কিভাবে গুগল হোস্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনার ইউটিউব চ্যানেল লিংক করবেন।

কেমন আছেন সবাই?আশাকরি আল্লাহ্‌র রহমতে ভালোই আছেন আমিও ভালো আজ আমি আপনাদের স্মানে নিয়ে এশেছি যে কিভাবে ইউটিউবে গুগল Hosted Adsense অ্যাকাউন্ট লিংক করা যায়। বর্তমানে ভিডিও মার্কেটিং বেপক আকারে চলছে বিশেষ করে বাংলাদেশে নতুন রা যোগ দিয়েছে এই পেশায় ইনকাম ও ভালো এই পেশাতে আবার সকলের নিকট জনপ্রিয় হয়া যায় এই পেশাতে এসে শুধু ইউটিউবে অ্যাকাউন্ট খুলে বসে থাকলে এবং ভিডিও দিলে লক্ষ লক্ষ ভিউআরস হলেও ও যদি আদসেন্স অ্যাকাউন্ট লিংক করা না থাকে তাহলে আপনি এক পয়সা ও ইনকাম করতে পারবেন না যায় হোক এই বিষয় গুলো অনেকেই হয়তো জানেন তায় আর নতুন করে বলব না অনেকের Adsense অ্যাকাউন্ট আছে কিন্তু ইউটিউব চ্যানেলে লিংক করতে পারছে না তাদের এই সমস্যার সমাধান আমার এই ভিডিওটি দিবে আশাকরি। আমি আর বেশিকথা না বলে কাজে চলে যায় কাজ বলতে আমি ভিডিও এর লিংক দিচ্চি আপনি ভিডিও টি দেখেন তাহলেই বুঝতে পারবেন না যদি কোন সমস্যা তাহলে আমার সাথে যোগাযোগ করে নিবেন। এবং যারা এই পেশাতে নতুন তাদের জন্য এক্তি সিরিস বানাবো আশাকরি।

ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন অথবা নিচের লিংকে যান।

টেকনোলজি ভিতিক ভিডিও এর জন্য  আমাদের ইউটিউব চ্যানেলে subscribe করতে পারেন।

আর কম্পিউটার এর যে কোন সমস্যার জন্য আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।

আমার ফেসবুক আইডি: এখানে ক্লিক করুন বা নিচের লিংকে যান

http://www.facebook.com/wimax.shakib

আর আমার ফ্যানপেজঃ এখানে ক্লিক করুন বা নিচের লিংকে যান

http://www.facebook.com/siliconitbd

আপনি কি নিজের প্রতিষ্ঠান এর ওয়েব সাইট স্বল্প খরচে বানাতে চান ? আপনি কি আপনার প্রতিষ্ঠান এর TVC ভিডিও অ্যাড বানাতে চান ? আপনি কি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার খুঁজছেন আপনার প্রতিষ্ঠান এর লোগো বা ফেসবুক কভার ফতো বানানোর জন্য? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুনঃ ০১৭১৩৬৬০২৯৯ অথবা আমাদের ফেসবুক ফ্যানপেজে যোগাযোগ করুন।

দেখা হবে আগামি কোন ভিডিও টিটোরিয়ালে ভালো থাকুন সবাই।

আল্লাহ হাফেজ।

Level New

আমি ওয়াইম্যাক্স সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস