YouTube থেকে উপার্জন করতে করতে ভালো লাগে না কারন কম টাকা পায় তাই অনেক দিন প্রায় ১.৫ বছরের স্বপ্ন ওয়েবসাইটে অ্যাডসেন্স পাওয়ার কিন্তু প্রিয় বন্ধুরা আমি ২১ তারিখে একটা ব্লগ তৈরি করি যার অ্যাড্রেস http://www.prioandroid.com।
এবং একটা লোগো তৈরি করি।
তারপর ২৪ তারিখে গুগল হেল্প ফোরামে একটা টিউন করি যে আমার সাইট ৬ মাস পরে অ্যাডসেন্স পাবে নাকি। সবাই বলছে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমি কিভাবে অ্যাডসেন্স পেতে পারি? কি কি টিউন করলে ভালো হবে ? কেউ যদি একটু বলতেন তাহলে ভালো হত।
আমি প্রশ্ন করছিলাম যে কি করলে আমার সাইটে অ্যাডসেন্স পাব? তারা এই উত্তর দিসে
You need to start a completely new site. The one you have now will never qualify for inclusion in the Adsense program. Please re-read ALL of the information we have provided. If you do not understand some of the things, find an expert in your city to explain them in your language to you.
In a nutshell: You CANNOT steal content or images from other sites. Everything you post must be unique and original. You CANNOT include copyrighted names/brand names in your URL
আমি মোঃ ফাতহী রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এডসেন্স পেতে একবস্তা রুলস মেনে সাইট ক্রিয়েট,ম্যানেজমেন্ট করতে হয় । নকল যেকোনো জিনিষ এডসেন্সের সাস্থের পক্ষে খুবই খারাপ বিশেষ করে যেকোনো প্রকার কপি পোস্ট,কপি ইমেজ ফাইল ইত্যাদি ।সাইটে একাধিক ভাষা ব্যাবহার করলেও এডসেন্স পাওয়া যায় না ।আরো জানতে এডসেন্স পলিসি পড়ে দেখুন । আর আপনার সাইট টা যদি এই নিয়ম মেনে বানানো ও পরিচালনা করা হয় তাহলে এডসেন্স পেতে পারেন নতুবা না