আপনি নিশ্চয় একজন প্রযুক্তি প্রেমি, প্রযুক্তির পাঠক হওয়ার পাশাপাশি আপনি কি একজন ভালো প্রযুক্তি লেখকও? তাহলে বাংলাপেন (banglapen.com) কমিউনিটি আপনার জন্য আয়োজন করেছে এক বিশেষ সুযোগের!
বাংলাপেন ডট কম (banglapen.com) — মূলত একটি টেক এবং লাইফস্টাইল ভিত্তিক তাই তারা সাম্প্রতি একটি কমিউনিটি টেক ব্লগ তৈরি করেছে। যেখানে প্রযুক্তি বিষয়ক লেখকদের টেকনিক্যাল জ্ঞান শেয়ারে উৎসাহিত করার জন্য একটি প্রোগ্রামের ব্যাবস্থা করা হয়েছে। এই প্রোগ্রামে কাজ করার জন্য আপনাকে এক্সপার্ট কোন লেখক বা কন্ট্রিবিউটর হতে হবে না! আপনার যদি সলিড টেকনিক্যাল নলেজ থাকে, বাংলাপেন কমিউনিটি ব্লগের এডিটর গন আপনার আর্টিকেল লেখা, এডিট করা, এবং পাবলিশ করতে সাহায্য করবে।
বিশেষ করে আপনি যদি লাইফস্টাইল ভিত্তিক, টেকনোলজি ভিত্তিক টিপস, হ্যাকিং টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, ওয়েব হোস্টিং টিউটোরিয়াল, ওয়েব সাইট সম্পর্কিত সিকিউরিটি টিপস, বেস্ট প্র্যাকটিস আর্টিকেল গুলো লিখতে পারেন, তাহলে বাংলাপেন কমিউনিটি ব্লগে যুক্ত হওয়ার জন্য আপনি প্রস্তুত! আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে লিখতে পারেন, ওয়ার্ডপ্রেস এর কমন সমস্যা গুলো আলোচনা ও প্রতিকার মূলক আর্টিকেল লিখতে পারেন, বেস্ট ওয়ার্ডপ্রেস প্লাগিন গুলো শেয়ার করতে পারেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অপটিমাইজেশন টিপস গুলো শেয়ার করতে পারেন কমিউনিটির সাথে। আপনি চাইলে আপনার জানামতে নিজের টিউন গুলা করতে পারেন।
প্রযুক্তি প্রেমিদের সত্যিই এ এক বিরাট সুযোগ, একে তো নিজেদের অসাধারণ কমিউনিটি তৈরি করতে পারবেন, সাথে কিছু টাকা উপার্জন করতে পারলেও বা ক্ষতি কিসে? ইচ্ছুক লেখক ভাইয়েরা দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন, আর কমিউনিটিকে আপনার টেক নলেজ শেয়ার করে তাক লাগিয়ে দিন!
আমি সজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।