আসুন জানি, আর কি করলে আপনি গুগোল এডসেন্সে সফলতার গল্প লিখতে পারবেন

প্রিয় টিটি ফেমিলি মেম্বারস,
কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল। ২য় টিউনে গুগোল এডসেন্স একাউন্ট সম্পর্কে বেসিক আলোচনা করেছিলাম। ২য় টিউনের শেষ কথা ছিল এই যে, গুগোল এডসেন্স নিয়ে কাজ করতে চাইলে নিজের ২ ৩ ৪ ৫ নাম্বারি ইত্যাদি ছেড়ে জেনুয়ীন ভাবে কাজ করার মন মানুষিকতা তৈরি করতে হবে।

তো বলতেছিলাম জেনুইন কাজের কথা। জেনুইন মানে বুঝেন তো? হ্যা, যদি বুঝে থাকেন তবে এখানে আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে যা হলঃ
ক) ধর্য্য।
খ) কঠোর পরিশ্রম।
গ) নিয়ম কানুন।
ঘ) লেখা পড়া ইত্যাদি।

নিয়ম কানুনঃ আপনি যদি যে কোন পরিবেশে বসবাস করতে চান তবে আপনাকে সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে নইলে আপনি কখনই টিকতে পারবেন না। তেমনি আপনি যে গুগোলের একজন Add পাবলিশার হবেন তো আপনাকে অবশ্যই তাদের নিয়ম কানুন মেনে চলতে হবে নইলে আপনি কখনই আপনার সফলতার সিঁড়ি পারি দিতে পারবেন না। উল্ট বলে বেড়াবেন অনেক কিছুই, মানে হারু পাটি যেমন অন্যের ঘাড়ে দোষ দিয়ে পার পেয়ে যেতে চায় ঠিক তেমনি। যাই হক, সফল হতে হলে আপনাকে অবশ্যই গুগল এডসেন্স আর টার্মস এন্ড কন্ডিশন মেনে চলতে হবে নইলে আপনার সাধের এডসেন্স এর হাওয়াই মিঠাইয়ের মত সাধ মুখে দেওয়া মাত্রই শেষ হয়ে যাবে।

লেখা-পড়াঃ “যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তোতো বেশি উন্নত” সুতরাং বুঝতেই পারতেছেন যে কি করলে আপনার উন্নতির পথটি আরও অনেকটাই প্রসারিত হবে? হ্যাঁ, শুধু কিছু জেনে বুঝে কাজ করলে আপনি ভাল করবেন কিন্তু কোন এক সময় আপনি আবার পিছিয়ে পড়বেন কারণ সময়ের সাথে আইডিয়াতেও পরিবর্তন নিয়ে আসাই একজন দক্ষ মানুষের কাজ। তাই আপনাকে বিভিন্ন ব্লগ, আর্টিকেল পড়ে কিংবা ভিডিও দেখে আপনার জ্ঞান বিকাশিত করতে পারেন যা একান্যই আপনার প্রয়োজন। এমন কনো ভাবে আপনার কার্যক্রম চালিয়ে যেতে হবে কেই যেন আপনার কার্যকলাপ গুলকে প্রশ্নবিদ্ধ করতে না পারে। দেখা হবে পরের পর্বে, সেই পর্যন্ত ভাল থাকবেন।

বিস্তারিত জানতে আসতে পারে আমার ব্লগেঃ Tapos Media

Level 0

আমি তাপশ মেডিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস