প্রথমেই shaeed ভাই এর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারন আমার এই টিউনের বিষয় বস্তূ তার ২টি টিউন থেকে নেওয়া।তার অনুমুতি না নিয়ে টিউন টি করার জন্য আমি দুঃখিত। এবার কাজের কথায় আসি।
আমি একজন ক্যস্পারস্কি ইউজার।আমি ২০০৭ সাল থেকে ক্যস্পারস্কি ইউজ করি।গত বছর থেকে আমি ক্যস্পারস্কি ২০১০ ইউজ করছি।লাইসেন্স এর জন্য এতদিন আমি “kaspersky anti blacklist crack” software টি ব্যবহার করতাম,যার ফলে আমার “কী” কোন সময় ই ব্ল্যাকলিস্টেড হতো না।যার ফলে আমি ৭৩০ দিনের একটা লাইসেন্স কী দিয়ে প্রায় ১.৫ বছর চলছি এবং এই ১.৫ বছরে আমার পিসিতে ভাইরাস জনিত কারনে এক্সপি সেটআপ দিতে হয়নি।কিন্তূ কিছু দিন আগে ক্যস্পারস্কি ২০১১ ভার্সন বার করে এবং আমি তা ইন্সটল করি।কিন্তু এই ভার্সনে “kaspersky anti blacklist crack” টি কাজ করছে না যার ফলে যে “কী” দেইনা কেন তা ব্ল্যাকলিস্টেড হয়ে যাচ্ছে।আপনাদের এই ক্যস্পারস্কি ২০১১ ভার্সনের জন্য কোন “anti blacklist crack software” খোজ করি। তখন shaeed ভাই এর টিউন থেকে জানতে পারি Kaspersky Internet Security 2011 এর Trial Resetterএর কথা।অত্যান্ত কাজের জিনিশ এটি। আসুন প্রথমে জানি Kaspersky Internet Security 2011 এর সম্পর্কে।খুব শক্তিশালি antivirus এটি। ২০১১ ভার্সনে যোগ হয়েছে নতুন সব ফিচার। আসুন দেখি
১. এর রয়েছে শক্তিশালী data protector, Application control এবং Strong Defense.
২.আসুন দেখি আরও সুবিধা সমুহ।
৩. এর আছে শক্তিশালী Internet Security , firewall এবং network Attack blocker যার মাধ্যমে আপনি সহজেই থাকবেন Internet virus এবং হ্যাকার দের কাছ থেকে মুক্ত।
৪. এর আছে safe run option.
৪. তিন ধরনের Scan option এতে আছে
৫. update এর মাধ্যমে আপনার PC কে রাখতে পারবেন latest সব ভাইরাস এর হাত থেকে।
৬. এর আছে parental control যেটি অনাকাংখিত ইউজার এর হাত থেকে PC কে রক্ষা করবে।
৭. এছাড়া আছে Privacy cleaner , system restore ইত্যাদি option.
৮. এর সাহায্যে আপনি সব রকম virus,worm,Trojan,ad-ware, এবং বিভিন্য কিলগার হতে মুক্ত ত্থাকবেন।
৯. এর আছে একটি strong USB drive security,যার ফলে আপনাকে আর কোন USB anti virus ইউজ করতে হবেনা।এটি আপনার USB এর সকল প্রকার autorun close করবে এবং সকল শক্তিশালী autorun virus সাথে সাথে remove করবে আর পরে scan করে বাকি সব threat , remove করবে।আপনার PC তে কোন USB drive লাগানো হলে এটি auto detect করে.এবং আপনার usb drive কে রাখে ভাইরাস মুক্ত।
১০. ২০১১ ভার্সনে আছে শক্তিশালী data recovery system, যার ফলে infected file হতে যতটা সম্ভব বেশি data recover করা যায়, এছাড়া আগের সব ভার্সনের তুলনায় এটি পিসি কে কম slow করে.যাদের RAM ১জিবি তারা নিশ্চিন্তে এটি use করতে পারেন।
১১. ক্যস্পারস্কির একটি বড় সুবিধা হলো এটি বেশিরভাগ প্রয়োজনীয় software, keygen, patch, crack কে ভাইরাস হিসাবে detect করেনা। বেশি হলে "Unwanted software" হিসাবে ধরে। তখন Add to trusted zone এ দিলে ক্যস্পারস্কি আর ঝামেলা করেনা।
** আমি আপনাদের ৯৯% surety দিতে পারি যে এটি ইন্সটল করলে আপনি থাকবেন সম্পুর্ন ভাইরাস আর ট্রোজান মুক্ত
এটি ডাউনলোড করতে click করুন নিচের লিঙ্কে,
এবার আসা যাক লাইসেন্স এর ব্যাপারে।এর আছে একটি শক্তিশালী self defense যার ফলে এটি কে crack বা patch করা কঠিন। নকল "কী" দিলে এটির server তা blacklisted করে ফেলে। তবু ভাই আমরা বাঙ্গালী।টাকা দিয়ে software আমরা ইউজ করিনা।যত মুস্কিল তত আসান। ক্যস্পারস্কি শুরুতে ৩০দিনের একটা ট্রায়াল লাইসেন্স দেয়।এবং জাস্ট এই জিনিশ কে কাজে লাগিয়ে বানানো হয়েছে Kaspersky trial resetter. shaeed ভাই এর টিউন থেকে এটি আমি পেয়েছি।এটি প্রথমে ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে
এবার দেখি এটি কিভাবে কাজ করে।
প্রথমে 30 দিনের আপনার পাওনা লাইসেন্স উপভোগ করুন।শেষ হলে নিচের পদ্ধতি অনুসরন করুন।
১. প্রথমে settings এ যান এবং self defence এর টিক উঠান। Apply then OK করুন।
২. নিচের icon থেকে kaspersky, exit করুন।লক্ষ রাখুন যেনো কোন ভাবেই এটি চালু না থাকে।
৩. এবার re-setter টি run করান এবং reset এ click করুন।
৪. process শুরু হবে।
৫. Process শেষে এই activation wizard আসবে। সিম্পলি "active trial version" click করুন এবং next button press করুন
৬.ব্যস পেয়ে গেলেন আরো ৩০দিনের লাইসেন্স। next click করুন.
৭.৩০ দিন পর এক ই পদ্ধতি অনুসরন করুন পেয়ে যাবেন আরো ৩০দিনের লাইসেন্স।এভাবে চলুন আজীবন।
**এখানে একটি কথা বলে রাখা ভাল যে ক্যস্পারস্কি নিয়ে t.tunes এ অনেক টিউন হয়েছে।বাট আমার কাছে কোনোটা গোছানো মনে হইনি।তাই অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন।কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ বিস্তারিত বলার জন্য।