প্রায় ১৫০ কোটি ব্যবহারকারীকে নিয়ে এগিয়ে যাওয়া জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক! ইন্টারনেট মার্কেটিং এর জন্য ফেসবুকের গুরুত্বও অত্যাধিক। ফেসবুক থেকে অতি সহজেই ওয়েবসাইটে ভালো ট্রাফিক পাওয়া যায়। এরমধ্যে সবচেয়ে কার্যকরী হলো ফেসবুক ফ্যান পেজ। আমি নিজেও আমার ব্লগ সাইটের জন্য ফেসবুক ফ্যান পেজের সাহায্য নিই। এখানে ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে কিভাবে সাইটে ট্রাফিক বাড়ানো যায় সে সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি। আশাকরি যারা অনলাইন মার্কেটিংয়ের সঙ্গে জড়িত তাদের কাজে লাগবে। আসুন দেখে নিই…
ইনফো ট্যাবটি সাজিয়ে নিন: ফেসবুক পেজ খোলার পরে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে ভুলে যাবেন না। ভিজিটররা যেটি সবথেকে বেশি লক্ষ্য করে সেটি হলো পেজটির অ্যাবাউট অথবা ইনফরমেশন। তাই এই বিষয়ে খুবই নজর দেওয়া প্রয়োজন। অবশ্যই কিওয়ার্ড সম্বলিত ভালো মানের কনটেন্ট যুক্ত করবেন এখানে। এই কিওয়ার্ডগুলো যেনো খুবই সেনসিবল ও ক্যাচি (আকর্ষনীয়) হয়। অবশ্যই আপনার ফ্যান পেজটির জন্য একটি কাস্টম ইউজার নেম নির্বাচন করবেন। এরফলে ভিজিটররা সহজেই ফেসবুক ডট কমের পর পেজটির ইউজার নেম বসিয়ে পেজে চলে আসতে পারবে। এছাড়া ইউজার নেমটি ফেসবুকে ব্র্যান্ডিং করারও একটি ভালো উপায়। আপনার যদি বিজনেস সাইট হয় তবে প্রয়োজনীয় তথ্য যেমন অ্যাড্রেস, সিটি, জিপকোড ও যোগাযোগের অন্যান্য বিষয়গুলো অ্যাড করবেন। কারণ এগুলো আপনার লোকাল সার্চে প্রভাব ফেলবে।
কাস্টম ল্যান্ডিং পেজ তৈরি করা: যখন কোনো ভিজিটর ফেসবুক পেজে আসে, তখন পেজটির ওয়ালেই আসে। কিন্তু আপনার পেজটির ওয়াল যদি একটু কাস্টোমাইজ হয়, একটু অ্যাক্ট্রাকটিভ হয় তাহলে কতোই না প্রফেশনাল লাগে!!! এই স্পেশাল ওয়েলকাম পেজে আপনি আপনার সাইটের বিভিন্ন অফার, প্রমোশন চালাতে পারবেন। আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে অবশ্যই সাইটে ভালো ভিজিটর পাবেন ফ্যান পেজ থেকে। অবশ্যই এই সেকশনে আপনার সাইটের লিংক যুক্ত করতে ভুলবেন না। অনেক গুলো গ্রুপে যুক্ত হয়ে আপনার ফেনপেজের প্রমশন চালিয়ে যান, আর দেখুন কি পরিমান আপনি আপনার ওয়েবসাইটে প্রতিদিন ভিসিট করতেছে। এভাবে ভিসিটোর আসা শুরু করলে আপনার এডসেস্ন একান্টে ডলার জমতে খুব বেশি সময় লাগবে না। তো শুরু করুন আজ থেকেই আর হয়ে যান গুগোল এডসেস্নের একজন সফল পাবলিশার।
আমি তাপশ মেডিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।