আমরা সকলেই Google AdSense এর জন্য উঠে পরে লাগি, আর আমাদের পার্সোনাল ব্লগ বা ওয়েবসাইটে অতিসহজেই আমরা Google AdSense পাইনা, এই Google AdSense নামক সোনার হরিণ আমরা যারা না ধরতে পারি তারা চাইলে অন্য একটি এড পরিবেশকের সাহায্য নিতে পারেন। আমরা অনেক সময় বিভিন্ন ব্লগ করি যেগুলো অনেক অংশেই কপি কন্টেন্ট থাকে, আবার অনেকে বেশি পরিমানে ভিজিটর থাকা সত্তেও মনের মত ফলাফল পাই না। আমার মতে যদি ডাউনলোড এর ব্লগ থাকে আপনার তাহলে আমি আপনাকে বলতে পারি https://adstract.ply2c.com/ একটা ব্যানার এড ব্যবহার করেন এতোটুক বলতে পারি তারা আপনাকে অনেক ভালো পেমেন্ট করবে। এটা ইসরাইল এর একটা প্রতিষ্ঠান Net 30 তে পেমেন্ট করবে যা payoneer ব্যাংক এ ডিপোজিট করে দিবে।
এর পাশাপাশি আপ্নারা একই ব্লগে অন্য আরেকটি এড ব্যবহার করতে পারেন যেটা থেকে প্রচুর ইনকাম করা সম্বভ। এটা একটা পপ আন্ডার এড, এরা ভিজিটর এর ক্লিক এর উপরে ভিত্তি করে টাকা প্রদান করে। আপনার ব্লগে যদি ৫কে ভিজিটর থাকে তাহলে আশা করি আপনি $10-$15/দিন প্রফিট পাবেন। পাশাপাশি তাদের পেমেন্ট সিস্টেম টাও অনেক ভালো, পেপাল থাকলে ১০ ডলার হলেই উঠাতে পারবেন আর ২০
ডলার হলে পেওনিয়ার এ পাবেন, তারা ডেইলি পেমেন্ট করবে। আপনি চাইলে ২০ ডলার এও ক্যাশ আউট করতে পারেন আবার ১০০ বা ৫০০ হলেও ক্যাশ আউট করতে পারবেন। তবে যারা এডসেন্স ব্যবহার করছেন তারা কখনোই এটা ব্যবহার করবেন না, তাহলে এডসেন্স এর একাউন্ট হারাবেন। রেজিস্ট্রেশন এর জন্য ক্লিক করুন Popunderads ও পাবলিশার একাউন্ট করুন। তবে আপ্নারা যদি কনো CPA অফারে ইনসেন্টিভ ভিজিটর পাঠাতে চান তাহলে এখানে এডভাইজার একাউন্ট করতে পারেন, অল্প খরচে অনেক বেশি ভিজিটর পাবেন। এখানে এডাল্ট ট্রাফিক ও Provide করে। এডভাইজার একাউন্টের জন্য এখানে ক্লিক করুন।
আমি রকি জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাইয়া