আলাদীনের প্রদীপের গল্প (গুগল অ্যাডসেন্স) অনেকে বলে থাকে সোনার হরিণ। দেখি ধরা যায় কিনা।

আলাদীনের প্রদীপের গল্প (গুগল অ্যাডসেন্স) অনেকে বলে থাকে সোনার হরিণ। দেখি ধরা যায় কিনা।

 

২০১৪ সালে গুগল মামা আমাকে ইমেইল দিয়ে জানিয়েছে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপ্প্রভাল এর কথা। অ্যাকাউন্ট ১ বছরের ও বেশি সময় ধরে পরে ছিল কোন প্রকার কার্যক্রম ছাড়াই। হটাত একদিন ওই ইমেইল চেক করতে গিয়ে পুরাতন অ্যাডসেন্স আপ্প্রভাল এর মেইলটা দেখতে পেলাম। তখন মনে হল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, কিন্তু ওয়েবসাইট নাই, এইটা কি করে হয়। আমার বিশ্ববিদ্যালয়ের ফ্রি 4G আনলিমিটেড ইন্টারনেট থাকতে এটা কি করে সম্ভব হয়।

 

Paypal ID ভারিফাই করে Godaddy থেকে একবারে কিনলাম ৭ তা ডোমেইন। বাংলাদেশে থাকতে কত কিছু করছিলাম একটা  Paypal ID ভারিফাই  করার জন্য, কিন্তু পাইনি, চায়নাতে এসে মুহূর্তের মধ্যে সব কাজ হয়ে গেল। ৩০  দিনের মধ্যে বানালাম ৬ তা ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছি, কোন কোডিং এর জ্ঞান কাজে লাগে নি, সেজন্য খুব দ্রুত বানাতে পেরেছি  । এইটাই জীবনে প্রথম ওয়েবসাইট বানাবার গল্প নয়। আগেও বানাতে গেছিলাম কয়েকবার, কিন্তু যখনি ওয়েবসাইট একটু জটিল পর্যায়ে যেত তখন আমি ওয়েবসাইট বানাবার ভুত মাথা  থেকে ফেলে দিয়ে অন্য  কাজে মননিবেশ করতাম। তাই আগে কখনই  আমার ওয়েবসাইট সম্পূর্ণ রূপ পায়নি। এইবার অ্যাডসেন্স আমাকে অনুপ্রাণিত করেছে, যাকিনা গুপ্ত ধনের মত ১ বছর মাটির নিচে চাপা পড়ে ছিল।

 

আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট চালু হতে ২ ঘণ্টাও লাগে নি, এইটা স্পষ্ট মনে আছে। এতদিন পরে ওয়েবসাইট বানালাম, ২ মাস পরে অ্যাডসেন্স থেকে নতুন অ্যাড ইউনিট বানালাম, কিন্তু সমস্যা আবার দেখা দিল,  ওয়েবসাইট এ অ্যাড দেখা যায় না। ফাকা জায়গা দেখা যায়। ২০ দিন হয়ে গেল কোন সারা শব্দ নাই। গুগল মামা কি এতই বাস্ত যে আমার মত ২ মাস বয়সী ওয়েবসাইট এর দিকে নজর দেবার টাইম নাই। যোগাযোগ করলাম গুগল মামির সাথে। (মামি বললাম কারণ গুগল সাপোর্ট টিম এ একজন মহিলা ছিলেন যিনি আমাকে বিষয়টা নিশ্চিত করেছেন  )  ।

 

এইবার গুগল মামির কাছে শুনলাম নতুন নিয়ম, শুধুমাত্র চায়না এবং ইন্ডিয়ার  জন্য এই নিয়ম নাকি  প্রযোজ্য। নিয়মটা হল চায়না থেকে ওয়েবসাইট পরিচালনা করলে, অ্যাডসেন্স এর ঠিকানা চায়নাতে দিলে নাকি ওয়েবসাইট এর বয়স কমপক্ষে ৬ মাস হতে হবে। তানা হলে নাকি অ্যাড দেখাবে না। কিন্তু ওদেরকে আমি কি করে বুঝায় ১ বছর অ্যাডসেন্স অ্যাকাউন্ট গু দামে পরে ছিল, আর ২ মাস বয়সী ওয়েবসাইট এ মানসম্পন্ন টিউন করছি প্রায় ২০০ টির মত। এখন যদি আরও ৪ মাস দেরি করা লাগে গুগল মামার অ্যাডের জন্য তাহলে আমার ওয়েবসাইট বানাবার অনুপ্রেরণা যে নাও থাকতে পারে।

 

এখন আমি আমার Hosted অ্যাডসেন্স অ্যাকাউন্ট টিকে আপগ্রেড করে Non Hosted বানাবার জন্য অ্যাপ্লিকেশান করেছি, কি জানি গুগল মামার কখন সময় হয় আমার ১ বছরের গু দামজাত ফসলের গোড়ায় একটু জলসেসন করার। অ্যাডসেন্স নিয়ে পরবর্তী লিখাটি  আসা করি অ্যাডসেন্স এর টাকা paypal এ আসার পরেই  করব নাহয়  ।  আলাদীনের প্রদীপের গল্প  আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।

 

গঠনমূলক পরামর্শ সাদরে গ্রহণযোগ্য।

Level 0

আমি মোস্তাক আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I born in Magura, I have completed my undergraduate from University of Dhaka. Now I'm doing MBA at University of Science & Technology Beijing. Facebook: mostakdu WeChat: mostakdu


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো লাগলো আপনার গল্প! গুগল অ্যাডসেন্স নিয়ে কেও লিখলে আমি পড়তে মিস করি না। যাই হোক অ্যাডসেন্স দিন দিন আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে দিন দিন। অনেকে ৪০ টা পোস্ট করে অ্যাডসেন্স পায় আবার অনেকে ২০০+ পোস্ট করেও পায় না অ্যাডসেন্স। আর আপনার ভালোর জন্য বলে রাখি গুগল Hosted অ্যাকাউন্ট Non Hosted বানাবার জন্য অ্যাপ্লিকেশান গুলোর মধ্যে প্রায় ৯০% ই প্রাধান্য না দিয়ে বাতিল করে দিচ্ছে। এবং আপনার সাইট গুলো যদি টেক সাইট হয় তবে অ্যাডসেন্স পাওয়া মুশকিল আছে। টেক সাইট গুলো গুগল বাতিল করছে বর্তমানে। যাই হোক দেখেন চেষ্টা করে, যা হয় আর কি! 🙂

    ধন্যবাদ , আমার ওয়েবসাইট টেক সম্পর্কিত না । যদি এইবার সফল না হই তাহলে ওয়েবসাইট এর বয়স ৬ মাস হলে আবার চেষ্টা করব ইনশাআল্লাহ ।

Level 2

Buxony and Linxser……ai duita site register kore premium account diye joldi kaj suru korun onek profit hobe:

http://www.buxony.com/?ref=msm899
http://www.linxser.com/?ref=msm899

nice !!!! Inspirational post !!!!!!!!!!!!!

    আমার blogger.com একটা ব্লোগ ছিল অনেক আগের পোষ্ট ছিল ইংরেজিতে ১২ টার মত আমি এতো দিন ব্যাবহার করি নি । আমি অনেক দিন আগে adsense জন্য আবেদন করে ছিলাম কিন্তু তারা দেয় নি। আজ আবার রিভিউয়ের জন্য আবেদন করলাম । বিকালে দেখি আমার adsense লগিন হয়েছে এবং সব কিছু ০ দেখাচ্ছে কিন্তু blogger.com কোন বিজ্ঞাপন দেখাচ্ছে না। আর আইডিতে লগইন করলে উপরের দিকে এই লেখা দেখাচ্ছে
    You have just changed your timezone and may notice discrepancies in estimated earnings on the homepage. Your payments will not be impacted.
    এই প্রথম adsense তাই বুঝতে পারছিনা ।আমার adsense approve হয়েছে কি না? আর যদি পেয়ে থাকি তা হলে এই সমস্যার সমাধান আমি কি ভাবে করবো?