গুগল এডসেন্স কে ভাল না লাগার কারন

আশা করি সবাই ভাল আছেন,

কিছু কিছু  কারনে গুগল এডসেন্স কে আমার ভাল লাগে না। এত নিয়ম কানুনের মধ্যে কার ভাল লাগে বলুন ??

চলুন  জেনে নেই সেই কারন গুলো ।

১. কম ক্লিক রেট সিপিসি (Low cost per Click)

গুগুলের ক্লিক  রেট খুব কম, যদি আপনি আমেরিকা (USA) কিংবা ওয়েষ্টার্ন ইউরোপ এর নাগরিক না হন। তাহলে বড় ধরণের আয় করা খুবই কঠিন ব্যাপার। অসম্ভব প্রায়। এক্ষেত্রে ইন্ডিয়ান ব্লগার ব্যতিক্রম। উন্নত দেশগুলোর ক্লিক (CPC) রেট ১ ডলার থেকে ২ ডলার কখনো আরো বেশী। কিন্তু আমাদের মতো দেশে CPC রেট ০.০১ থেকে ০.০৫ ডলার পর্যন্ত পাওয়া যায়।

২. এডসেন্স ভিজিটরদের আপনার  ওয়েব সাইট থেকে দূরে সরিয়ে দেয়:

কিন্তু কিভাবে? যখন একজন পাঠক (reader), আপনার ওয়েব সাইটের এডসেন্স এডএ ক্লিক করে। ঠিক তখনই ভিজিটর আপনার ওয়েব সাইটি ছেড়ে অন্য ওয়েব সাইটে চলে যায়। কারণ এডসেন্স এড সিপিসি বেজড হওয়ার কারণে, ভিজিটর আপনার সাইট ত্যাগ করে।

৩. এডসেন্স একাউন্ট অনুমোদন হওার  পদ্ধতি:

বর্তমানে এডসেন্স একাউন্ট অনুমোদন করানো খুবই কঠিন। গুগুল বিভিন্ন ভাবে তাদের অনুমোদন পদ্ধতি (Approval system) অনেক কঠিন করে ফেলা হয়েছে। একটি ব্লগের বয়স ৬ মাস থেকে এক বছর এবং সব ধরণের নিয়ম ফলো করা সত্ত্বেও, আপনি যে একটি সোনার হরিণ এডসেন্স একাউন্ট পাবেন তার কোন গ্যারেন্টি নেই।

৪. এক গাদা নিয়ম কানুন:
যারা করবেন। তাদের অবশ্যই টার্মস এন্ড কন্ডিশন গুলো আগে  পড়ে নিবেন। এক গাদা নিয়ম নীতির সব গুলোই আপনাকে ফলো করতে হবে তা না হলে আজীবনের জন্য ব্যান খাবেন। আর একবার এডসেন্স একাউন্ট ব্যান হলে, তা আর কখনো ফিরে পাবেন না।

৫. নিকৃষ্ট মানের কিছু ইমেল সাপোর্ট সিসটেম :

গুগল অনলাইন বিজ্ঞাপণ জগতের রাজা হলেও, তাদের সাপোর্ট সিষ্টেম খুবই নিন্মমানের। কখনো কখনো ইমেল রিপ্লে দিতে ৩-৫ দিন পর্যন্ত সময় নেই। আবার কখনো কোন রিপ্লে পাওয়াই যায় না। ইমেলের উত্তর  পাওয়ার জন্য আরেকটি সাপোর্ট মেইল এর প্রয়োজনও পড়তে পারে।

৬. আজীবন নিষিদ্ধ/ব্যান:

একবার ব্যান করলে! আপনার সব শেষ। কোন দিন এই  সোনার হরিণ এডসেন্স একাউন্ট ফিরে পাবেন না।

৭. জটিল তাদের পেমেন্ট সিস্টেম:

উপরের সকল কারণ ছাড়াও আরেকটি সমস্যা হচ্ছে পেইমেন্ট সিস্টেম। এডসেন্সের পেইমেন্ট সিসন্টেম অনেক জটিল। আমাদের দেশে পেইমেন্ট পেতে ২-৩ মাসও লেগে যায়। গুগল প্রতিমাসের আয় পরের মাসে পে করে থাকে। এর পর চেক হাতে পেতে ৩-৪ সপ্তাহ লেগে যায়। কিন্তু চেক হাতে পাওয়ার সাথে সাথেই যে টাকা হাতে পাবেন না নয়, আপনার চেক ভাঙ্গাতে ৪ সপ্তাহের বেশী লেগে যায়।

আমার নিজেরি  চেক ভাঙ্গাতে ৬০ দিন পর্যন্ত সময় লেগে গেছে।

ভাল থাকবেন সবাই।

প্রকাশিত এখানে

বাংলা সাইটে এডসেন্স সহ বিভিন্ন খবরাখবর আমার ব্লগে

 

Level 0

আমি শীতল রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কষ্ট ছাড়া কখুনো কেস্টমেলেনা …
অ্যাডসেন্স একাউন্ট থাকলে আমার মএন হয় আর চাকরীর পেছনে দৌড়ানোর দরকার নেই । । ।

ভাল বুঝছেন।

Level 0

ভালো একটি টিউন,লেখককে অনেক ধন্যবাদ।এডসেন্সের ভালো বিকল্প কি হতে পারে সে ব্যাপারে আলোচনা করবেন দয়া করে।আমার ৪টি এডসেন্স আছে,আমি কোন কাজে লাগাই না,যেহেতু এত নিয়ম-কানুন আমারও ভালো লাগেনা।আবার ওগুলো আমি কারো কাছে বিক্রিও করবোনা।

আমি রেভেনিওহিটস এর এড ব্যবহার করি । আমার সাইট http://www.shopingmol.com

    রেভিনিউহিটস এ রেট কেমন এডসেন্স থেকে ভাল

রেভিনিউহিটস এ $45 হয়েছে ১ মাস হয়ে গেছে এখনও টাকা পাইনা