Monetag এড নেটওয়ার্ক নিয়ে বিস্তারিত

আমাদের যাদের একটি ওয়েবসাইট রয়েছে সকলেই চাই সেখান থেকে আর্ন করতে। ‌ ওয়েবসাইট থেকে সহজে আর্ন জনপ্রিয় একটি মাধ্যম হলো এডস। জনপ্রিয় এবং সবচেয়ে বিশ্বস্ত এড নেটওয়ার্ক হলো গুগল এডসেন্স। তবে বর্তমান সময়ে এডসেন্স পাওয়া বেশ জটিল হয়ে গিয়েছে। তাছাড়া সব ধরনের ওয়েবসাইটে এডসেন্স পাওয়া যায় না। আবার অনেক সময় ভিজিটর কম এর কারণে আর্নিং কম হয়। আবার গুগল এডসেন্স CPC তে ফোকাস করে থাকে বেশি।

আপনি একটি তৈরি করলেন, অনেক দিন পরিশ্রম করলেন, অনেক ট্রাফিক ও আসছে। কিন্তু এডসেন্স পান নি বলে আর্নিং হবেনা বা এমন থার্ড পার্টি এমন এডস ব্যবহার করলেন যে আর্নিং খুবই কম বা পেমেন্ট পেলেন না তাহলে তো আপনার কস্টের সঠিক মূল্য পেলেন না। অথবা আপনার ছোট খাটো একটা সার্ভিস ওয়েবসাইট আছে, কম ইউজার এর হোস্টিং সাইট আছে, পোর্টফোলিও বা পার্সোনাল সাইট আছে সেখানে এডস বসিয়েও যদি ভালো আর্নিং করা যায় সেটা অনেক ভালোই হবে। এডসেন্স সাধারণত এসব ওয়েবসাইটে এডস দেয় না।

Monetag হলো এমন একটি জনপ্রিয় এড নেটওয়ার্ক, যেখানে আপনি যেকোন প্রকার ওয়েবসাইটে এডস বসাতে পারবেন। এপ্রুভাল নিয়েও ঝামেলা নেই, শুধু header এ Meta Tag কোড বসালেই হবে। ইন্সটেন্ট এডস শো করবে, অর্থাৎ আপনি ততক্ষনাত আর্নিং করার জন্য রেডি।

Monetag Signup এখানে গিয়ে আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার, ঠিকানা, পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করুন, ইমেইল বেরিফাই করুন। তারপর ড্যাশবোর্ড গিয়ে Add Site থেকে আপনার ওয়েবসাইট টি যুক্ত করুন। তারপর তাদের দেয়া Meta Tag আপনার ওয়েবসাইটের <head></head> এর মধ্যে বসিয়ে দিন। ব্যাস বেরিফাই করে দিন, দেখুন ইন্সটেন্ট বেরিফাই হয়ে গেছে।

এবার পালা এড কোড বসানোর। আপনি চাইলে তাদের Multitag এড ইউনিট ইউজ করতে পারেন। এটায় তাদের সব ধরনের এডস একেবারে যুক্ত করা আছে। এডসেন্স এর অটো এডস এর মতো। তাছাড়া তাদের এডস কোড প্রতিটা আলাদা করে নিয়েও বসাতে পারবেন, আপনার যেমনটা পছন্দ। এডস কোড Header / Footer যেখানে ইচ্ছা বসাতে পারবেন। তাদের এডস ফরম্যাট গুলো:

  • Popunder
  • Push Notifications
  • In page push
  • Interstitial
  • Vignette Banner
  • Direct Link

তারা মূলত CPM ব্যাসড, অর্থাৎ এডস impressions এর উপর টাকা দিয়ে থাকে। আপনি নিজে নিজে এডস দেখলেও সেটাতে কোন সমস্যা নেই, অর্থাৎ invalid impressions এও টাকা দেয়। প্রতি ১০০০ বাংলাদেশ impressions এ আপনাকে 0.70$ - 3$ দিয়ে থাকে। আর বড় বড় দেশ গুলো থেকে প্রতি ১০০০ impressions এ 7$ - 12$ দিয়ে থাকে। তাছাড়া তাদের Direct Ads টা ব্যবহার করে বড় বড় দেশ থেকে ক্লিক পেলে, সাথে  ভিজিটর CPA ব্যাসড কিছু কাজ করলে 1.50$ - 3$ ও পেতে পারেন।

তারা প্রতি মাসে একবার পেমেন্ট করে থাকে। Paypal মিনিমাম 5$, Payoneer মিনিমাম 20$, Wire মিনিমাম 500$, Online banking wire মিনিমাম 500$. এই হলো Monetag এড নেটওয়ার্ক ওভারভিউ। নিজে কাজ করতে করতে বাকি ছোট খাটো বিষয় গুলো বুঝে যাবেন। তবে যেকোনো ওয়েবসাইটে আর্নিং এর জন্য ভিজিটর অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়।

আশাকরি বুঝতে পেরেছেন। সৌজন্যে আমার ওয়েবসাইট MHNTune

Level 0

আমি মেহেদী হাসান নিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস