আচ্ছালামুআলাইকুম।
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই অাছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আরো একটু বেশি ভালো আছি। কারন টা নিশ্চই টিউনের টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। হ্যা ঠিক ই ধরেছেন। সবার মাথায় এই একটাই চিন্তা সবসময় খেলা করে আর সেটা হলো গুগল এডসেন্স পাওয়া যাবে কিনা। কিন্তু একটু ধৈর্য আর সহ্য ক্ষমতা থাকলে আপনিও অবশ্যই গুগল এডসেন্স পেয়ে যাবেন। আপনাদের হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে যে আমার ইউটিউব চ্যানেলে মাত্র ১২ জন সাবস্ক্রাইবার এবং মাত্র ৯ টা ভিডিও অাছে। এতক্ষনে ভাবছেন তাহলে ইউটিউব এডসেন্স নেওয়া কিভাবে সম্ভব। সেটা আমি নিজেও জানিনা। এর পুরো কৃতিত্ব আমি দেব জাহিদুল ইসলাম মিলন ভাইকে। মিলন ভাই নিজেই আমার ইউটিউব এডসেন্স এর বাকি কাজগুলো করেদিছে আমি শুধু ইউটিউব এডসেন্স এ এপ্লাই করেই খালাশ। তার আগে পরে সবকিছু মিলন ভাই করছে।
আমি গতকাল ইউটিউব এডসেন্স এ এপ্লাই করছি আর আজ আমার দুই টা ইমেইল আসছে ইউটিউব এডসেন্স থেকে
প্রথম মেইল টি দেখুন
এখানে অামাকে আমার চ্যানেললের লিংক সহ অভিনন্দন জানিয়ে ইউটিউব এডসেন্স সফল ভাবে সম্পন্ন হইছে তার কথা বলা হয়েছে।
এবার দেখুন দ্বিতীয় মেইল টি
এখানে আমার ইউটিউব চ্যানেলের পেমেন্ট পদ্ধতি সহ কিছু নির্দেশনা মূলক কথা বলা হয়েছে।
আমি এখন আপনাদের সামনে কিছু দিক নির্দেশনা মূলক কথা বলতে চাই আমার জ্ঞানের উপর ভিত্তি করে।
১) ভিডিও গুলো নিজর তৈরী হতে হবে।
২) ভিডিও এর টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ সবকিছু ইংরেজিতে লিখতে হবে।
৩) ভিডিও গুলো রেগুলার নিজ দায়িত্বে ভিউ করতে হবে এবং পর্যালোচনা করতে হবে।
নিজে একবার আমার চ্যানেল টা পরিদর্শন করে কিছু শিখতে পারেন Mahmudul Hasan Manik
যেটুকু জ্ঞান আমার মধ্যে ছিল সেটুকু দিলাম। আমি তো এভাবেই পেয়েছি। দেখুন চেষ্টা করে আপনি ও পেতে পারেন।
আশা করি পরবর্তী টিউনে কিভাবে খুব সহজে ইউটিউব এডসেন্স পেতে পারেন তার উপরে একটি সম্পুর্ন টিউটোরিয়াল উপহার দিতে পারবো ইনশাল্লাহ।
কোন প্রকার সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন Mahmudul Hasan Manik
আমি মাহমুদুল হাসান মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অভিনন্দন আপনাকে