খুব সহজে করে নিন Google Adsense পিন ভেরিফিকেশন !

আশা করি সবাই ভালো আছেন! আমি আপনাদের দোয়াই ভালো আছি।

আজকে আপনাদের মাঝে যে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব তাহল কিভাবে আপনি সহজে গুগল আডসেন্স এর পিন ভেরিফিকেশন করবেন।

আমরা কম বেশি সকলেই জানি google adsense করার পর আপনাকে একটা মেইল পাঠাবে আপনার টিউন অফিসে তার মাধ্যমে আপনি আপনার গুগল আডসেন্স ভেরিফাই করতে পারবেন।

Adsense ভেরিফাই নিয়ে আলোচনা

আমরা সহজেই একটা গুগল আডসেন্স তৈরি করে ফেলতে পারি। কিন্ত আসলে গুগল আডসেন্স তৈরি করলেই সবকিছু হয়ে যায়না এজন্য আপনার আড্রেস ভেরিফাই করার লাগে।আর তাই গুগল আপনার একটা লেটার পাঠায় আপনার টিউন অফিসে সেই লেটারে একটা পিন কোড দেওয়া থাকে এবং কিভাবে ভেরিফিকেশন করবেন সেই পদ্বতি দেওয়া থাকে।

 

আমাদের অনেক ভুলের কারনে টিউন অফিসে এসে লেটার পোছায় না।এজন্য যেদিকে নজর দিবেন

  • গুগল আডসেন্স তৈরি করার সময় টিউন কোড দিবেন যেটা আপনার এলাকার।আপনি যদি আপনার এলাকার টিউন কোড না জানেন তাহলে ইন্টারনেটে খোজ করুন অথবা টিউন অফিসে গিয়ে জেনে নিন আসলে টিউন কোড কত!
  • এমন ঠিকানা ব্যবহার করবেন যেটা খুজতে কারো কোন সমস্যা না হয়।প্রয়োজন হলে কোন দোকান বা অফিস এর ঠিকানা দিবেন।যদি আপনার এমন কিছু না থাকে তাহলে প্রপার ঠিকানা আছে এমন একজনকে বলে তার ঠিকানা দিন
  • ১০$  না হওয়া পর্যন্ত পিন পাঠাবে না গুগল আডসেন্স তাই দশ ডলার পর্যন্ত অপেক্ষা করুন।দশ ডলার হলে অটোমেটিক চলে আসবে।

 

যেভাবে ভেরিফিকেশন করবেন

আমি এজন্য আমার একটা লাইভ ভিডিও করেছি আপনাদের জন্য।আপনারা সেই ভিডিওটি দেখে নিন তাহলে আপনাদের আর কোন সমস্যা হবে না আশা করি।কেননা এই ভিডিও এর মাধ্যমে লাইভ গুগল আডসেন্স ভেরিফিকেশন করেছি সেটায় আপনাদের দেখাবো

তো আর দেরি না করে ভিডিওটি দেখে নিন

কোন সমস্যা হলে আশা করি টিউমেন্ট করে জানাবেন।আজ এই পর্যন্তই।

ভালো কিছু পেতে এবং ভালো কিছু শিখতে টেকটিউনস এর সাথেই থাকুন।মেতে উঠুন প্রযুক্তির সুরে।

 

 

Level 1

আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস