প্রিয় টীটি বাসি,
সবাইকে রমজান মাসের পবিত্র সুভেচ্ছা, কেমন আছে্ন সবাই? আশা করি অনেক ভাল। প্রায় অনেক মাস পরে টীটিতে লিখতেছি। আমরা জানি, যারা অনলাইন দুনিয়াতে লিখা লেখি করে বা ওয়েব সাইট দিয়ে কিছু টাকা পয়সা আয় করতে চাই তারা আমরা সবাই মনে প্রাণে গুগোল এডসেন্স একাউন্ট পেতে চাই। আপনি যদি ৩০ থেকে ৫০টা ৫০০ ওযার্ডের ইউনিক আর্টিকেল লিখেন এবং আপনার ওয়েবসাইট টোপ লেভেল ডোমেইনে হয় তোবে আপনি সহজে গুগোল এডসেন্স একাউন্ট হয়তো পেয়ে যেতে পারেন। গুগল এডসেন্স পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওগ্রহনযোগ্য উপার্জনের সাইট। এখানে একটা অ্যাকাউন্ট পাওয়া সোনার হরিন পাওয়ার সমতুল্য মনে করি সবাই। আসলে গুগল এডসেন্স পাওয়ার জন্য দীর্ঘ ১ বছর এরপিছনে লেগে ছিলাম, টাকা দিয়ে কিনতে চেয়েছি তবু পারিনি।
যাই হ্ক, আমরা অনেকেই আছি যারা Google Adsense Account Approved করাতে পারি না বা প্রয়োজন পরে তারাতারি একটি Google Adsense Account পাওয়া আর ঠি্ক তখনি আমরা Google Adsense Account কিনবার প্রয়োজনবোদ করি। মাত্র কিছু সময় Online এ Search করলেই অনেক জনের খোঁজ ্পাওয়া যায় যিনারা Google Adsense Account বিক্রি করেন। তার পর শুরু হয় Contact করা। কিন্তু সমস্যা একটাই হয় সেই লোকের তেমন কনো শক্তিশালী রেফার নেই কিংবা সেই বিক্রেতা আপনার থেকে অনেক দূরে বাস করেন। যেহে্তু আপনার প্রয়োজন তাই আপনি তাকে আগম টাকা দিয়ে দেন আর সেই ব্যক্তি আপনার টাকা পেয়ে ফোন OFF করে ফে্লেন।
এটা আমার নিজের অভিগ্ঙতা থে্কে শেযার করা। এই টীটিরি টিউনার তাপশ মেডিয়া যিনি আমার কাছে মাত্র ১০০০ টাকা নিয়েই মোবাইল OFF করে ফেলেন আজ ও সেই নাম্বার ON হয়নি। মন খারাব করে শুধু হেসেছি্লাম, হায় রে দেশের কি অবস্থা !!! আজ তিন মাস পরে আমি নিজেই করেছি ১০০% Trusted Google Adsense Account কেনা বেচার Online প্লাটফরম যেখা্নে প্রতারিত হবার কনো রাস্তা নেই। দয়া করে পেইন দেওয়া কনো টিউমেন্ট করবেন না।
আমি MusicBazar.Net। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হায় রে দেশের কি অবস্থা !!! আজ আপনি নিজেই … Reverence , দেখেন মুরগি পান কিনা