দ্রুত গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায় কি?

অনেকেই নতুন করে ব্লগিং ও ইউটিউব থেকে টাকা আয় করতে দ্রুত গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায় সম্পর্কে জানতে চান।

গুগল এডসেন্স কি?

বন্ধুরা গুগল এডসেন্স মূলত একটি অ্যাড নেটওয়ার্ক।

যে সকল কোম্পানি তাদের অ্যাড গুগলে প্রকাশ করতে চায় তাদের জন্য রয়েছে গুগল এডওয়ার্ড। 

যারা তাদের ব্লগ থেকে টাকা আয় করতে চান তাদের জন্য রয়েছে গুগল এডসেন্স।

কেন লোকেদের গুগল এডসেন্স পেতে সমস্যা হয়?

গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে হলে অবশ্যই আপনাকে গুগল এডসেন্স প্রদত্ত নিয়ম-কানুন মেনে চলতে হবে। কেননা যারা গুগললের অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করবে তারও সঠিক প্লাটফরম টি খুঁজে থাকে তাদের অ্যাড দেয়ার জন্য। 

তবে যারা নতুন করে ব্লগিং শুরু করছেন তাদের অনেকেই গুগল এডসেন্স এর সকল নিয়ম কানুন জানেন না।

অনেকে কিছু নিয়ম জানেন তবে তা ঠিক ভাবে মানেন না।

আবার এমন অনেক ব্লগার ও ইউটিউবার রয়েছেন যারা গুগলের রুল মেনে চলার পরেও গুগল অ্যাডসেন্সে আপ্রুভাল পেতে সমস্যা হয়।

গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে। ঠিক কী কারণে আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পাচ্ছেন না আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য তা আপনার জন্য জাননা জরুরী।

তা আপনাকে নির্ধারণ করতে হবে গুগল কখনো বলে দেনা এই কারণে আপনাদকে গুগল অ্যাডসেন্সে আপ্রুভাল দেয়া হচ্ছে না।

তবে গুগল কিছু কমন ইস্যু বর্তমানে নতুন গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল এর জন্য এপ্লাই করলে জানিয়ে থাকে।

  • এগুলির মধ্যে একটি হচ্ছে লভেলু কন্টাক্ট। 
  • ইনভেলিড ট্রাফিক।

এর মানে হচ্ছে যতই দিন যাচ্ছে গুগল অরিজিনাল কনটেন্ট কে প্রাধান্য দিচ্ছে।

আপনি যদি দ্রুত গুগল এডসেন্স এপ্রুভাল পেতে চান তবে অবশ্যই আপনাকে প্লাগারিজম ফ্রিকন্টেন্ট লিখতে হবে। 

দ্রুত গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়ার উপায়

কন্টেন্ট কে গুগল অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। আপনাকে গুগল এডসেন্স এপ্রুভাল পেতে সম্পূর্ণ নতুন ও অরজিনাল কন্টেন্ট লিখতে হবে।

বর্তমানে কনটেন্ট এর সাথে সাথে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পেজ যেমন ট্রামস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি এবং কন্টাক্ট পেজ তৈরী করতে হবে। 

আপনার কনটেন্ট ও গুরুত্বপূর্ণ পেজগুলো তৈরি হয়ে গেলে এখন আপনি আপনার ব্লগে কিছু পরিমান ভিজিটর আসার জন্য অপেক্ষা করুন।

মনে রাখবেন গুগল কখনো নিজ থেকে বলেনা যে সাইটে ভিজিটর আসলেই আপনাকে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল দেয়া হবে।

তবে মনে রাখবেন ভিজিটর আপনার ইনকাম এর জন্য গুরুত্বপূর্ণ।

তবে আমি আপনাকে বলছি আপনার সাইটে কিছু পরিমান ভিজিটর আসা শুরু করলেই আপনি গুগল অ্যাডসেন্সে এর জন্য সাইটকে জমা দিন।

কেননা আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেলেন কিন্তু আপনার সাইটে কোন ভিজিটর নেই তাহলে আপনার কী লাভ হবে।  

প্রথমে কিছু পরিমান ভিজিটর এর জন্য অপেক্ষা করুন এবং রেগুলার নিয়মে টিউন লিখুন। 

এছাড়াও আপনার সাইটের ডিজাইন গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য বিশেষ গুরুত্ব বহন করে থাকে। 

বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে গুগল একটি সাইটের বয়স ও লক্ষ্য করে থাকে।

গুগল এডসেন্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনি এই পোস্টটি পড়তে পারেন। Google AdSense account approval in Bangla 2022

Level 1

আমি মোঃ আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Telecom Offer and Mobile banking and all about online earning all knowledge in Bangla. https://digitaltuch.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস