গুগোল এডসেন্স কি এবং কেনো ???

প্রিয় টিটি ফেমিলি মেম্বারস,

আসালামুয়ালাইকুম, আমি টিটিতে অনেক আগে থেকে আস যাওয়া করলেও টিউনার হিসেবে একেবারে নতুন তাই কিছু ভুল ভ্রান্তি আমার লিখাতে কিংবা কথাতে পেয়ে থাকলে ক্ষ্মার দৃষ্টিতে দেখবেন। যাই হোক আমি আমার ক্ষুদ্র মেধায় আপনাদের সাথে কিছু শেয়ার করতে চলেছি আর সেটি হল আপনার আমার সবার জানা অজানা বহুল আলোচিতো গুগোল মামার এড সার্ভিস গুগোল এডসেন্স সম্পর্কে। আমরা জানি, যারা অনলাইন দুনিয়াতে লিখা লেখি করে বা ওয়েব সাইট দিয়ে কিছু টাকা পয়সা আয় করতে চাই তারা আমরা সবাই মনে প্রাণে গুগোল এডসেন্স একাউন্ট পেতে চাই। কিন্তু চাওয়াটা আমাদের শুধু চাওয়াই রয়ে যায় অনেক সময়।

আমরা বাঙ্গালি তাই, নিজের দোষ অন্যের ঘারে চাপাতে আর অন্যের ক্রেডিট নিজের করে নিতে খুব পটু। তাই যখন একাউন্ট ব্যান খাইলেন তখনি বলা শুরু করে দিলেন যে, গুগল সব ভুয়া সার্ভিস দিয়ে রেখেছে। আবার কেউ বলেন গূগোল বাংলাদেশীদের দেখতে পারে না। ভাই, আপনার বিশ্বাসে কেউ যদি দাগ লাগায় তবে আপনি কি তার সাথে বসবাস করবেন? কিংবা তার সাথে কাজ করবেন? আপনি যদি বুদ্ধু না হন তবে এর উত্তর নিশ্চয় না আসবে আসা করি।

আপনি যদি ৩০ থেকে ৫০টা ৫০০ ওযার্ডের ইউনিক আর্টিকেল লিখেন এবং আপনার ওয়েবসাইট টোপ লেভেল ডোমেইনে হয় তোবে আপনি সহজে গুগোল এডসেন্স একাউন্ট হয়তো পেয়ে যেতে পারেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ঐ যে আর্টিকেল গুলো আপনি লিখলেন সেই লিখা গুলো কতোটা ইনফরমেটিভ? বা ঐ আর্টিকেল গুলো কতোটা দামি? কেনোই বা আপনি ঐ আর্টিকেল গুলোর মাধ্যমে টাকা আশা করছেন? ক খ গ ঘ ইত্যাদি লিখে আপনি হয়তো ৫০০ নয় ৭০০ নয় হাজার হাজার ওযার্ডের ইউনিক লিখা লিখতেই পারেন তবে সেটি যেমন কখনই অর্থপুর্ণ সুন্দর কবিতা, গল্প কিংবা ছড়া হবে না তেমনি ঐ সব আজে বাঝে লিখা লিখে গুগোল এডসেন্স একাউন্ট নিয়ে নিশ্চয় তা টিকিয়ে রাখা যাবেনা।

কেউ আবার হাসা হাসি শুরু করে দিয়েছেন উক্ত কথাগুলো পড়ে যে, SEO ই তো সব সমস্যার সমাধান করে দিতে পারে। ভাই, এই টিটি কি এখন আর SEO করে? নিশ্চয় না। আপনি আমি জানি যে, এখানে অনেক ইনফরমেটিভ আর্টিকেল পাওয়া যায় তাই বার বার ফিরে আসি, তাই নয় কি? হ্যা, SEO তো কিছু সমস্যার সমধান করবেই কিন্তু ভুয়া মার্কেটিং করে ওয়েবসাইটে Visitor হয়তো আনা যায় কিন্তু ধরে রাখা যায় না। আবার যে আপনার ওয়েব সাইটে ভুলেও একবার পা দেয় সে কি পরে কঠিন ভুলে ও আপনার ওয়েবসাইটে ফিরে আসবে? আপনি নিজে কি এমন সাইটে ফিরে আসবেন??? নিশ্চই না। গুগোল এডসেন্স নিয়ে কাজ করতে চাইলে নিজের ২ ৩ ৪ ৫ নাম্বারি ইত্যাদি ছেড়ে জেনুয়ীন ভাবে কাজ করার মন মানুষিকতা তৈরি করতে হবে। আর আপনি যদি টিপস Expert হয়ে থাকেন তবে নিজেই খুলে ফেলুন নিজের এড নেটওয়ার্ক ঐ সব গুগোল এডসেন্স দিয়ে কি হইবে??

বিস্তারিত জানতে আসতে পারে আমার ব্লগেঃ Tapos Media

Level 0

আমি তাপশ মেডিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Apni apu na vaiya, writing style dekhe mone hoy vaiya, ezoic.com theke adsense kore nin

Adsense pabar condition …..
A. Documentary type Unique article (1000
word minimum)
b. 20 articles
c. On page optimization
d. Contact us page
e. Sitemap
f. Some visitors
g. Error free writings
h. Etc