প্রিয় টিটি ফেমিলি মেম্বারস,
কেমন আছেন সবাই? আশা করি অনেক ভাল। টিটি তে এটি আমার ২য় টিউন ১ম টিউনে গুগোল এডসেন্স একাউন্ট সম্পর্কে বেসিক আলোচনা করেছিলাম। ১ম টিউনের শেষ কথা ছিল এই যে, গুগোল এডসেন্স নিয়ে কাজ করতে চাইলে নিজের ২ ৩ ৪ ৫ নাম্বারি ইত্যাদি ছেড়ে জেনুয়ীন ভাবে কাজ করার মন মানুষিকতা তৈরি করতে হবে।
তো বলতেছিলাম জেনুইন কাজের কথা। জেনুইন মানে বুঝেন তো? হ্যা, যদি বুঝে থাকেন তবে এখানে আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে যা হলঃ
ক) ধর্য্য।
খ) কঠোর পরিশ্রম।
গ) নিয়ম কানুন।
ঘ) লেখা পড়া ইত্যাদি।
ধর্য্যঃ খুব খুব গুরুত্তপূর্ণ কথা যা সব ধরনের কাজের সাফল্যের চাবি কাঠি। আপনি চাইলেই হয়তো অনেক কিছু খুব সহজে ছুতে পারেন কিন্তু আকাশ নয়। আপনি চাইলেই হয়তো অনেক কিছু ভেংগে ফেলতে পারেন কিন্তু পাহাড় নয়। উপরের সব না পারার উদাহরণগুলোকে হ্যা করা সম্ভব যদি আপনার ধর্য্য থাকে। আপনি যদি মনে করেন আজ গুগোল এডসেন্স একাউন্ট নিয়ে কাল থেকে টাকা আয় শুরু করবেন তা হয়তো সম্ভব কিন্তু আপনি যদি এক রাতে কোটিপতি হয়ে যেতে চান তবে এর জন্য গুগোল এডসেন্স এর পক্ষ থেকে আমি দুঃখিত। এই পদ্ধতি আপনার উপযোগি নয়। মনে রাখবেন আপনি যখন SSC তে ৬ষ্ঠ শ্রেণীতে পড়েছিলেন তখন নিশ্চই বাংলায় একটি প্রবাদ বাক্য পড়েছিলেন যে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে সাগর অতল। একটি বৃহদ সাগর এমনি এমনি কিংবা একদিনে সৃষ্টি হয়নি অথবা বিশাল সমুদ্রের বুকে সুন্দর একটি ব্দীব একদিনে গড়ে উঠেনি এর জন্য অনেক সময় এর প্রয়োজন হয়েছ যা তাদেরকে এত সুন্দর এবং বৃহদ করেছে। তেমনি আপনি যদি গুগোল এডসেন্স এ সফল হতে চান কিংবা বার বার চেষ্টা করে ও ফেল মেরেছেন তাদেকে বলি আপনাকে ধর্য্যশীল হতেই হবে। না হলে আপনার কাজের কোন উন্নতি আসবে না।
কঠোর পরিশ্রমঃ যেহেতু আপনার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্যই হল এড প্রদর্শন করে টাকা আয় করা, তার জন্য আপনাকে অনেক প্ররিশ্রম করতে হবে। আপনি যে বিষয়ে ভাল বুঝেন সেই বিষয়কে নির্বাচন করে আপনার ব্লগের শুভো সূচনা করুন আশা করি আপনার প্ররিশ্রম বিফোলে যাবে না। আপনার পরিশ্রমটুকুকে Investment হিসেবে গণ্য করুন এবং দিন মজুরদের মত চিন্তা না করে মাসিক চাকুরিজীবিদের মত লাভ বের করার চেষ্টা করুন। প্রতিদিন অন্তত ৪ থেকে ৫ টি তর্থ্যবহুল চাহিদা অনুসারে ইউনিক লিখা লিখুন তবে কখনই ছোট করে নয় মানে ৫০০ ওয়ার্ডের নিচে নয় এর উপরে যা পারেন চালিয়ে যান। দেখবেন এক মাস যেতে না যেতে আপনার ব্লগে প্রায় ১৫০ টি তর্থ্যবহুল ইউনিক আর্টিকেল জমা পড়েছে। আপনি যদি পারেন তবে আপনার যথা সম্ভব বেশি বেশি ইউনিক লিখা লিখুন এবং আপনার ব্লগে তা টিউন করুন। ১ মাস শেষে ২ কিংবা ১ টি আর্টিকেল কম লিখে ঐ সময়ে আপনার ওয়েবসাইটকে একটু আকটু সবার সামনে তুলে ধরার চেষ্টা করুন মানে SEO টেকনিক ব্যবহার করুন। এমন কনো ভাবে আপনার ওয়েবসাইটকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করবেন না যা আপনার ব্লগকে প্রশ্নবিদ্ধ করে।
আমি তাপশ মেডিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভালো লাগলো ভাই। তবে আমি আমার সাইটে মাত্র ১৪টা পোষ্ট করেই এডসেন্স পেয়েছি। কিন্তু এখন মোটেই সাইটের পেছনে সময় দিতে পারছি না।