আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। দেখতে দেখতে চলে আসলো নতুন একটি বছর। ব্যাস্তটার মাঝে একটু সময় নিয়ে চলে আসলাম অনলাইন আরনিং নিয়ে আমার দ্বিতীয় লেখায়। প্রথম পর্বে অনেক কথায় বলা হয়েছে অনলাইন আরনিং সম্পর্কে আর কিছু বিশেষ দিক উল্লেখ করেছিলাম যেগুলো অবশ্যই পরিহার করা উচিত। আজকের পর্বে থাকছে অনলাইন আরনিং এর শুরুর প্রথম স্টেপ। তো চলুন শুরু করা যাক
অনলাইন আরনিং এর বিভিন্ন দিক আছে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য সেকশন যে গুলোর মাধ্যমে আপনি আরনিং করতে পারবেন তা হল
আজকের বিষয় যেটি নিয়ে আমি লিখব সেটি হল অ্যাডসিন্স এর মাধ্যমে আয়। অনলাইন আরনিং এর এটি অনেক স্মার্ট একটি মাধ্যম। তো প্রথমেই শুরু করা যাক আরনিং কিভাবে শুরু হবে এবং কোথায় অ্যাকাউন্ট করবেন। প্রথমেই একটি ওয়েব সাইট তৈরি করুন। না আপাতত কোন পেইড সাইট যার মানে হল ডোমেইন এবং হোস্তিং নিয়ে সাইট তৈরি করার দরকার নেই। ফ্রি প্লাটফর্ম বেছে নিন সাইট তৈরি করার জন্য। সেটি হতে পারে blogger.com বা wordpress.com। তবে আমি suggest করবো ব্লগার কে কারণ এতে অনেক ভালো ভালো ফিচার আছে যা প্রথম দিকের অনেকের জন্য বুঝতে সুবিধা হবে। যাই হোক আমি ধরে নিচ্ছি যে আমার নিজের একটা সাইট আছে এবং তাতে অন্তত প্রতিদিন ৫০০-১০০০ এর মত ভিসিটর আসে। অ্যাডসিন্স এর মাধ্যমে আরনিং এর জন্য প্রথম পছন্দ অনেকের গুগল অ্যাডসিন্স। তবে একটি কথা যদি আপনার সাইটটি হয় ডাউনলোড এর সাইট যেমন বই ডাউনলোড, সফটওয়্যার ডাউনলোড বা কপিরাইট কোন বিষয় আপনার সাইট এ থাকে তাহলে গুগল অ্যাডসিন্স এর কথা ভুলে যান। কারণ গুগল অ্যাডসিন্স এই ধরণের সাইট এ তাদের এড দেয় না আর তাদের নীতিমালা অনেক কঠিন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গুগল অ্যাডসিন্স এর বিকল্প একটি সাইট যেই সাইট এ আমি কাজ করি। সাইটটির নাম হল পপক্যাশ।
সাইটটি অনেক পুরনো একটি সাইট [Alexa rank 230]। যাই হোক সাইটটির মুল অ্যাড হল অ্যাড যা আপনার সাইট এ বসিয়ে আপনি ডলার আরনিং করতে পারবেন। প্রথমেই সাইট এ একটি অ্যাকাউন্ট খুলে নিন নীচের লিঙ্ক থেকে
registration এর পরে একটি পেজ আসবে। ষেখান থেকে website option এ যান এবং আপনার সাইট এর লিঙ্কটি অ্যাড করুন। সাইট লিঙ্ক অ্যাড করার পরে একদিন অপেক্ষা করুন তারা সাইটটি আপ্প্রভ করতে ১ দিন নিবে। এখন সাইট আপ্প্রভ হয়ে গেলে আসল কাজ শুরু। Get code এ অপশন এ যান এবং সেখানে একটি কোড দেখতে পাবেন
কোডটি কপি করুন। আপনার সাইটটি যদি ব্লগার দিয়ে করা হয় তাহলে শুধু লেআউট অপশন এ যান এবং কোডটি একটি নতুন Html /Javascript layput নিয়ে অ্যাড করে দিন।
আপনার আসল কাজ শেষ। এখন আর কি ! যদি আপনার সাইট এ প্রতিদিন ৫০০-১০০০ ভিসিটর থাকে তাহলে প্রতি মাসে একদম কম করে হলেও ১০-১৫ ডলার আরনিং হবে আপনার। তবে হ্যাঁ ভিসিটর কোন দেশ থেকে আসছে তার উপর আরনিং তা নির্ভর করবে। চেষ্টা করুন আপনার সাইটটি ইংলিশ এ করতে এবং প্রচুর US এর ভিসিটর আনার চেষ্টা করুন। তবে রেগুলার ভিসিটর থাকলেও আরনিং হবে তবে একটু কম। নীচের ছবিতে দেখুন তাদের ভিসিটর এর কান্ট্রি অনুযায়ী impression
এবার আসি আমার payment proof এর কথায়। আমার সাইট এ পার ডে ১০০০ এর মত ভিসিটর আসে তাতেই ১ মাসে আমার Earn হয়েছে ১৩ ডলার এর মত। US visitor বেশি থাকলে আরও ভালো earn হত নিচে দুইটি screenshot দিলাম। দেখুন
প্রথম পর্ব এখানেই শেষ করছি। আর হ্যাঁ আমি নিজে Earn করেই এই লেখাটা লিখলাম এবং এটা আমার নিজের বাস্তব অনলাইন earning এর অভিজ্ঞতা। সবাই ভালো থাকুন। বিদায়।
আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।