এডসেন্স,সকল ব্লগারের স্বপ্ন। আমরা সবাই চাই আমাদের ব্লগ যেন এডসেন্স এপ্রোভাল পায়।কিন্তু অনেকেই পায় না।বেশিরভাগ নতুন ব্লগারদের সঠিক গাইডলাইন ও ইংরেজী লিখার দক্ষতা না থাকার কারণে তারা বার বার এডসেন্স এর জন্য এপ্লাই করেও এপ্রোভাল না পেয়ে হতাশ হয়ে পরে। আজকের টিউটোরিয়ালটি তাদের জন্যই।
এডসেন্স হল গুগল এর এডনেটওয়ার্ক,জেখানে পৃথিবীর বড় বড় কোম্পানী তাদের বিজ্ঞাপন দেয় এবং ব্লগারেরা সেই বিজ্ঞাপন তাদের ব্লগে পাবলিশ করে অর্থ রোজগার করতে পারে।এই এডনেটোয়ার্ক সবচাইতে জনপ্রিয় কারণ এদের ক্লিক রেট সবচাইতে বেশি আর এরা সবচাইতে বিশ্বস্ত।বিশ্বের প্রায় সকল বড় বড় ওয়েবসাইট এবং ব্লগ এদের এড পাবলিশ করে। এর মাধ্যমে প্রতি মাসে লাখ এমনকি কোটি টাকা ইনকাম করা সম্ভব।
অনেক কঠিন মনে হচ্ছে তাই না? নতুনদের জন্য এটা কিন্তু অনেক কঠিনই বটে।তাই আমি আজ কিছু সহজ সমাধান দিব যার মাধ্যমে নতুনেরা খুব সহজের এপ্রোভাল পেতে পারবে।
আমি এই রকম করে অনেকগুলা এপ্রোভাল পাইছি আশা করি আপনারাও পাবেন।আশা করি নতুনদের জন্য এখন এপ্রোভাল পাওয়া অনেক সহজ হবে। এটা আমার প্রথম টিউন,ভুল-ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙂
আমি প্রিন্স মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।