আপনারা যারা গুগল এডসেন্স নিয়ে কাজ করেন তারা হয়তো জানেন যে একাউন্টে ১০ ডলার জমা হয়ে গেলেই এড্রেস ভেরিফাই করার দরকার পরে। আর এডসেন্স একটি পিন কোড ডাকযোগে পাঠালে সেই পিন দিয়ে ভেরিফাই করতে হয় এডসেন্স একাউন্ট টি। কিন্তু এডসেন্স এর এই পিন যেন সোনার হরিণ। পিন এর জন্য এপ্লাই করার পর মাসের পর মাস কেটে যায় কিন্তু পিন আর আসে না।
আর পিন যদি না আসে তাইলে এডসেন্স একাউন্ট ভেরিফাই করতে পারবেন না আর তা থেকে টাকাও উঠাতে পারবেন না। আমাদের দেশের ডাক ব্যবস্থা খারাপ হওয়ার কারণে আমাদের দেশে পিন আসতে অনেক দেরী হয় বা অনেক সময় তা আসেও না আর আসলেও আমাদের ডাকবিভাগের কল্যানে তা আমাদের কাংখিত ঠিকানায় এসে পৌছেনা। যদি আমাদের হাতে পিন এসে না পৌছায় তাহলে কি আমরা এডসেন্স থেকে টাকা ওঠাতে পারবো না? অবশ্যই পারবো ঘাবড়াবার কিচ্ছু নাই।
টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কি ভাবে আপনারা এডসেন্স একাউন্ট ভ্যারিফাই করবেন কোন রকম পিন ছাড়াই। ভিডিও টি দেখার পর যা যা প্রশ্ন হতে পারে তা্র উত্তর আমি নিচে দিয়ে দিচ্ছি
টিউটোরিয়াল থেকে খুব সহজেই বুঝতে পারছেন যে পিন ছাড়া এড্রেস ভেরিফাই করার প্রসেসটি একদমই এডসেন্স প্রদত্ত এবং এডসেন্স মাত্র ৫ মিনিট সময় নিয়েছে আমার একাউন্ট টি ভেরিফাই করতে। তাই যাদের মনে প্রশ্ন ছিল যে এটি সেফ উপায় কি না তারা আশা করি উত্তর পেয়ে গেছেন।
ন্যাশনাল আইডি কার্ড না থাকলে এমন একটা আইডি দিবেন যেখানে আপনার ছবি, আপনার নাম, আপনার এড্রেস সহ আপনার যাবতীয় পরিচয় লেখা আছে যেমন ব্যাঙ্ক স্টেট্মেন্ট, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, পাসপোর্ট, জন্ম নিবন্ধন ইত্যাদি।
এইরকম ফর্মেট এ দিবেন। স্ক্যান করলেও হবে আবার ছবি তুলে একজায়গায় করে দিলেও হবে। এক্সটেনশন হবে pdf, jpg or png .
এছাড়াও আরো কিছু যদি জানার থাকে তো টিউমেন্টে জিজ্ঞেস করবেন এন্সার দেবার চেষ্টা করবো। তো আজ এই পর্যন্তই। ভালো কাটুক আপনার দিন প্রযুক্তির সাথেই।
আমি Misbah Mashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন কিছু শিখতে চাই, যা জানি তা সবাই কে জানাতে চাই। নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নাই। আর আশা করি তা দেখারও কেউ নাই।