কোন কোন ব্যাঙ্ক এডসেন্স এর টাকা সরাসরি একাউন্টে জমা করে ?

আমার একটা প্রশ্ন ছিলো। কোন কোন ব্যাঙ্ক এডসেন্স এর টাকা সরাসরি একাউন্টে জমা করে। কোনো প্রকার ডকুমেন্ট জমা দিতে হয় না।
ডাস বাংলা ব্যাঙ্ক ও সোসাল ইসলামী ব্যাঙ্ক এ এডসেন্স এর টাকা কোনো ডকুমেন্ট জমা করা ছাড়াই কেশ করে। আমি এই দুই ব্যাঙ্ক এ কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই টাকা কেশ করছি।
কিন্তু ইস্টান ব্যাঙ্ক ও ব্যাঙ্ক এশিয়ায় এডসেন্স এর টাকা কেশ করতে হলে একাউন্টের ডকুমেন্ট জমা করা লাগে আর একটা অপ্লিকেসন করা লাগে।
আপনারা যারা এডসেন্স নিয়ে কাজ করেন তাদের কাছে অনুরোদ করব কোন কোন ব্যাঙ্ক কোনো যামেলা ছাড়াই সরাসরি টাকা কেশ করে।
আর কত ফি কাটে।

আমার একটা প্রশ্ন ছিলো। কোন কোন ব্যাঙ্ক এডসেন্স এর টাকা সরাসরি একাউন্টে জমা করে জমা করে। কোনো প্রকার ডকুমেন্ট জমা দিতে হয় না।
ডাস বাংলা ব্যাঙ্ক ও সোসাল ইসলামী ব্যাঙ্ক এ এডসেন্স এর টাকা কোনো ডকুমেন্ট জমা করা ছাড়াই কেশ করে। আমি এই দুই ব্যাঙ্ক এ কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই টাকা কেশ করছি।
কিন্তু ইস্টান ব্যাঙ্ক ও ব্যাঙ্ক এশিয়ায় এডসেন্স এর টাকা কেশ করতে হলে একাউন্টের ডকুমেন্ট জমা করা লাগে আর একটা অপ্লিকেসন করা লাগে।
আপনারা যারা এডসেন্স নিয়ে কাজ করেন তাদের কাছে অনুরোদ করব কোন কোন ব্যাঙ্ক কোনো যামেলা ছাড়াই সরাসরি টাকা কেশ করে।
আর কত ফি কাটে। জানালে অনেক উপকার হতো।

Level 0

আমি রনি বাঙালি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইসলামী ব্যাংক কোন চার্জ ছাড়াই যে কোন রে‌মি‌টেন্স জমা ক‌রে। ১ দি‌নেই জমা ক‌রে।

    কোনো প্রকার ডকুমেন্ট বা অন্য কোনো কিছু কি জমা করা লাগে ?

আপনার FTT তে য‌দি টাকার র্সোস এবং প্রের‌কের নাম এবং Purpose উ‌ল্লেখ থাক‌লে কোন ডুকু‌মেন্ট লাগ‌বে না। এরপরও য‌দি কোন সমস্যায় প‌ড়েন তাহ‌লে আমার সা‌থে যোগা‌যোগ কর‌বেন, আ‌মি হয়‌তো আপনা‌কে সাহায্য কর‌তে পারব।

আমি ডাস বাংলায় FTT তে টাকা আনলে কিচুই করা লাগে না। ২১ তারিখ এডসেন্স হতে টাকা পাঠানোর পর ২৪ বা ২৫ তারিখে একাউন্টে টাকা জমা হয়ে যায়।
ইসলামী ব্যাঙ্ক এ কি ঠিক এরকম ?
ইস্টান ব্যাঙ্ক ও ব্যাঙ্ক এশিয়ায় আমি এডসেন্স এর টাকা কেশ করছি ওরা বেস যামিলা করে। মনে করুন ২১ তারিখ এডসেন্স হতে টাকা পাঠানোর পর ২৪/২৫ তারিখ ব্যাঙ্ক গিয়ে খবর নিতে হয়। তার পর এডসেন্স একাউন্টের কিচু স্কিন সট জমা করা লাগে এবং তাদের একটা ফরম পূরণ করা লাগে। এর পরদিন একাউন্টে টাকা জমা হয়।
কিন্তু ডাস বাংলায় ও সোসাল ইসলামী ব্যাঙ্ক এ কোনো কিছু জমা দিতেই হয় না। ইসলামী ব্যাঙ্ক এ কি ঠিক এরকম ?