আমরা একটি ওয়েবসাইট কষ্ট করে তৈরি করে সুন্দরভাবে সাজিয়ে ভালো ভালো টিউন লিখতে থাকি। প্রথমত একটাই উদ্দেশ্যে তা হল আমাদের সাইটে Google Adsense Approval করিয়ে অ্যাড শো করানোর মাধ্যমে ইনকাম করা।
গুগল এডসেন্স কি? গুগল এডসেন্স থেকে কিভাবে আয় করবেন?
তো অনেকেই এই Adsense Approval করানো নিয়ে ভয় থাকে বা ঝামেলার মনে করে। আমি আজকে আপনাকে আমার নিজের অভিজ্ঞতা থেকে কয়েকটি পয়েন্ট বলে দিব, যে পয়েন্ট গুলো আপনার ওয়েবসাইটে প্রয়োগ করলে 100% Adsense Approval হবে।
তবে পোস্টটি একটু বড় হতে পারে কিন্তু কথা দিলাম শেষ পর্যন্ত পোস্টটি পড়লে অবশ্যই উপকৃত হবেন।
সহজে এডসেন্স এপ্রুভ করানোর জন্য যা যা করণীয়ঃ-
01.মেটা কিওয়ার্ড, মেটা ডেস্ক্রিপশন (Meta Keyword, Meta Description)
মেটা কিওয়ার্ড (Meta Keyword) :- মেটা কিওয়ার্ড হল আপনার সাইটটি যে রিলেটেড অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটে যে টপিকের উপর লেখালেখি করেন ওই রিলেটেড কিছু কিওয়ার্ড সেট করতে হবে। ফলে যদি কেউ ওই টপিকের উপর গুগলে সার্চ করে তাহলে আপনার সাইটে গুগলের প্রথম পেজে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
এই মেটা কিওয়ার্ড সেট করার জন্য আপনি আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করবেন, তারপর Theme একটা অপশন দেখতে পাবেন।
এই Theme অপশনে ক্লিক করার পর Edit HTML অপশনে ক্লিক করবেন।
তাহলে দেখতে পাবেন আপনার সাইটের সকল কোড এখানে শো করছে। তারপর হেড সেকশন (<head>) এর ভিতর নিচের লিখাটি লিখবেন এবং দুইটা ইনভার্টেড কমার মধ্যে আপনার সাইটে যে রিলেটেড রিলেটেড ঐ রিলেটেড কিওয়ার্ড লিখবেন।
<meta content=' ' name='keywords'/>
মনে রাখবেন 20 থেকে 30 টা কিওয়ার্ড যথেষ্ট। যেমন মনে করেন আপনার সাইটটি অনলাইন ইনকাম রিলেটেড টিউন করেন। তাহলে এখানে কিওয়ার্ড লিখবেন
<meta content='make money online, how to make money online, passive income ideas, passive income, how to make passive income, how to make money, earn money online, work from home, how to make passive income online, ' name='keywords'/>
ইত্যাদি।
মেটা ডেসক্রিপশনঃ (Meta Description)- মেটা ডেসক্রিপশন হল আপনার সাইটটি যে রিলেটেড অর্থাৎ আপনি আপনার সাইটের যে টপিকের উপর টিউন করেন ওই টপিকের ওপর সংক্ষিপ্ত একটি বিবরণ ইংরেজিতে লিখতে হবে।
Meta Description লেখার জন্য উপরের দেখানো সিস্টেমে প্রথমে
Theme → Edit HTML → <head> এর মধ্যে →
<meta content=' এখানে description লিখবেন ' name=''description'/>
যেমন মনে করেন আপনার সাইটটি অনলাইন ইনকাম রিলেটেড তাই আপনি এখানে লিখতে পারেন
<meta content=' This site you will found online income tips and trick. So you. ' name=''description'/>
জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার্থে লিখলাম। আপনি এর থেকে ভালো করেও লিখতে পারেন।
আপনার ওয়েবসাইটের জন্য পাঁচটি পেজ অবশ্যই তৈরি করতেই হবে।
পেজ গুলো হলঃ-
ABOUT ME,
CONTUCT ME,
TERMS & CONDITIONS,
DISCLAIMER,
PRIVACY & POLICY,
এই পাঁচটি পেজ যদি আপনার সাইটের না থাকে তাহলে কখনই আপনার সাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না 100% গ্যারান্টি।
আমি রেজওয়ান শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।