এডসেন্স পিন ভেরিফিকেশনের সমস্যা এবং আমার কিছু কথা আশা করি বিফলে যাবে না

বাংলাদেশী এডসেন্স একাউন্টধারীরা সাধারণত একটা সমস্যায় ভোগেন তা হল পিন ভেরিফিকেশনের ঝামেলা। গুগল এডসেন্স পিন ভেরিফিকেশন করে কারন একাউন্টধারী তার ঠিকানা সঠিক প্রদান করেছে কি না তা যাচাইয়ের জন্য। প্রতিটি এডসেন্স একাউন্টধারীকে পিন ভেরিফিকেশন করতে হয় অন্যথায় আপনি অর্থ উত্তোলন করতে পারবেননা। গুগল এডসেন্স একাঊণ্ট এ ১০-১৫ ডলার হওয়ার সাথে সাথে তারা আপনার একাউণ্ট “HOLD” করে রাখবে। এর পরে তারা আপনাকে, একটি পিন নাম্বার আপনার বাসার এড্রেস এ পাঠাবে। বাংলাদেশ থেকে এই মেইল পেতে সাধারণত ২৫-৪৫ দিন সময় লাগে। আমার ক্ষেত্রে এই পিন পেতে মাত্র ২৬ দিন সময় লেগেছিল। তবে বাংলাদেশের টিউন অফিস এর খারাপ যোগাযোগের কারনে আপনার ক্ষেত্রে কিছু সময় বেশি লাগাটাও অস্বাভাবিক নয়। যদি এই সময়ের মধ্যে আপনি পিন না পেয়ে থাকেন অথবা হারিয়ে ফেলেন তবে পুনরায় আবেদন করতে পারবেন। যদি তিন বার গুগল এডসেন্স পিন ভেরিফিকেশনের চেষ্টা বিফলে যায় তবে এডসেন্স এর সাপোর্ট সেন্টারে লগ ইন করে রিসিভিং পেমেন্ট লিংকে ক্লিক করুন তারপর পিন অপশনে গিয়ে Continue করুন এবং আপনার পার্সোনাল চিহ্নিতকরন নম্বরের মাধ্যমে যেমন ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির মাধ্যমে সহজেই পিন ভেরিফিকেশন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে সঠিক তথ্য সমুহ যুক্ত করে জমা দিতে হবে। এর পরে গুগল এডসেন্স টিম ম্যানুয়ালি আপনার এড্রেস ভেরিফাই করবে। সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনার একাঊণ্ট থেকে হোল্ড অপশনটি তুলে নেওয়া হবে। ব্যস এভাবেই আপনি আপনার পিন সংক্রান্ত জটিলতার সমাধান করতে পারেন।

 

তবে একটি কথা মনে রাখবেন যদি পরপর ৩ বার পিন রিকুয়েস্ট করে ১৮০ দিনের মাঝে আপনি আপনার তথ্য সাবমিট না করেন তাহলে আপনার একাউন্ট বন্ধ করে দিবে এডসেন্স কর্তৃপক্ষ। সুতরাং আপনার জাতীয় পরিচয় পত্র (দুই পাশ) স্ক্যান করে সাথে আপনার মোবাইল নাম্বার ও ঠিকানাসহ পাঠিয়ে দেন। আশা করি খুব দ্রুত আপনার একাউন্ট ভেরিফাই হবে।

 

নোটঃ

আপনার নাম ঠিকানা সঠিক প্রদান করবেন। কোন রকম ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেননা কারন আপনার ঠিকানায় এবং নামে পরবর্তীতে চেক আসবে তাই সতর্ক থাকুন। গুগল এডসেন্স সম্পর্কে যদি আপনি কোন সমস্যায় পড়ে থাকেন তবে আপনি গুগল এডসেন্স ফোরামে যোগাযোগ করতে পারেন। ফোরামে আপনি আপনার সমস্যা উপস্থাপন করতে পারেন অতি দ্রুত অসংখ্য সমাধান পাবেন আশা করি। এছাড়াও অসংখ্য গুগল এডসেন্স কর্মী ফোরাম নিয়ন্ত্রন করে থাকে তারা আপনার সমস্যার সমাধান করে দিতে পারে। আপনি যদি একজন বাংলাদেশী প্রকাশক হয়ে থাকেন তবে অনুগ্রহপূর্বক অর্থ উত্তোলনের জন্য “ওয়েস্টার্ন ইউনিয়ন” সাপোর্ট দেওয়ার জন্য তাদের ফোরামে একটি আবেদন করবেন কারন এটি একটি সহজ এবং এর মাধ্যমে দ্রুত অর্থ উত্তোলন করা যায়। এরকম অসংখ্য আবেদন জমা পড়লে তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে এবং বাংলাদেশে ওয়েস্টার্ন ইউনিয়ন সাপোর্ট দিতে বাধ্য হবে যার ফলে বাংলাদেশী প্রকাশকরা উপকৃত হবেন।

 

বিশেষ কিছু কথাঃ

প্রায় কিছু লোক জন আমাকে ফোন করে বলে যে পিন ভেরিফাইড একাউন্ট পাওয়া যাবে নাকি? আর আমাকে বরাবরের মত না উত্তর দিতে হয়। কেনো তারা এমন ভেরিফাইড একাউন্ট খুজে তার কারণঃ পিন নাকি আসে না, তাই আমি এই কথা শুনে একটা পিন রিকুয়েষ্ট করেছিলাম ১ মাস আগে আর কাল পিয়োন আসে পিনের চিঠি দিয়ে গেলো। তো আমার মনে হয় আসলে ঠিকান ঠিক দিলে পিন আসতে বাধ্য।

 

আর গুগল এডসেস্ন একাউন্ট কিনে ব্যবহার করতে কনো প্রকার সমস্যা আমি দেখি না, যদি আপনি গুগল এডসেস্ন আপ্রুভ সাইটিসহ নিয়ে নেন। অন্যথায় অনেক সমস্যায় পড়তে পারেন। যাই হক আমি নিজে মাঝে মাঝে গুগল এডসেস্ন একান্ট বিক্রি করে থাকি তাই নিজের অভিগ্যতা থেকে বললাম। আপনিও সফলতার তালিকায় আসবেন এই প্রত্যাশায় … ভাল থাকবেন।

বিস্তারিত জানতে আসতে পারে আমার ব্লগেঃ Tapos Media

Level 0

আমি তাপশ মেডিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই পিন পাঠানোর সময় কি মোবাইল নাম্বার দিয়ে দেয় ।অামি ডিসিম্বরের ১৫ তারিখে গুগুর পিন পাঠায় এখন ও এই পিন পায় নায় । আমার বাড়ি কিশোরগঞ্জ এর বাজিত পুরে ।

ময়মনসিংহ সদরের এড্রেস দেওয়ার পরও আসেনি। গত অক্টোবর মাসে প্রথম পিন লেটার পাঠানো হয়েছিল। কিন্তু আমার সমস্যা হল, আমার আইডি কার্ডের এড্রেস এবং এডসেন্স একাউন্টের এড্রেস এক না, শুনেছি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে এড্রেস ভেরিফাই করা যায়, এটা সম্পর্কে জানতে চাই।

    আমার blogger.com একটা ব্লোগ ছিল অনেক আগের পোষ্ট ছিল ইংরেজিতে ১২ টার মত আমি এতো দিন ব্যাবহার করি নি । আমি অনেক দিন আগে adsense জন্য আবেদন করে ছিলাম কিন্তু তারা দেয় নি। আজ আবার রিভিউয়ের জন্য আবেদন করলাম । বিকালে দেখি আমার adsense লগিন হয়েছে এবং সব কিছু ০ দেখাচ্ছে কিন্তু blogger.com কোন বিজ্ঞাপন দেখাচ্ছে না। আর আইডিতে লগইন করলে উপরের দিকে এই লেখা দেখাচ্ছে
    You have just changed your timezone and may notice discrepancies in estimated earnings on the homepage. Your payments will not be impacted.
    এই প্রথম adsense তাই বুঝতে পারছিনা ।আমার adsense approve হয়েছে কি না? আর যদি পেয়ে থাকি তা হলে এই সমস্যার সমাধান আমি কি ভাবে করবো?

      আপনার মেইলবক্স চেক করুন। এডসেন্স এপ্রোভ হলে আপনার ইমেইলে তারা আপনাকে জানাবে। আর “You have just changed your timezone and may notice discrepancies in estimated earnings on the homepage. Your payments will not be impacted.” এটা কোনো সমস্যা না, আপনি টাইমজোন চেঞ্জ করেছেন, এতে কোনো সমস্যা হবে না।

        ধন্যবাদ ভাই কিন্তু এই রকম কোন এসএওমএস আসে নিভাই। কিন্তু আমি বুঝতে পারছি না adsense একাউন্টে সব ঠিক আছে। সব ০ দেখাচ্ছে। আমার জানা মতে adsense না পে্লে , adsense এতে লগইন করতে দিতো না।কিন্তু এই আইডি তে সব দেখা যাচ্ছে এমন কি এড কোড ও দিচ্ছে কিন্তু আমার ব্লোগে এড দেখাচ্ছে না।

          মেইল না পেলে আপনার এডসেন্স এপ্রোভড হয়নি। আর এপ্রোভ না হলেও এডসেন্সে লগিন করা যায় এবং কোডও পাওয়া যায়। মেইল না আসা পর্যন্ত শিউর হতে পারবেন না।

ভাই আমি পেমেন্ট নিয়া সমস্যায় আছি যদি হেল্প করতেন উপকৃত হইতাম। Google গত ০২ April 20016 তারিখ এ wire transfer মাধ্যম আমার adsense পেমেন্ট sent করে। কিন্তু আজ 18 April 2016 কিন্তু টাকা এখনো জমা হয়নি।
Wire Transfer এর মাধ্যম বাংলাদেশ এ টাকা আসতে কত দিন লাগে?
আমার একাউন্ট ব্রাক বাংক এ। এটা আমার প্রথম পেমেন্ট।
আর Adsense Payee Name: MD ROHOL AMIN
BANK Account Name MD. ROHOL AMIN
অর্থাৎ Bank account এ MD এর পর Dot (.) আছে কিন্ত adsense payee name এ MD এর পর Dot (.) নাই এর কারনে কি কোন সমস্যা হবে? দয়াকরে সাহায্য করুন।