আস-সালামুআলাইকুম, টিটি পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই ? আশা করি ভাল।মোটামোটি সবার টিউন আমার ভাল লাগে। আমার আজকের টিউনটি আপনাদের কতটুকু ভাল লাগবে জানি না, তবে সব সময় আপনাদের জন্য ভাল কিছু শেয়ার করার চেষ্টা করব। লেখা পড়ার ব্যস্ততার মাঝে পুরো টিটি পরিবার কে মিস করছিলাম, তাই আজ আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে। আশা করি আপনাদের ভাল লাগবে। আর টিউন টি নতুন দের জন্য। কোনো ধরনের ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার আজকের টিউনের টাইটেল দেখেই বুঝতে পারছেন টিউন টি কি বিষয়ে। আমাদের অনেকেরই এডসেন্স একাউন্ট আছে। কারও বা নন হোষ্টেড কারও আবার হোষ্টেড এডসেন্স। অনেকের আবার একাধিক সাইট কিংবা ইউটুভ চ্যানেল আছে। কিন্তু যেই সাইট বা চ্যানেল দিয়ে এডসেন্স এপ্লাই করেছিলেন ঐ একাউন্ট ছাড়া অন্যকোনো সাইট বা ইউটুভ চ্যানেল এড করতে পারছেন না এডন্সে একাউন্টে। ভাবছেণ আরেক টা এডসেন্স একাউন্ট করবেন নাকি। না, এক এডসেন্স দিয়েই একাধিক সাইট বা চ্যানেল চালানো যায়। কিন্তু কিভাবে একাধিক একাউন্ট একই এডসেন্সে এড করবেন। আমার আজকের টিউন টি এই বিষয়ে।
কিভাবে এই কাজ করবেন এটা লিখে বুঝানো একটু কষ্ট হবে। এর জন্য একটা ভিডিও টিউটিরিয়াল দিলাম। এটা দেখবেন মনযেগ দিয়ে, আশা করি সব কিছু ঠিক মত করতে পারবেন।
ভিডিওতে শুধু দেখানো হয়েছে এডসেন্সে কিভাবে সাইট বা চ্যানেল এড করবেন। কিন্তু এর আগে ইউটুভ চ্যানেল ভেরিফাই এবং মনিটাইজ করে নিতে হবে। এখন কিভাবে ভেরিফাই এবং মনিটাইজ করবেন সেটা নিচে দেখে নিতে পরেন।
ভিডিও টি ভাল লাগলে চ্যানেল টি Subscribe করতে ভূলবেন না।
আমি টেকনিক জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলা সাইটে কিভাবে এডসেন্স ব্যবহার করব ? http://www.shopingmol.com এই সাইটে এডসেন্স বসালে ও এড প্রদর্শন করে না