আপনার যদি এডসেন্স একাউন্টের দরকার হয়, এপ্রুপ না হয়, আমার সাথে যোগাযোগ করুন। আমি সব করে দিব।

বর্তমানে কোটি মানুষের ভিড়ে সকল প্রতিবন্ধকতা এড়িয়ে একটা ভালো ও উপযুক্ত চাকুরী পাওয়া খুব কঠিন। আপনি যদি বেকার থাকেন, অথবা আপনার মনের মত কাজ খুঁজে পাচ্ছেন না তাহলে এই পোস্টটা আপনার জন‍্য। অনেকেই খুঁজে বেড়ান ও শিখতে চান কিভাবে অনলাইনে টাকা আয় করা যায়। ইন্টারনেটে এসব বিষয়ে অনেক লেখা ও নিবন্ধ রয়েছে। যেগুলোর ৮০% ভুয়া অথবা যথেষ্ট আয় হয় না। আপনি কখনো ভিডিও দেখে, অ্যাপস ডাউনলোড এসব করে আয় করতে পারবেন না। আপনার ২০৳ আয় করতে ২০০৳ ইন্টারনেট খরচ হয়ে যাবে। ইন্টারনেটে নানাভাবে টাকা আয় করা যায়। সেগুলো হল:

  • গ্ৰাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ
  • ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট
  • সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান।
  • Affiliate মার্কেটিং
  • ব্লগ, স্ক্রিপ্ট, নিবন্ধ, প্রতিবেদন লেখা ও অনুবাদ করা

এছাড়া আরো অনেক উপায় রয়েছে যা এখন আমার মনে পড়ছে না। তবে আজ আমি আপনাদের শেখাবো কিভাবে ব্লগ লিখে টাকা আয় করবেন। আমি বলে রাখছি, আমরা টাকা আয় করবেন গুগল এডসেন্স এর মাধ্যমে।

বিষয়বস্ত নির্ধারন:

ব্লগ লেখার আগে আপনাকে নির্ধারন করতে হবে আপনি কোন বিষয়ে লিখবেন, খাবার, বেড়ানো, বিনোদন, বিজ্ঞান ও প্রযুক্তি, ফটোগ্ৰাফি নাকি সব‌গুলো।

নিজস্ব ওয়েবসাইট:

গুগল এডসেন্স এ আবেদন করার জন‍্য আপনার নিজস্ব ওয়েবসাইটের দরকার হবে। এজন‍্য আপনাকে একটি টপ লেভেল ডোমেইন (.Com.Net ইত্যাদি) রেজিস্টার করতে হবে। ওয়েবসাইট রেজিস্টার করতে আপনার খরচ হবে ৭৫০-৯০০৳। এছাড়া আলাদাভাবে আপনাকে হোস্টিং ও কিনতে হবে।

ব্লগিং সফ্ট‌ওয়ার(প্লাটফর্ম):

বর্তমানে ব্লগিং এর জন‍্য ব্লগারদের পছন্দ ওয়ার্ডপ্রেস(WordPress)। একসময় গুগল এর ব্লগার জনপ্রিয় ছিল। কিন্তু ওয়ার্ডপ্রেস এর সুবিধা ও সহজলভ‍্যতার কারনে পিছিয়ে পড়েছে। যেহেতু ওয়ার্ডপ্রেসে সুবিধা বেশি তাই ওয়ার্ডপ্রেস‌ই বেছে নিন। এরপর ভালো, সুন্দর সহজ এমন একটি থিম ইন্সটল করুন। আপনি "Themeforest" অথবা "Codecanyon" থেকেও প্রিমিয়াম থিম কিনতে পারবেন।

এডসেন্স এর জন্য আবেদন:

এ‌ই পর্বটা খুব গুরুত্তপূর্ণ দয়া করে মনোযোগ দিয়ে পড়বেন। এডসেন্স এর প্রথম চাহিদা হলো ওয়েবসাইটের কন্টেন্ট। আপনার ওয়েবসাইটে কমপক্ষে ১৫টা ব্লগ বা লেখা প্রকাশ করুন। এখানে একটু কষ্ট করে মেধার পরিচয় দিন, অন‍্যের লেখা অথবা অন‍্য ওয়েবসাইট থেকে কপি করবেন না। ব্লগ পোস্টগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ করুন, "Yoast SEO" প্লাগ‌ইন এর মাধ্যমে। এটি খুব সহজ আপনাকে শুধু কমান্ডগুলো মেনে চলতে হবে। এরপর আপনাকে খেয়াল করতে হবে সাইট নেভিগেশনে। About Us, Terms of Service, Privacy Policy, Contact এই পেজগুলো যেন অবশ‍্য‌ই থাকে। মেনুগুলো যেন সহজে খুঁজে পাওয়া যায়। আবার বলছি, দরকারী সব পেজ থাকতে হবে, মেনুগুলো সহজ হতে হবে। সকল পেজ ও টিউন এস‌ইও করলে মাত্র পাঁচ ছয়টি টিউন দিয়ে এডসেন্স এপরুভ পেয়ে যাবেন।

ওয়েবসাইট ট্রাফিক:

এডসেন্স পাওয়ার পর সর্বশেষ সমস্যা হল ওয়েবসাইটের ট্রাফিক। যার মাধ্যমে নির্ভর করে আমাদের আয়। আমি এর আগে বলেছি সকল টিউন এস‌ইও করতে, যা আপনার সার্চ ইঞ্জিনে র‍্যাংকিং ও ট্রাফিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ট্রাফিক বাড়ানোর উপায় জানতে এখানে ক্লিক করুন

শেষ কথা:

নিজের এড এ নিজে কখনো ক্লিক করবেন না এমনকি ভুলেও না। এতে আপনার একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে যা, বিভ্রান্তিকর। ইচ্ছা থাকলেই উপায় হয়। আপনি চেষ্টা চালিয়ে যান অবশ‍্য‌ই সাফল‍্যের দেখা পাবেন। আপনার কোন সাহায‍্যের দরকার হলে আমার সাথে যোগাযোগ করুন। আমার কাজ না থাকলে আমি নিজেই সব কাজ করে দিব কোন টাকা ছাড়া।

Level 1

আমি টনি মার্মা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

Tony Marma is an Bangladeshi web security expert , programmer and entrepreneur. He was the creator and lead developer of 'ProBloggers" . He developed the original prototype of "ProBloggers" and "Xiam Music" streaming service.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস