আপনের যারা গুগল এডস্যন্স ব্যবহার করেন বা করতে চান এবং আপনার সাইটের রিয়াল ট্রাফিক আনতে চান তাদের জন্য আজকে আমার এই টিউন। অনেক দিন পর আজকে টিটিতে টিউন করতে বসলাম ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আসলে আমরা যারা অনলাইনে ইনকাম করতে চাই বিশেষ করে কোন এড-নেটওর্য়াক ব্যবহার করে তাদের জন্য অপরিহার্য বিষয় হলো ভিজিটর। ভিজিটর ছারা আপনাকে যদি প্রিমিয়াম এডস্যান্স দেওয়া হয় তারপরও আপনে কোন প্রফিট করতে পারবেননা। আসলে আমরা যার অনলাইনে ইনকাম করতে চাই আমরা শুধু এডস্যান্স নামক সোনার হরিণের পিছনে ছুটে বেরায় কিন্তু আপনার সোনর হরিণ যার উপর নির্ভরশিল সেটা নিয়ে আমাদের মাথা ব্যাথা খুবই কম। অনেকে মনে করে কোন মতো একবার যদি গুগল এডস্যান্স পাই তাহলেই আমার লাইফ যিংগালা। আমি অনেককেই দেখেছি যাদের ওয়েব সাইডে ছয় মাস এক বছর ধরে এডস্যান্স এড ঝুলতেছে কিন্তু কোন ইনকাম করতে পারতিছেনা। আমি ধরে নিলাম আপনে অনেক কষ্ট করে কোন মতো আপনার বস অথবা কোন ব্যক্তি বা টাকা দিয়ে একটি এডস্যান্স একাউন্ট ম্যানেজ করলেন তাতেই কি আপনার উদ্দেশ্য হাসিল হয়ে গেলো?? একমাস পরে আপনার একাউন্ট চেক করে দেখতিছেন যে দশ ডলারো ইনকাম করতে পারেননি তাহলে আপনার এডস্যান্স নিয়ে লাভটা কি?
আপনার ইনকাম না আসার কারণ হচ্ছে আপনার সাইটের ট্রাফিক বা ভিজিটর নাই॥
্এখোন মুল বিষয় হচ্ছে কিভাবে আপনার সাইটে প্রতিদিন হাজার হাজার ভিজিটর নিয়ে যাবেন এবং আপনার ইনকাম বারাবেন..
প্রথময়ত এটা নির্ভর করে আপনার সাইটের কন্টিন ইমেজ এবং ভিডিও উপর। আপনাকে এমন কিছু কন্টিন দিতে হবে যেটা সব শ্রেণির মানুষ বা ৯০% ব্যক্তি পছন্দ করেন। বা রোমান্টিক কোন ভিডিও। ধরে নিলাম আপনে ভাল কিছু টিউন আপনার সাইটে দিলেন যেটা একহাজার ব্যক্তির মধ্যে নয়শ জনই পছন্দ করবে এবং এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বা দেখার জন্য একহাজার জনের মধ্যে নয়শ জনই আপনার সাইটে আসবে।
এখোন বিষয় হলো আপনে কিভাবে একহাজার ব্যক্তির কাছে আপনার মৃলবান টিউনটি পৌচ্ছে দিবেন যেখান থেকে আপনে নয়শ ভিজিটর আশা করতিছেন???
মনে করুন আপনে একটি নতুন ফার্নিচারের দোকান দিলেন যেখানে সুন্দর সুন্দর আসবাব-পত্র তৈরি করা হয়। যদি আপানর এই দোকানের সমন্ধে কেউ না যানে তাহলে আপনার কাষ্টমার কই থেকে আসবে?? আপনার ফার্নিচারের দোকানের কাষ্টমার পেতে হলে সেটা লোকজনকে জানাতে হবে বা প্রচার করে প্রসার করতে হবে।
ঠিক তেমনি আপনার ওয়েব-সাইট আছে যেখানে সুন্দর সুন্দর টিউন আছে এখোন আপনে আপনার সাইট বা সাইটের টিউন কত হাজার বা কতো লাক্ষ ভিকটিমের কাছে পৌছে দিতে পারবেন যেখান থেকে আপনে হাজার হাজার ভিজিটর আশা করতিছেন??
ধরে নিলা আপনার ফেসবুকে এক লাখের একটি ফুল একটিভ পেজ আছে আপনার ওয়েব সাইটে টিউন ফেসবুক পেজে সেয়ার করলেন তাহলে কতো জন ব্যক্তির কাছে আপনার এই টিউনটি দেখতে পাবে বা পৌছাবে? যেহুত আমি এখানে ফুল একটিভ পেজের কথা এখনে বলেছি সেহুত আপনার ২০-২৫ হাজার ব্যক্তির কাছে শেয়ার করা লিংক টি পোছাবে। তাহলে আপনে এই ২৫ হাজারের মধ্যে কতো হাজার ভিজিটর আশা করতিছেন? সেটা নির্ভর করবে আপনার টিউনের উপর। এখোন বিষয় হলো ১ লাখের ফুল একটিভ পেজ আমরা কাকে বলবো? সাধারনতো যে বিষয়ের উপর আপনার পেজ সেই বিষয়ে টিউন করলে আপনার টিউনে সর্বনিম্ন ১০কে বা ১০হাজার লাইক পরে আর কমান্ড পরবে সর্বনিম্ন ১ হাজার যদি এরুপ আপনার পেজ হয় তাহলে আপনার পেজকে ফুল একটিভ পেজ বলা যেতে পারে। মাঝে মাঝে এমনও পেজ চখে পরে যেখানে পেজে লাইক ২ লাখ+ আর টিউনে লাইক দুইশ পরেনা আপনার পেজটি যদি এই রকম হয় তাহলে একশ ভিজিটরও আশা করাট পাপ হবে।
আর একটি কথা না বললেও নয় আপনার এডস্যান্স ব্যবহার করা সাইটে যদি দশ হাজার দেশি ভিজিটর নিয়ে গেলে যে প্রফিট হবে তার থেকে ভাল প্রফিট হবে আপনে যদি ইউ এস থেকে ২-৩ হাজার ভিজিটর নিয়ে যান।
টিউনিট মনে হয় একটু বড় হয়ে গেলে, যাই হোক আপনে কিভাবে আপনার ওয়েব-সাইটে প্রতিদিন স্বল্প সময়ে হাজার হাজার ভিজিটর নিয়ে যাবেন আমি আমার পরবর্তি টিউনে বিস্তারিত আলোচনা করবো।
আমরা যে কোন সাইট এর যে কোন টিউন নিয়ে যদি ৫-৬ ঘন্টা কাজ করি তাহলে আমরা সেটা সর্বনিম্ন ৪-৫ লাখ ব্যক্তির কাছে পৌছে দিতে পরবো। একটি আর্কষনিয় টিউন যদি ৪ লাখ ব্যক্তি দেখে তাহলে এই ৪ লাখের মধ্যে কতো হাজার ভিজিটর আপনার সাইটে যেতে পারে?? আমার পরিবর্তি টিউন করার পরে আপনেরাও হিউস পরিমান ভিজিটর আপনার সাইটে নিয়ে যেতে পারবেন। আমার বস একটা কথা বলে যে- সবকিছুর একটা নির্দিষ্ট নিয়ম আছে নিয়মের বাইরে কিছুই নাই। তাই সঠিক নিয়মটা যেনে বুঝে আগালে আমরা যারা এডস্যান্স নিয়ে কাজ করি বা করতে চাই আমরা সবাই আমাদের লক্ষে পৌছাতে পারবো।
তবে আমরা একটা ৮-১০ জনের টিম নিয়ে কাজ করতে চাই টিম ছাড়া এসব কাজ করা খুবই কষ্টকর যতদৃর পর্যন্ত সাধ্য হয় চেষ্টা করে যাচ্ছি।
আর যাদের জরুরি ভাবে আপনাদের সাইটের ভিজিটর এবং ফেসবুক ফ্যান পেজ প্রমোট করাতে চান সরাসরি আমাদের সাথে এই নাম¦ারে যোগাযোগ করতে পারেন 01914-656495 আপনের শুধু ইউ,্এস এর ভিজিটর প্রয়োজন হয় তাহলে ইউ এস এর ভিজিটর আপনাকে দেওয়া হবে। আজ এই পর্যন্তই ভালো থাকেন সকলে। আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের লক্ষে পৌছতে পারি।
Facebook id
sponsor by Digital Bappy ধন্যবাদ
আমি স্বপ্নহিন মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx