টেকটিউনস অভিজ্ঞরা হেল্প মি কিছু বুঝতেছিনা !!!

আমার একটা ওয়েব সাইট আছে লিঙ্ক http://www.sportsmoja.com/ Sports Moja এডসেন্স  সম্ভাব তাই এডসেন্স এর বিকল্প কোন এড ইউজ করা উচিৎ বুজতে পারছি। গুগল এ সার্চ দিলে অনেক এড আসছে কিন্তু কোন এড ইউস করব বুজতে পারছি না। আমার সাইট ইংলিশ আমি দৈনিক চেষ্টা করলে ২০০০ ভিসিটর আনতে পারি। আজকেও আমার ২০০০+ ভিসিটর হইছে। আমি এই ভিসিটর নিয়ে মাসে কত টাকা ইনকাম করতে পারবো একটু ধারনা দিয়েন?  তবে পেজ ভিউ ২২০০ মত।  পেজ ভিউ এতকম কেন বুজতেছি না। থিম এর জন্য নাকি অন্য সমস্যা জানি না। যাইহোক আসল কথা হল আমি কোন এড ইউস করব বুজতে পারছি না এড ব্রাইট, বিড ব্রাইট, ক্লিলসোর, গ্রিন অ্যান্ড রেড, ইনফলিঙ্ক, চিতিকা, আমাদের এড, আরও কত। গুগলে সব এড এর উপর প্রশংসার টিউনও পালাম আবার নেতিবাচক অনেক কিছু পালাম। ভাই আমি তো পুরাই কনফিউজ! এখন পেমেন্ট পদ্ধতি ভাল অল্প টাকাই উইথড্রা করা যাবে যেকোনো সমাই অথবা সল্প সমাই আবার সাইট যেহেতু ইংলিশ এজন্য ক্লিক ভালু ভাল এমন কোন এড আছে। ভাই প্লিজ আমাকে পথ দেখান। আমার চাচাতো ভাইয়ের এডসেন্স একাউন্ট আছে। চাইলে হইতো তার এড কোড আমাকে ইউজ করতে দেবে। কিন্তু আমি কারোরতা ইউস কুরতে চাইনা। এখন আপনারাই বলেন কি করলে ভাল হই। আরেকটা কথা আমি এখন রেভিনিউহিটস বাবহার করছি কিন্তু এরা বাংলাদেশি এড ক্লিক এ কোন টাকা দিচ্ছে না। তাই এটা না ব্যবহার করার সিদ্ধান্ত নিলাম।

Level 0

আমি আল আমিন সজ্জন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আমারও একটি সাইট আছে। আমিও দেশী-বিদেশী অনেক ধরনের কোম্পানীর এড ব্যবহার করে ছিলাম। আলহামদুলিল্লাহ, তবে এখন যেটি ব্যবহার করছি সেটিই মনে হচ্ছে সেরা! কারণ এর রেট ভালো! আবার এড গুলো ওয়েবসাইটে খুবই সুন্দর ভাবে জুড়ে থাকে যার ফলে ভালো ক্লিক পরে। এছাড়াও এর আছে পপ এড। এতে আরোও বেশী আয় করতে পারছি। আপনি যদি প্রতি দিন দুহাজার ভিজিটর আনতে পারেন তাহলে ইনশআল্লাহ শিউর আপনার প্রতি মাসে $150-$200 ইনকাম হবে। লিংকে গিয়ে রেজিঃ করে নিন। বিস্তারিত জানতে পারবেন।
http://www.revenuehits.com/lps/v41/?ref=@RH@ZYDsVuu_zXW6vYsvAKZ83g

    ধন্যবাদ ভাই পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু আমি ৪-৫ দি ধরে ওই এড ইউস করতেছি আমার ইম্প্রেসনটা দেখেন কিন্তু আয় মাত্র ১১ সেন্ট। আর এরা বাংলাদেশি এড ক্লিক এ আমার টাকা দিয়নি। ওমান থেকে ক্লিক এ এরা ১১ সেন্ট দিছে। এর কনো দেশ এর ক্লিক এ রেভিনিউ পায়নি। অমানের ওই ক্লিক এডসেন্স এ পরলে ওরা ১ ডলারও দেয় মাঝে মাঝে।

মাত্র ৬টা পোস্টে ২০০০+ ভিজিটর?

কোন এ্যাড কোম্পানি ভাল নয়। একমাত্র গুগুল ছাড়া। তাও আমার মতে খারাফ। ১০০ ডলার না হলে টাকা দিবে না গুগুল । এর মধ্য ২০০ বল্ক তো খাবেন। তার চেয়ে আপনি নিজে স্ক্যাপ্ট নিয়ে নিজে এ্যাড নেমে যান।
এই লিংক ডিমো লিংক দেখা আসেন। যদি ভাল লাগে আমার সাথে যোগাযোগ করবেন। [email protected] এক মাসের ইন্টারনেট বিল আমাকে দিলে মাত্র আপনার মেইলে স্ক্যপ্টি পাঠিয়ে দিব। 🙂

ads-inboxok-com.usa.cc

Level New

অ্যাডসেন্স এর বিকল্পঃ http://helpfulhub.com/10376

দুনিয়ার সব আজগুবি টিউমেন্ট । কেউ টাকা চাচ্ছে আবার কেউ নিজের মার্কেটিং করছে । সাজেশনের কোন খবর নেই । আপনার সাইটে আপনি Jarida থিম ব্যবহার করেন । এটি অনেক স্লো । যার ফলে আপনার ভিজিটর আপনার সাইট থেকে আগ্রহ হারাবে আর সাইটের বাউন্স রেট অধিক পরিমাণে বেড়ে যাবে । আপনার সাইটের এলেক্সা রেংক ভালো আছে । আপনি প্রথমেই একটা ক্লিন এবং ফাস্ট থিম ব্যবহার করুন । এটি আপনার সাইটে ভিজিটর ধরে রাখতে সাহায্য করবে ।
আর আপনি ভালো কিছু এড নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন ।
আমার সাইটে প্রতিদিন ভিজিটর ২০০০+ আর আমার রেভিনিউ আসে প্রতিদিন ১-৫$ । আপনি আমার এই আর্টিকেলটি পড়তে পারেন : http://www.rocktim.com/post/697
আরো কোন বিস্তারিত সাজেশন লাগলে আমাকে নক করতে পারেন । যতটুকু সম্ভব চেষ্ঠা করবো । fb.com/atikurmsps

    ধন্যবাদ ভাই আমি আপনার মত একজনকে খুজতেছিলাম। আমি আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট দিছে আনুগ্রহ করে accept করবেন।

      আপনি আমাকে সরাসরি মেসেজ করুন । আমি একসেপ্ট করে নিবো । স্প্যামারদের জ্বলায়ে সবার রিকুয়েস্ট নিতে পারছি না । কিছুটা ফিল্টিং করে একসেপ্ট করছি ।

ধন্যবাদ ভাই আমি আপনার মত একজনকে খুজতেছিলাম। আমি আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট দিছে আনুগ্রহ করে accept করবেন।

আপনি আমাকে সরাসরি মেসেজ করুন । আমি একসেপ্ট করে নিবো । স্প্যামারদের জ্বলায়ে সবার রিকুয়েস্ট নিতে পারছি না । কিছুটা ফিল্টিং করে একসেপ্ট করছি ।

adsense e ekta notun notification pelam ” the number of ad limit on your site” e tarpor theke ami r site adsense er ad dekhte parci na. erakom somossha ki r karor hoiche. site link – pdffilestore.com