এখন থেকে বাংলা ব্লগেও ব্যবহার করুন গুগলের আকর্ষণীয় Adsense এর বিজ্ঞাপন

আমরা জানি বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল ও আস্থাযোগ্য বিজ্ঞাপন ব্যবস্থা হলো google adsense এর বিজ্ঞাপন ব্যবস্থা তথা গুগল অ্যাডসেন্স। বিভিন্ন কারণে এই অ্যাডসেন্স এর বিজ্ঞাপন অন্যান্য অ্যাড ইউনিট থেকে শ্রেষ্ঠ। এর মধ্যে রয়েছে টপিক অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শণ। গুগল অ্যাডসেন্স এর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো একটি এপ্রুভড অ্যাডসেন্স একাউন্ট দিয়ে ৫০০টি ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শণ করানো যায়।

কিন্তু দুঃখ জনক হলেও সত্য google adsense এর বিজ্ঞাপন বিভিন্ন ভাষায় তাদের অ্যাড সাপোর্ট করলেও বাংলা ভাষায় এখন পর্যন্ত অ্যাডসেন্স অ্যাড শো করেনা। একটি হলো অ্যাডসেন্স এপ্রুভড করানো আরেকটি হলো অ্যাডসেন্স অ্যাড শো করা। এপ্রুভড তো দূরে থাক এখন পর্যন্ত্য বাংলা সাইটে গুগলের অ্যাড শো ই করে না।

গুগল কেন বাঙালী জাতীতে তাদের অ্যাড ব্যবহারের সুবিধা দিচ্ছে না? কখন আমরা বাংলা ভাষায় গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন ব্যবহার করতে পারব? আদৌ পারব কিনা? হাজারো প্রশ্ন আমাদের মনে . সম্প্রতি শোনাও যাচ্ছে গুগল নাকি অ্যাডসেন্স কে বাংলা ভাষায় অনুমোদ দিচ্ছে।

এতক্ষণ শুনলেন হতাশার কথা! এবার আপনাদের আশার কথা শোনাবো। গুগল অ্যাডসেন্স এর জন্য বাংলা ভাষা অনুমোদন দিক না দিক আমরা বাঙালিরা বাংলা ভাষায় অ্যাডসেন্স ব্যবহার করবই।

আজকের এই টিউন প্রকাশের পর যতসব আলতু ফালতু বিজ্ঞাপন ব্যবহার বন্ধ করে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞাপন গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন আপনার ব্লগে ব্যবহার করুন।

যা করতে হবেঃ

বাংলা ব্লগে গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন দেখাতে হলে আপনাকে যা করতে হবে তা হলো নিচের কোডটি আপনার গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপনে নিচের কোডটুকু যোগ করতে হবে।

কিভাবে কোডটুকু ব্যবহার করবেন?

আপনার অ্যাড কোডের এই অংশের –

নিচে কোডটুকু যোগ করে দিন।

ব্যাস!! কাজ শেষ !!!

এবার আপনার কোডগুলো ব্লগার/ওয়ার্ডপ্রেস বা যে কোন ধরণের বাংলা ওয়েবসাইটে যোগ করে দেখুন প্রদর্শন করছে ঝকঝকে তকতকে গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন!!

সবচেয়ে মজার বিষয় হলো এভাবে বিজ্ঞাপন প্রদর্শণ করলে আপনার আর্টিক্যাল এর সাথে মিল রেখেই বিজ্ঞাপন প্রদর্শণ করবে J আপনার আর্টিক্যালে দু একটি যে ইংরেজি শব্দ লিখবেন তার উপর ভিত্তি করেই অ্যাড শো করবে।

আপনি যদি আপনার টিউনে কোন ইংরেজি শব্দ নাও ব্যবহার করেন তার পরও কিন্তু গুগল এর বিজ্ঞাপন প্রদর্শণ করবে ঠিক ঠাক ভাবে। তো নো চিন্তা ডু অ্যাডসেন্স!!

Level 0

আমি Shahriya Rafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

youtube hosted account ki kaj korbe

    youtube er ad blogger e kaj korbe..

      google_ad_client = “your client id”;

      google_ad_host = “your ad host id”; google_ad_width =300;

      google_ad_height =250; google_ad_type = “text_image”;

      google_color_border = “FFFFFF”; google_color_bg = “ffffff”;

      google_color_link = “0000ff”; google_color_text = “000000”;

      google_color_url = “008000”; google_page_url =

      “http://techrafi.com”//–>

কি লিখলেন কিছুই বুঝলাম না। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে ভাল হত । দুঃখের বিষয় কিভাবে কাজটা করতে হবে সেটাই বুঝলাম না

Level 0

কপি করে যার অবদানে হাজার হাজার বাংলা সাইটে আজ এডসেন্স এর এ্যাড তার ক্রেডিট দিতে কেন এত সমস্যা?