অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিনতে হবে না দেখে নিন কিভাবে আপনি ও পাবেন অ্যাডসেন্স

আশা করি আল্লাহ্‌ র রহমতে সবাই ভাল আছেন,

আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেতে হয় আর কি কি নিয়ম কানুন ?

প্রথমে আপনার একটি পুরনাঙ্গ ওয়েব সাইট থাকা লাগবে তবে সেটা হতে হবে নিজের Hosting - ওয়ার্ডপ্রেস এ হলে ভাল হয়।

কোন সাবডোমেইন হলে চলবে না, টপ লেভেল ডোমেইন যেমন - .com, .net, .org হলে চলবে।

ডোমেইন এবং hosting রেডি করার পরে সাইট এ এমন একটি Theme ব্যবহার করবেন যার পেজ স্পীড ৭০ এর উপরে থাকে - বলতে পারেন ভাই এটা আবার কি ? এটা হল গুগল এর একটি সিস্টেম যদি আপনার সাইট ওপেন হতে বেশি সময় নেয় তাহলে গুগল আপনাকে User Experience ভুল ধরে অ্যাডসেন্স Approve বাতিল করে দিবে। এই লিঙ্ক এ গিয়ে আপনার সাইট এর পেজ স্পীড চেক করতে পারবেন আর, নিচে ছবি ও দিলাম

98 / 100 User Experience যেটা দেখতে পাচ্ছেন এটা ও আপনার সাইট এর theme এর উপর নির্ভর করবে, ৯৮ অথবা ৯৯ থাকা ভাল ১০০ হলে ত আরও বেশি ভাল।

এখন সাইট এ এমন বিষয় নিয়ে লিখুন যে বেপারে আপনি ভাল জানেন, তবে হ্যাকিং, মাদক, গুগল এর কোন জিনিস, খারাপ বিষয়  এমন কিছু ভুলে ও দেয়া যাবে না  আর সাইট এর ভাষা সম্পূর্ণ ইংলিশ হতে হবে আর অন্য সাইট থেকে কপি হলে চলবে না সব নিজে লিখতে হবে -- প্রতিটা টিউন এ কমপক্ষে ৩০০ - ৫০০ ওয়ার্ড করে রাখবেন আর এই ভাবে ৪০ - ৫০ টা টিউন করবনে তার পরে সাইট গুগল ওয়েব মাস্টার এ সাবমিট করবেন।

এখন আপনার সাইট এর identity এর জন্য আপনার সাইট এ ৩ টা পেজ অবশ্যই লাগবে - Contact, About, Privacy Policy.

Contact পেজ এ একটা ফর্ম দিবেন যাতে করে মানুষ আপনাকে ইমেইল এর মাধ্যমে মেসেজ দিতে পারে, About পেজ এ আপনার পরিচয় এবং সাইট এর সম্পর্কে লিখবেন, Privacy Policy পেজ  আপনি গুগল এর সার্চ করে অনেক সাইট থেকে Generate করতে পারবেন।

পরে দেখবেন কোন Structured Data Error আছে কি না এটা ও গুগল এর একটি সিস্টেম এই লিঙ্ক এ গিয়ে চেক করতে পারবেন  নিচে ছবি সহ দেয়া আছে

Structured Data ঠিক থাকলে এমন দেখাবে 

আর সমস্যা থাকলে এমন দেখাবে 

যদি সমস্যা দেখায় তাহলে অন্য theme ব্যবহার করুন কারন এটা ও theme এর সাথে সম্পর্ক

এভাবে সব নিয়ম কানুন মেনে অ্যাপ্লাই করলে আশা করি অ্যাডসেন্স পেয়ে যাবেন, উপরের সব নিয়ম মেনে যদি ব্লগার এ সাইট বানিয়ে অ্যাপ্লাই করেন তাহলে ও পেতে পারেন তবে ব্লগ এর বয়স ৬ মাস হউয়া লাগবে।

ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সোহাগ মালিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আচ্ছা ভাই , আমার এড সেন্স এর একাউন্ট আছে , এখন আমি কোন Domain বা Hosting সাইট এড করি নাই ,মানে আমার নিজের কোন সাইট নাই যে এড করবো । তো আমি কি এখন টাকা পাব ?
নাকি সাইট এড করতেই হবে ? ?? একটু জানাবেন । ধন্যবাদ

    যদি ইউটিউব থেকে অ্যাডসেন্স পেয়ে থাকেন তাহলে ইউটিউব থেকেই ইনকাম করতে পারবেন আর যদি কোন ওয়েব সাইট এ এড ব্যাবহার করতে চান তাহলে উপরের নিয়ম অনুযায়ী সাইট বানিয়ে অ্যাপ্লাই করলে পাবেন ।

amar google adsens accound home e ei massage ta show korche ,.
so ami make sure hote chai ze amar youtube addsens ok ace ki na .

ektu janan please …

Welcome to AdSense
Your account is getting reviewed. Help us finish the review by setting up ads on your site.
Click the button below and you’ll be guided through these last required steps:
Create a new ad unit
Place the ad code on http://www.world4ufree.cc

Get started now
While your account is under review, we’ll only serve blank ads on your site. After the review is complete, you’ll receive an email from us. If your application is successful, we’ll start serving real ads on your site.

    cc ডোমেইন এ অ্যাডসেন্স পাবেন না… আর আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখন Review তে আছে , এড শো করবে না

একটা পিসি থেকে একাধিক অ্যাডসেন্স পাওয়া কি সম্ভব?