অনেকের অ্যাডসেন্স আছে কিন্তু আয় বারতেসে না। আমি তাদের জন্য নিয়ে আসলাম কিছু কিলার টিপস। এই বার আয় বাড়তে বাধ্য। শুধু আপনাকে কিছু ব্যাপারে সচেতন হতে হবে।
প্রথমে Low paying Advertiser দের ব্লক করে দিন। এরা বিজ্ঞাপনের জন্য অনেক কম রেট ধরে। তাই আপনার প্রতি ক্লিকে অনেক কম টাকা আসবে। এদের ব্লক করে দিলে আপনার সাইটে high paying Advertiser দের বিজ্ঞাপন শো করবে। ফলে প্রতি ক্লিকে পাবেন বেশি টাকা।
হাই CPC এর কীওয়ার্ড সিলেক্ট করুন। এর জন্য আপনি গুগলের adword tootls টি ব্যবহার করতে পারেন। এক্তি ভালো CPC এর কীওয়ার্ডের কারনে আপনি একটি ক্লিকে ১৫০$ পর্যন্ত পেতে পারেন। তো বুঝতেই পারতেসেন কেন হাই CPC এর কীওয়ার্ড সিলেক্ট করতে হবে...
সাইট রাঙ্কের দিকেও নজর রাখবেন। সাইট রাঙ্ক যদি এক লাখের নিচে থাকে তাহলে উচ্ছ মুল্লের বিজ্ঞাপন আপনার সাইটে প্রদর্শিত হবে। ফলে ক্লিকের দামও বেরে যাবে।
অবশ্যই টিউনের শুরু ও শেষে এড বসাবেন। এতে করে ক্লিক পড়ার সম্ভাবনা বেরে যায়।
এসইও তে জোর দিন। সোসিয়াল ট্রাফিকের মূল্য নেই। গুগল হতে যে ভিসিতর আসবে তাদের ক্লিকের দাম অনেক বেশি। বেশি ভিসিটর হলে আলেক্সাতে ভালো রাঙ্ক হবে। ফলে দামি এডও পাবেন।
অ্যাডসেন্সের জন্য নিশ সাইট হলে ভালো হয়। তাছারা কানাডা, USA ের ট্রাফিকের অনেক মূল্য। এ জন্য কানাডা, USA টার্গেট করে সাইট বানান। অনেক কাজে দিবে।
এড কোড অপ্টিমাইস করুন। ইচ্ছা মত এড কোড দিয়ে সাইট ভরালে হবেনা। প্রত্যেক পেজে ৩টার বেশি এড রাখা যাবে না। একটা এড টিউনের শুরুতে অথবা শেষে। হেডারে একটা এড এবং বাম পাশে একটা এড রাখবেন। এডের কালার অবশ্যই আপনার সাইটের থিমের সাথে ম্যাচ করে নিবেন। আর যদি ভাবেন আমার তো আডসেন্সই নাই। আমি কি করে আয় করবো... তাদের জন্য চিন্তা নেই। আমি আছি তো।
তবে যাই হোক, এসইও টাই মুল কথা। NO SEO = NO VISITOR = NO CLICK
এসইও শিখার জন্য টীটীতেই অনেক ভালো ভালো টিউন পাবেন। সেখান থেকে একটু সময় দিলে বেশ ভালো করেই এসইও সিখতে পারবেন। তাছাড়া বিভিন্ন ব্লগ- ইউটিউবতো আছেই।
আমি স্বল্পমূল্যে অ্যাডসেন্স বিক্রেতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নতুন পোস্ট পেতে ভিসিট করুনঃ http://tech71blog.blogspot.com/ কম মুল্লে non-hosted অ্যাডসেন্স কিনতে যোগাযোগ করুন - https://www.facebook.com/The-Adsense-point-908104575949150/
thank you.