জিঞ্জাসা Kespersky Trial Resetter নিজেই কোন ভাইরাস না তো!

আবারও ধন্যবাদ আপনাকে।

খুব ভাল টিউন।আমি গত কাল থেকে ইউজ করছি। একটি প্রশ্ন, এটা দিয়ে স্ক্যান দিলে অটোমেটিক ভাইরাস ডিলিট করে দেয়?

    আপনার ইচ্ছা।আপনি চাইলে manual clean অথবা automatic clean দিতে পারেন।

@masud, Kespersky Trial Resetter কোন ভাইরাস নয়।তবে Kespersky বা অন্য এন্টিভাইরাস দিয়ে এটিকে scan দিয়েন না।unwanted software হিসাবে detect করবে

Level 0

ধন্যবাদ, এটাকে কিভাবে বুটবেল রেসকিউ ডিস্ক করবো একটু বলা যাবে?

Level 0

very nice tune…..today i will try it…..thank u…Akash

অসংখ্য ধন্যবাদ । কারন আপনিই এই টিউনের মুল কথা গুলো সুন্দর করে লেখেছেন। আমি আগেই ২০১১ ডাউনলোড করেছি কিন্তু রিসেটার এর বিসয়টা একেবারেই বুঝি নাই। ভাবতে ছিলাম আনইনস্টল করব এর মাঝেই আপনার এই টিউন। আপনাকে আবার ও ধন্যবাদ না দিয়ে পারছি না। খুবই উপকার হল ।

ভাইয়া আমার পিসি হল intel(R), pentium(R)4 CPU 2.40GHz 1.99GHz.256 MB of RAM আমি কি download করতে পারব?জানালে খুশি হতাম।

    @ জাহিদ ভাই আপনার জন্য ২০১০ এর ভার্শনটা ভাল হবে কারন ২০১১ এর ভার্শন একটু স্লো হবে আপনার জন্য।

    @ আকাশ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর টিউন হয়েছে।
    আপনার আরো টিউন চাই।

    @ হাসান ভাই,আপনাকে অসংখ্য ধন্যবাদ

    @ জাহিদ ভাই,আমি যতদুর জানি KIS 2011, 2010 এর তুলনায় পিসিকে কম স্লো করে।১মাস ইউজ করে দেখতে পারেন

ভাই Kaspersky trial resetter টা মিডিয়া ফায়ারে আপলোড করে দিন। ডাউনলোড করতে পারছি না।

Level 0

আকাশ ভাই আপনাকে মোবারকবাদ, আপনার টিউন গুলো এত গোছানো যা পরিপূন টিউন বলা যেতে পারে । ট্রায়াল & লাইসেন্স ভারসন নিয়ে আপনার কাছ থেকে আর একটি টিউন আশা করছি ।

ভাই, আমি আভিরা ব্যবহার করি। আভিরা Kaspersky trial resetterকে ভাইরাস হিসাবে ইন্ডিকেট করছে।
……………………..

    আভিরা অনেক কাজের জিনিশ কে ভাইরাস হিসাবে ইন্ডিকেট করে।Kaspersky trial resetter ভাইরাস নয়।ক্যস্পারস্কি ইউজ করে দেখুন আর ছাড়তে মন চাইবে না

ধন্যবাদ আকাশ ভাইয়া, আমি ডাউনলোড করেছি কিন্তু আমাকে মাত্র ১০ দিনের মেয়াদ দিয়াছে।আর এটা সেটা বার বার সিগ্নাল দিয়া ভাইরাস এর ভয় দেখায় কেন?

    আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে trial re setter দিয়ে লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি করুন।

আর ভাইয়া আপনার প্রথম ফটো গুলার মধ্যে your computer is protected এবং গুলাকার টি সবুজ। কিন্তু আমার এখানে your computer security is at risk {fix it now}এবংগুলাকার টি লাল কেন?কিভাবে ঠিক করতে পারব জানালে খুশি হব?

    ৩টি কারনে হতে লাল পারে।

    ১.লাইসেন্স ইন্সটল না থাকলে।

    ২.এন্টিভাইরাস টি আপডেটেড না থাকলে।

    ৩.কোন ভাইরাস দ্বারা আপনার পিসিটি মারাত্বক ভাবে ইনফেক্টেড হলে।

    আপনার গোল বাটন লাল কোনটির কারনে, তা জানতে গোল বাটনটির উপর ক্লিক করুন।

    আমার মনে হয় আপনার এন্টিভাইরাস টি আপডেটেড না।আপডেট করুন গোল বাটন সবুজ হয়ে যাবে।

    ৩ নং কারনের জন্য যদি লাল হয় তবে আমার বা আপনার কিছু করার নাই।কারন kaspersky আপনার পিসিতে ভাইরাস আসা prevent করবে.এটি ইন্সটল করার পুর্বেই যদি পিসি infected থাকে তবে এটির কিছু করার থাকে না।এক্সপি সেটাপ দিতে হবে এবং সাথে সাথে kaspersky ইন্সটল ও আপডেট দিয়ে সম্পুর্ন পিসি scan দিতে হবে।

ধন্যবাদ ভাইয়া, আমার মনে হয় xp setup দিতে হবে।

Level 0

‘Sky’ Vi Thankxxxxxxxxxx…. Tune te khob E Useful………………

Level 0

(AVRO problem kortese ….tai banglai likhte parlam na) Akash vai….apnake onek thanx……apnar tune dhekar por akhon kaspersky use kortesi………kintu amar problem holo- kalke install korar por theke eta akdin a pray 200mb update file download kortese!!……ato boro boro update file download kortese je ….eta akhon amar pokkhe use kora khotin hoye porese…….solution jana thakle please share koren?

ভাইয়া যেখানে নেট কানেকশন নেই সেখানে এন্টিভাইরাসটি তো ইনস্টল করা যায় না।

এখন আর কাজে আসে না।

tnksss bro.
onek onek thnkss.apnar 2ta ক্যস্পারস্কির tunes ar jonno ধন্যবাদ

    আপনাকেও অনেক ধন্যবাদ প্রান্ত ভাই

দুঃখিত ভাই. আমি আপনার দেওয়া এই অসাধারণ এন্টিভাইরাস উপভোগ করতে পারছি না। কারণ, এন্টিভাইরাসটির ডাওনলোড সাইডে ঢুকার সাথে সাথে আমার ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়। কি করা যেতে পারে? ডাউনলোড এর জন্য এই লিংক ছাড়া অন্য কোন লিংক আছে কি? প্লিজ যানালে খুশি হবো।

৩০ দিন শেষ হওয়ার আগে করলাম। ১১ দিন বাকি ছিল। রিসেট করার পর ১১দিন ই আছে। ৩০ দিন পর করলে কি আবার ৩০ দিনের ট্রায়াল পাবো?

Level 0

vaire trial show korbona amon kisu thakle den khub bipode asi

Level 0

trial version a ki update kora jai…..prothom trial version a update kora jai na….what's the problem????