কিভাবে বুঝবেন যে আপনার Google adSense এর চিঠি সেন্ড হয়েছে কি না?

জকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, কিভাবে বুঝবেন যে আপনার Google adSense এর চিঠিটা send হওয়েছে কি হয়নি। আমরা সবাই জানি Google adSense কারেন্ট ব্যালেন্স এ যখন 10$ বা তার বেশি অ্যাড হয় ঠিক তখনি আমাদের Google adSense টা verify করার জন্য Google আমাদেরকে একটা চিঠি send করে, আর এই চিঠিটা Google আমাদেরকে send করেছে কি করেনি এই বিষয়টা আমারা অনেকেই বুঝতে পারিনা, আর তায় আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বুঝবেন যে Google adSense চিঠিটা send হয়েছে কি হয়নি so পরতে থকুন:-

google_adsense

আপনার Google adSense চিঠিটা send হয়েছে কি হয়নি এটা বুঝার জন্য প্রথমেই আপনার pc or mobile এর যে কোন একটি browser দিয়ে Google adSense অ্যাকাউন্টি Log in করুন, তো দেখুন নিচে এখানে আমি একটা Google adSense Log in করেছি।

আর আমি কিন্তু আপনাদের আগেই বলেছি যে আমাদের Google adSense এর কারেন্ট ব্যালেন্স 10$ বা তার বেশি আ্যড হবে ঠিক তখনি কিন্তু Google adSense অ্যাকাউন্ট টা verify করার জন্য Google আপনাকে চিঠিটা send করবে। তো আমি ধরে নিলাম আপনার Google adSense এর কারেন্ট ব্যালেন্স 10$ বা তার বেশি আ্যড হওয়ে গেছে। তো এখন আপনি কিভাবে বুঝবেন Google  আপনাকে চিঠিটা send করেছে কি করেনি তো এটা বুঝার জন্য মুলত 2টা প্রকৃয়া রয়েছে।

1. যখন আপনার Google adSense এর কারেন্ট ব্যালেন্স 10$ আ্যড হয়ে যাবে ঠিক তখনি আপনার Google adSense আ্যকান্ট এর এই উপর দিকে দেখবেন

adsense

এই রকম একটা option  চলে আসবে এবং এখানে লেখা থাকবে Your payments are currently on hold because you have not verified your address. এবং এখানে দেখুন Action নামের একটি option আছে, তো তখনি আপনার Google adSense আ্যকান্ট এর এই  option টা দেখাবে তখনি আপনি বুঝবেন Google আপনাকে চিঠিটা all ready send করে দিয়েছে।  তো এটা ছিলো প্রথম পদ্ধতি।

2. আপনি যদি আরও শিওর ভাবে বুঝতে চান Google আপনাকে চিঠিটা send করেছে কি করেনি

setting

তো এর জন্য আপনাকে উপরে  left sitea গিয়ার বাটন  আছে এই গিয়ার বাটনটাতে ক্লিক করুন তাহলে দেখবেন এখানে অনেক গুলো option চলে আসবে। তো এখান থেকে Account নামের option ক্লিক করুন দেখুন Settings নামে যেই option আছে এই Settings এ click  করুন তারপরে দেখবেন এখানে আরও অনেক গুলো option চলে আসবে, এখান থেক Account information একটা option আছে এখানে click করুন। তো Account information এ click করার পর

address_verify

দেখবেন এরকম একটা পেজ চলে আশাকরি আপনার Google address এর চিঠিটা send হয়েছে কি হয়নি এটা বুঝতে আর আপনার কোন সমস্যা হবেনা। আর আপনাদের হয়তো অনেকেরই জানার ইচ্ছা আছে যে Google adSense এর চিঠিটা আশাকরি চিঠিটা পেয়ে যাবেন।

তো আজকের মত এখানেই শেষ করছি, আশাকরি article টা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোন সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই নিচে টিউমেন্ট বক্স এ টিউমেন্ট করে জানাবেন। আর article  থেকে যদি আপনার এক বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন ধন্যবাদ।

আরো নতুন কিছু পেতে ভিজিট করুন https://www.tuneround.com

 

Level 0

আমি মোঃ শামীম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My name is Md. Shamim Hosen I am currently studied at Bangladesh National University in BBA department. I am a simple man. Also want to be a peaceful and a honest man. I love my country and I love my parents so much. My blog site : https://techblogbd.net


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস