আউটসোর্সিং এ সফলতার জন্য দরকার সঠিক দিক নির্দেশনা এবং শিক্ষার্থীর সঠিক পথে পরিশ্রম। এ কথাও সত্য অনেক শিক্ষার্থীরা জানেও না তারা কি শিখবে, কি শিখলে আয় করতে পারবে অনলাইন থেকে প্রতিদিন।
ইন্টারনেট এ সহজে দীর্ঘমেয়াদী আয় করার কোনও উপায় নেই এখানে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে। সমস্যা আসবে সে গুলোর সমাধান খোঁজার উপায় বের করার গোপনীয়তা শিখতে হবে তাহলে কোনো প্রতিষ্ঠানে ভর্তি না হয়েও বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।
আজ আমরা কথা বলবো এডসেন্স নিয়ে, স্যার রাকিব হাসান বলেন, এডসেন্স ২ ধরনের হয়ে থাকে
১. ব্লগ এডসেন্স
২. ইউটুব এডসেন্স
ব্লগ অথবা ওয়েবসাইটের জন্য এডসেন্স পেতে আপনার ওয়েবসাইট এ মিনিমাম ২৫-৩০ টি কন্টেন্ট থাকা জরুরী। এবং ব্লগে কোনো এডাল্ট কন্টেন্ট থাকা যাবে না।
আর ইউটুব এডসেন্স পেতে আপনাকে ইউনিক ভিডিও তৈরী করা জানতে হবে অন্যের ভিডিও ডাউনলোড করে আবার আপনার চেনেল এ আপলোড করা যাবে না.
এডসেন্স এর পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই বাংলাদেশের যেকোনো ব্যাংকের মাদ্ধমে এডসেন্স থেকে আয় করা টাকা উত্তোলন করা যাবে,
ইউটুব সারাও ইন্টারনেট থেকে আয় করা যাবে এমন বিষয় গুলো নিম্নরুপঃ
১. ওয়েব ডিজাইন
২. এস ই ও
৩. ভিডিও এডিটিং
৪. এফিলিয়েট মার্কেটিং
৫. সি পি এ মার্কেটিং
৬. গ্রাফিক ডিজাইন
এই কাজ গুলোর যে কোনো একটি বিষয় শিক্ষার মাধ্যমে আপনি সহজেই আয় করতে পারবেন অনলাইন থেকে।
আরো কি কি বিষয় এই ভিডিও তে আলোচনা করার দরকার ছিল তা জানাবেন আশা করি কমেন্টস বাক্স এ।
আমি ইমরান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।