আপনি যদি সারাজীবনের জন্য আয় করতে চান এবং জীবনে সাফল্য পেতে চান।
🎯 গুগল এডসেন্স কি?
গুগল এডসেন্স গুগলের এমন একটি সার্ভিস যার দ্বারা এডভার্টাইজার রা টাকা দিয়ে যেকোনো বিজ্ঞাপণ ইন্টারনেটে দেখাতে পারেন এবং পাবলিশার রা নিজের ব্লগ, ইউটিউব ভিডিও তে গুগলের বিজ্ঞাপণ দেখিয়ে অনলাইন টাকা আয় করতে পারেন।
এইটা সোজাসোজি একটি এডভার্টাইজিং নেটওয়ার্ক যার দ্বারা ব্লগ এবং ওয়েবসাইট মালিকেরা বিজ্ঞাপণের মাধ্যমে টাকা আয় করতে পারেন।
এডভার্টাইজার তারা যারা গুগল কে টাকা দিয়ে নিজের বিজ্ঞাপণ ইন্টারনেটে দেখাতে চান।
পাবলিশার্স তারা যারা গুগলের বিজ্ঞাপণ নিজের ব্লগ বা ভিডিওর মাধ্যমে লোকেদের দেখান।
তাই, এডসেন্স এমন একটি মাধ্যম যার দ্বারা আপনি অনলাইন টাকা আয় করতে পারবেন। কিন্তু, তার জন্য আগে আপনার একটি ব্লগ, ওয়েবসাইট, এপ বা ইউটিউবে চ্যানেল থাকতে হবে।
এই মাধ্যম গুলি ব্যবহার করে আপনি এডসেন্সের জন্য এপ্লাই করতে পারবেন এবং এডসেন্সের বিজ্ঞাপণ দেখিয়ে টাকা আয় করতে পারবেন।
🎯 গুগল কেন আমাদেরকে টাকা দেয়?
আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে সেটি হল গুগল কেন আমাদেরকে টাকা দেই? গুগলের আরেকটা সেবা আছে, যার নাম গুগল এডওয়ার্ড। গুগল এডওয়ার্ড এর মাধ্যমে গুগল বিভিন্ন ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের কাছে তাদের ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের প্রচারনার চুক্তিতে টাকা নেয়। তারপর গুগল এডসেন্স সেবার মাধ্যমে গুগল বিভিন্ন ওয়েবসাইট, ব্লগে ও ইউটিউবে টাকা প্রদানকৃত সেই ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপণ প্রদর্শন করায়। এখন গুগল যত টাকা আয় করে তার থেকে ওয়েবসাইট, ব্লগ ও ইউটিউব মালিকদেরকে ৬৮% পরিমান অর্থ প্রদান করে এবং বাকি ৩২% অর্থ সেবা পরিচালনা ব্যয় হিসেবে গুগল রেখে দেয়।
🎯 গুগল এডসেন্স কিভাবে টাকা দেয়?
যখন আমরা নিজের ব্লগ, ওয়েবসাইট, app বা ইউটুব ভিডিওতে এডসেন্সের বিজ্ঞাপণ লাগাই বা দেখাই তখন তাতে বিভিন্ন রকমের বিজ্ঞাপণ দেখানো হয়। আর, যখন আমাদের ব্লগ বা ভিডিওতে দর্শক (visitors) আসেন এবং তারা যখন সেই বিজ্ঞাপণ গুলি দেখে এবং তাতে ক্লিক করে তখন গুগল এডসেন্স সেই ভিউ বা ক্লিক এর জন্য আপনাকে কিছু টাকা দেয়।
আর, এরকম করে বিজ্ঞাপণে view এবং ক্লিক হোতে হোতে যখন আপনার এডসেন্স একাউন্টে মোট ১০০$ (ডলার) হয়ে যায় তখন গুগল আপনার ব্যাঙ্ক একাউন্টে সেই টাকা পাঠিয়ে দেয়।
for details: click here
আমি শাখাওয়াত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।