আপনি যে অ্যাডসেন্স থেকে হাজার হাজার ডলার আয় করবেন, তাকে নিরাপদ রাখুন।

প্রতিনিয়ত গুগল তাদের নিয়ম নিতি আপডেট করছে। এতে করে সুযোগ সুবিদা যেমন করে বেড়ে যাচ্ছে, তেমন করে অ্যাডসেন্স পাবলিশারদের উপরে চাপও বেড়ে যাচ্ছে। গুগল তাদের বিজ্ঞাপনের মান বজায় রাখার জন্য বদ্ধপরিকর। এ জন্য তারা তাদের বিজ্ঞাপন প্রকাশ মাধ্যম অ্যাডসেন্সের উপরে কিছু নিতিমালা প্রয়নন করেছে। অবশ্য যে অ্যাডসেন্স থেকে মানুষ হাজার ডলার আয় করে, তাঁর জন্য এই নিতিমালা সামান্য কিছুই। সেই নিতিমালার আলকে উপস্থাপন করছি আপনি আপনার অ্যাডসেন্সকে কি করে নিরাপদ রাখবেন।

 

১ – সবার আগে নিজেকে সংযত করুন। নিজের এডে নিজে ভুলেও ক্লিক করবেন না। তাহলে ব্যান হতে বেশি টাইম লাগবে না

২ – নিজের ওয়েবসাইটের লিঙ্ক সবাইকে দেওয়া থেকে বিরত থাকুন। কারন আমাদের বাংলাদেশের মানুষ মানেই ভয়। একবার আপনার ওয়েবসাইট হাতে পেলে ইচ্ছা মত ক্লিক করে সাইটের ১২ টা বাজায় তাঁর পর থামবে। আর যদি সাইটের লিঙ্ক শেয়ার করতে হয় তাহলে ফেক ক্লিক মনিটাইযেসন প্লাগিন ব্যবহার করুন।

৩ – সাইটের টিউন নিজের হাতে লিখুন। অন্যের টিউন কপি করা থেকে বিরত থাকুন। নাহলে কপিরাইট ইস্যুতে আপনাকে ব্যান করা হবে।

৪ – সাইটের ইমেজের প্রপার্টি এডিট করে দিন। নাহলে সরাসরি ইমেজই এডিট করে দিন। মনে রাখবেন গুগলের রোবট আপনার থেকেও স্মার্ট। তারা এক ছোট থেকে ছোট ব্যাপার গুলো পর্যন্ত পর্যবেক্ষণ করে।

৫ – সাইটে ৩য় পক্ষের কোন বস্তু, যেমন ক্র্যা-ক সফটওয়্যার, মুভি ডাউনলোড লিঙ্ক, ইত্যাদি রাখবেন না। যদি রাখেন এবং সেটি ৩য় পক্ষের নজরে পড়ে তাহলে তারা report করা মাত্র আপনি ব্যান হবেন।

৬ – এমন সাইটে অ্যাডসেন্স ব্যবহার করবেন না, যে সাইটে প-র্ণ, গোলাবারুদ, ড্রাগ, মাদক, খুন-খারাবী নিয়ে আলোচনা করা হয়। ব্যান নিশ্চিত খাবেন।

অ্যাডসেন্স পাবলিশার দের জন্য একটি আনন্দের সংবাদ হল গুগল খুব শিগ্রই বাংলাসাইটের জন্য তাদের সিপিসি বৃদ্ধি করবে। এই টিউনটি যথাক্রমে adsense sells point bd এবং টেকটিউনসের জন্য উৎসর্গ করা হল।

adsense sells point bd – একটি নিরাপদ বিক্রয় সংস্থা।

 

আপনার কোন রকম টিউমেন্ট থাকলে করতে ভুলবেন না কিন্তু।  ফেসবুকে আমি এখানে 

Level 0

আমি স্বল্পমূল্যে অ্যাডসেন্স বিক্রেতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নতুন পোস্ট পেতে ভিসিট করুনঃ http://tech71blog.blogspot.com/ কম মুল্লে non-hosted অ্যাডসেন্স কিনতে যোগাযোগ করুন - https://www.facebook.com/The-Adsense-point-908104575949150/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঘরে বসে আয় করার জন্য এই পোষ্টটি দেখতে পারেন।
https://goo.gl/iGaqGW

Level 0

মাসে আয় করুন ৩৫০০০ – ৭০০০০ টাকা সাথে আমার কিছু পেমেন্ট প্রুফ (যত বেশী এড প্যাক তত বেশী আয়) http://www.easyearnbd.info/2015/10/blog-post_19.html

আপনার ওয়েবসাইটের মাধ্যমে আয় করুন।নিচের লিংকে এ যান এবং রেজিষ্টার করুন:
http://www.propellerads.com/?rfd=nGW