আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আমার মাথায় কিছুদিন ধরে একটা কথা ঘুরপাক খাচ্ছে তা হলো আমরা টপ লেবেল ডোমেইন থেকে সব ডোমেইন তৈরি করি।
টপ লেভেল ডোমেইন এ খুব সহজেই এডসেন্স পাওয়া যায়। আমি নিজেও পেয়েছি।
কিন্তু আমার সাবডোমেইন এখনো এপ্লাই করিনি, কোথাও ভরসা মূলক কোনো উত্তর পেলাম না তাই।
প্রশ্ন: সাবডোমেইন কি এডসেন্স গ্রহণ করে কিনা?
যদি গ্রহণ করে কিভাবে সাবডোমেইন এড করবো পুরাতন এডসেন্স / নতুন এডসেন্স এ জানালে উপকার হত।
ইনশাল্লাহ আমি টেকটিউনস এ ইউনিক টিউন করার চেষ্টা করবো।
সবাই ভালো থাকবেন।
আমার ওয়েবসাইট: http://www.roddurtech.com
আমি সফিক মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নাম সবাই দেখতে পারছেন তা আর নাই বললাম। ঢাকা আমার গ্রাম, প্রোগ্রামিং আমার সখ, Android App Development নিয়ে কাজ করছি বর্তামনে এবং মোটামুটি SEO / ASO করি এবং WordPress or Custom Website Development করি। এই মুহূর্তে বাণিজ্য বিভাগে মাস্টারস করছি, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম নিয়ে পড়াশুনা করছি পাশাপাশি কাজ করছি।...