আসসালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন 🙂
আজ এই টিউনে আমি আপনাদের জন্য নিয়ে এলাম "এডসেন্স এ এপ্লাই করার আগে কি কি করতে হবে।এবং এপ্রোভ হবার পরে কি মেনে চলতে হবে। 🙂
তাহলে শুরু করছি।
গুগল এডসেন্স পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওগ্রহনযোগ্য উপার্জনের সাইট .এখানে একটা অ্যাকাউন্টপাওয়া সোনার হরিন পাওয়ার সমতুল্য মনে করি সবাই.আসলে গুগল এডসেন্স পাওয়ার জন্য দীর্ঘ ১ বছর এরপিছনে লেগে ছিলাম. টাকা দিয়ে কিনতে চেয়েছি তবুপারিনি. পরে অবশ্য নিজের চেষ্টায় দেখা পেয়েছিসোনার হরিনের। যারা এডসেন্স একাউন্ট সহজেপেতে চান তারা Adsense আবেদন করারসময় কয়েকটি বিষয় খেয়াল করুন তবেই হয়ে যাবে।
১. আপনি যদি ঢাকার বাইরে থাকেন.তবে অবশ্যই ঢাকার মধ্যথাকে এমন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের ঠিকানাব্যবহার করুন . সম্ভব হলে ১০০০ বা ১২৩০ এইটিউনকোডের ঠিকানা ব্যবহার করুন। ভুলেওমফস্বলের ঠিকানা ব্যবহার করবেন না।একাউন্ট এপ্রোভহওয়ার সাথে সাথে আপনার ঠিকানা পাল্টাতে পারেনটিউনকোড সহ।
২. বাংলা কন্টেন থাকলে পুরোটাই ইংরেজী করুন।
৩. সাবডোমেইন ব্যবহার করবেন না,একটু কষ্ট হলেওআপনার পরিচিত কাউকে ধরে একটা ডোমেইন কিনেব্লগার বা ওয়ার্ডপ্রেসে সাইট বানাতে পারেন। ভুলেওco.cc ডোমেইন ব্যবহার করবেন না। কারন ইতিমধ্য গুগলএডসেন্স co.cc সাইটে ব্যান করতে শুরু করেছে,তাদের সার্চ ইন্জিন থেকেও ব্যান করেছে।(অনেকেই সাবডোমেইন দিয়ে পেয়েছে।)
৪. সুন্দর করে সাইটের পেজ গুলো বানান যেমনঃAbout us . contact us .privacy policy ও Copyright বিষয়ে
৫. যদি উপরের নিয়ম আবেদন করে থাকেন .তবে গুগলএডসেন্স থেকে ডোমেইন ভেরীফাই করতে বলাহতে পারে এজন্য আপনার পাবলিশার নাম্বারসহ আরোকয়েকটি ওয়ার্ড যোগ করে দিবে যা দিয়েপরবর্তীতে একটা পেজ বানাতে হবে এই শিরোনামে“This post my domain ownership” তারপর এই পেজেরলিংক দিয়ে আবার সাবমিট করুন। এগুলো ঠিক থাকলেনিশ্চিতে আবেদন করুন, তবেই আমার মতো দুই বত্সরঘুরতে হবেনা। তার প্রমান এগুলো মেনে আমার বন্ধুরজন্য আবেদন করেছিলাম মাত্র ৩ দিন লেগেছিলএপ্রোভ হতে।কিন্তু বন্ধুটি ডলারের লোভ সামলাতেনা পেরে প্রক্সি ব্যবহার করে নিজে ও বন্ধুদেরদিয়ে ক্লীক করিয়ে ৭দিনে ৬০ ডলার কামিয়েছিল পরেঅবশ্য ৮দিন পরে নিজের মাথায় হাতে দিয়েছিল কারনগুগল মামা ইতিমধ্য তাকে ব্যানড করে দিয়েছে। কিন্তুমজার ব্যাপার হলো অন্য সাইটদিয়ে তার জন্যপরবর্তীতে আবার যখন আবেদন করেছিলাম মাত্র২ঘন্টায় এপ্রোভ হয়েছিল।
যদি আপনার গুগল এডসেন্স এপ্রোভ হয়ে থাকে তবেভুলেও এই কাজ গুলো করবেন না:
১. কখনো আপনার পিসি থেকে আপনার এড ক্লীককরবেন না।২. কখনো এক আইপি বা পিসি দিয়ে একাধিক এডসেন্সেলগ ইন করবেন না।৩. বন্ধুদের দিয়ে একটা বেশী ক্লীক করাবেন না।৪. সাইটে এডাল্ট কনটেন যুক্ত করবেন না।৫. বেশী ভিজিটর পাওয়ার লোভে বিভিন্ন কমিউনিটি বাসামাজিক সাইটে লিংক শেয়ার করবেন না (তাতে ক্ষতি হতেপারে উপকার নয়)
অনেকে বলেন তাহলে ভিজিটর পাবো কিভাবে বা আয়কিভাবে হবে ?উঃ ভিজিটর পেতে প্রচুর টিউন করতেহবে | শুধু অন্ধের মত টিউন করলেই চলবেনা.এজন্য গুগল এডসেন্সকে খেয়াল করতে হবে যেকি ধরনের টিউন বেশী সার্চ হচ্ছে ঐ বিষয় গুলোনিয়ে টিউন লিখুন। একজন বাংলাদেশী ভিজিটরেরচেয়ে একজন আমেরিকান ভিজিটরের ক্লীকের মূল্যঅনেক বেশী তাই যাতে ওদের বেশী আকৃষ্ট করাযায় এদিক খেয়াল রাখতে হবে। আপনার সাইটটি পরিস্কাররাখার চেষ্টা করুন যাতে ভিজিটর সহজেই এডের প্রতিআকৃষ্ট হয় .অনেক সাইট দেখেছি যারা বেশী উইজেটব্যবহার করে সাইট অপরিছন্ন করে রাখে। গুগলএডসেন্স নিয়ে ইতিপূর্বে অনেক লেখা ইতিমধ্যআছে. আমি আমার মত করে লিখলাম যাতে নতুনদেরকাজে লাগে।
আমি আহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভাই ধন্যবাদ। domain কিনতে কতো টাকা লাগে? একবার কিনলে কি আর টাকা লাগবেনা?