এডসেন্স বিষয়ক মৌলিক ধারণা

এডসেন্স কীঃ
এডসেন্স (AdSense) নিঃসন্দেহে ইন্টারনেট থেকে আয় করার সবচেয়ে বিশ্বস্ত ও জনপ্রিয় উপায়। এটি সার্চ জায়ান্ট গুগোলের একটি প্রোগ্রাম। এডসেন্স মূলত এডওয়ার্ডসের (Adwords) সাথে সম্পর্কযুক্ত। এডওয়ার্ডস হল বিজ্ঞাপন প্রদানের প্রোগ্রাম, আর এডসেন্স বিজ্ঞাপন প্রদর্শনের। ব্যাপারটা বিস্তারিত দেখি চলুন।

এডসেন্স এবং এডওয়ার্ডসঃ
একটি প্রতিষ্ঠান অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে তাদের বিজ্ঞাপন দিতে চাচ্ছে। এর জন্যে ওই প্রতিষ্ঠানকে গুগোলের এডওয়ার্ডস প্রোগ্রামে অংশ নিতে হবে। তারা তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিংক সহ বিজ্ঞাপন দেবে এবং এরকম একটি চুক্তিতে আসবে যে, গুগোল তাদের সাইটে ভিজিটর এনে দিলে একটা তারা নির্দিষ্ট পরিমান অর্থ গুগোলকে প্রদান করবে। তারা সর্বোচ্চ বাজেট, দৈনিক কতবার কতটি সাইটে প্রদর্শন, ভিজিটর প্রতি খরচ ইত্যাদি নির্ধারণ করে দিতে পারবে। গুগোল তাদের অন্যান্য ওয়েবসাইটে (এডসেন্স পাবলিশার) বিজ্ঞাপন প্রকাশ করার ব্যবস্থা করবে।
এডসেন্স হল এর ঠিক উল্টো বিষয়। আপনি অন্য বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপন আপনার সাইটে প্রকাশ করবেন, এর জন্যে আপনাকে অংশগ্রহণ করতে হবে এডসেন্স প্রোগ্রামে। আপনার সাইটে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করে যখন একজন ভিজিটর ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাবে, তখন ওই প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থ গুগোলকে প্রদান করবে। এবং সেই অর্থের ৬৮ ভাগ পাবেন, বাকি ৩২ ভাগ নেবে গুগোল। এটা ছাড়াও আরও তিন মাধ্যমে আপনি এডসেন্স থেকে আয় করতে পারেন, তবে এটিই মুখ্য।

কীভাবে অংশ নিবেনঃ
এডসেন্স প্রোগ্রামে অংশ নিতে হলে আপনার নিজের একটি ওয়েবসাইট থাকতে হবে। সেটি হতে পারে কোনও ব্লগ, ফোরাম অথবা অন্য কোনও ধরনের ওয়েবসাইট। সাইটের ভাষা হতে হবে এডসেন্স অনুমোদিত আটটি ভাষার একটি, বাংলা সাইটে এখন পর্যন্ত এডসেন্স বিজ্ঞাপন ব্যবহারের অনুমতি দেয় নি।
আপনাকে আপনার ওয়েবসাইটের লিংক সহ এডসেন্স একাউন্টের জন্যে আবেদন করতে হবে। আবেদনের পর এডসেন্স কর্তৃপক্ষ আপনার সাইট ভিজিট করবে এবং উপযুক্ত মনে হলে আপনাকে তাদের বিজ্ঞাপন প্রদর্শনের অনুমতি দেবে অর্থাৎ আপনার আবেদন মঞ্জুর করবে। এরপর আপনাকে কিছু কোড (জাভাস্ক্রিপ্ট) দেবে। এই কোড আপনার সাইটে স্থাপন করার মাধ্যমে আপনি বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন। মজার বিষয় হল, আপনার সাইট যে বিষয়ের উপর তার সমজাতীয় বিজ্ঞাপন দেখাবে এবং প্রত্যেকবার আলাদা আলাদা বিজ্ঞাপন দেখাবে। ফলে বিজ্ঞাপনে ভিজিটর ক্লিক করার সম্ভাবনা বেড়ে যাবে। আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন, যত ক্লিক তত টাকা!

(পরবর্তীতে কীভাবে এডসেন্সের জন্যে আবেদন করতে হয়, সে সংক্রান্ত বিস্তারিত পোষ্ট দেওয়া হবে)
(ইন্টারনেট থেকে আয় করার আরও কিছু উপায় দেখতে এখানে ক্লিক করুন)

Level 0

আমি মেধাবী ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

MedhabiDotCom একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এখানে আছে- ১. দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য। ২. সাপ্তাহিক কুইজ। বিজয়ীর জন্যে ৫০০ টাকা সমমানের পুরষ্কার। ৩. মেধাবী তারকা প্রোগ্রাম। ভিজিট করুনঃ http://www.medhabi.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

khubbi shundor tune, ekdom shohoj bhasha te bistarito likhechhen, notunder jonno khub i shohayok hobe,apnake thnx,
ekta bishoy janar chilo, ta holo, ami ki amar pochhondo moto ad bechhe nite parbo? mane, amar blog e amar pochhondo moto ad guloi thakbe,google er pochhondo moto noy, ei jinishta ki kora jay & kora gele kibhabe? proshno kore birokto korar jonno dukkhito

    @learner: এটা সম্ভব নয়। আপনি এড পাবেন আপনার সাইটের বিষয়বস্তু অনুযায়ী। আপনার সাইট যে বিষয়ক, সেই জাতীয় বিজ্ঞাপন পাবেন। তবে, আপনি মেটা কীওয়ার্ড ব্যবহারের মাধ্যমে বিজ্ঞাপনের বিষয় কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবেন। যদিও সাইটের বিষয় সংক্রান্ত না হলে কীওয়ার্ড ব্যবহার করা অনুচিত।

ভাই পেজ র‍্যাঙ্ক ১ বা ২ এ প্রতি ক্লিকে কত রেট থাকে?

    @হাসান: ক্লিক রেট-এর সাথে পেইজ র‍্যাঙ্কের সম্পর্ক নেই। আপনার সাইটে যে এড দেখাচ্ছে তার মুল্য বিজ্ঞাপনদাতা আগেই নির্ধারণ করে দিয়েছে। আপনাকে দামি কীওয়ার্ড দেখে সাইট বানাতে হবে, যেসব কীওয়ার্ডে বেশি রেট সে বিষয়ে সাইট বানালে আপনি এমনিতেই দামি এড পাবেন।

খুব সুন্দর হয়েছে ভাই। আপনাকে অসংখ্য ধন্নবাদ।

Level 0

ভালই লিখেছেন । ধন্যবাদ আপনাকে

Easy Free Movie Download

blogspot domain dea ki adsence pabo?

    @imranparves: পাবেন। এটি বরং আপনার এডসেন্স পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। ব্লগস্পট গুগোলের প্রোগ্রাম।

“এটা ছাড়াও আরও তিন মাধ্যমে আপনি এডসেন্স থেকে আয় করতে পারেন”

এখানে তথ্য একটু ভুল আছে। Adsense থেকে অনেক ভাবে আর্ন করা যায়। সাধারন একাউন্টের জন্য চারটা ক্যাটাগরি – content-domain-search-feed
আরো রয়েছে AdSense for gan – tv – mobile – adpublisher – video ইত্যাদি আরো থাকতে পারে আমার জানা নাই।

তবে একজন ব্লগারের সবচেয়ে বেশি আর্নিং হবে এডস ফর কন্টেন্ট থেকে। অন্যগুলা সাধারন ব্লগারদের জন্য নয়।

টিউন ভাল হয়েছে। carry on.

    @morning_star: দুঃখিত! হতে পারে। তবে আমি Video-এর ব্যাপারটা জানতাম, লেখার সময় মনে ছিল না। আর Mobile প্রোগ্রাম ঠিক আমাদের জন্যে উপযুক্ত নয়। বাকি gan, tv, adpublisher সম্পর্কে জানি না। প্লিজ জানালে উপকৃত হতাম।

adsence pete nake top level domain lage? blogspot ki top level domain?

    @imranparves: এডসেন্স পেতে টপ লেভেল ডোমেইন শর্ত নয়, কিন্তু এটা আপনার আবেদন এপ্রুভ হতে ভূমিকা রাখতে পারে।

Adsense real মাত্র ২০০০টাকা। ইমেইল আইডি আপনাকে তৈরি করে দিতে হবে। ৪৮ ঘ্নটার মধ্যে অ্যাডসেন্স পেয়ে জাবেন।

@রায়হান: না পাওয়ার করনগুলা একটু বলবেন ?

@রায়হান: ওই সাইটের জন্যে পুনরায় আবেদন করা যায়, তবে এপ্রুভ হওয়ার সম্ভাবনা কম।

@রায়হান: এ বিষয়ে আরেকটি পোষ্ট দেওয়ার ইচ্ছে আছে। আপনি এই পোস্টটা দেখতে পারেন, ক্লিক করুন