আর দৌড়াতে হবেনা AdSense এর পেছনে, একবার ব্যবহার করেই দেখুন

যাদের ওয়েবসাইট আছে শুধুমাত্র তাদের জন্য লেখাটি। আমরা অনেকেই অনেক Ad Network ব্যবহার করি সাইট থেকে টাকা ইনকাম করার জন্য। কেউ বা দেশী কেই বা বিদেশী অ্যাড ব্যবহার করে থাকি। আবার যাদের Google AdSense এর ভেরিফাইড একাইন্ট আছে কেবল তারাই AdSense ব্যবহার করি। কিন্তু Google AdSense পাওয়া যেন তামার হরিণ দুঃখিত সোনার হরিণ। আবার যারা বাংলাদেশী AdSense ব্যবহার করি যেমন Green-Red, Nufa-Ad (আমি ওটাকে কুফা অ্যাড বলি) ইত্যাতি ব্যবহার করি তারা ভাল করেই জানি কিরমন ইনকাম করা যায় ওগুলো দিয়ে ভিজিটর কম হলে দিন মাত্র ১০-২০ টাকা (বাংলা টেহা ৳৳৳৳৳, ডলার নয়) আবার কিছু কিছু আবাল সাইট তো টাকা নিয়ে উধাও, যেমন আমাদের অ্যাড (বিঃদ্রঃ এটা আমাদের বাপ দাদার অ্যাড নয়, নামই হলো আমাদের অ্যাড)। কাজেই এরকম ভন্ড সাইট এর পাল্লায় পরা মানে দড়ি ছিরে *রা খাওয়া কিংবা গাং পারি দিয়ে * (পুরোটা বলতে পারলাম না ভাই, বুঝে নিয়েন)

Google AdSense যারা ব্যবহার করি তারা ভালো করেই জানি ইনকাম বেশ ভালো তবে ঝামেলাও কম নয়। রয়েছে অনেক ধরা বাধা নিয়ম। যেমন

নিজের সাইট এর অ্যাড এ ভূলেও ক্লিক করা যাবেনা, তাহলে আইডি ভ্যান হতে দেরি হবেনা।

কপিরাইট কোন সাইট গ্রহনযোগ্য নয় (যেমন গাসান ডাউনলোড সাইট) কি গাসান বলছি বলে হাসি পাচ্ছে নাকি?

বাংলা সাইট চলবেনা।

অন্য কোন অ্যাড নেটওয়ার্ক এর সাথে একত্রে ব্যবহার করা যাবেনা ইত্যাদি ইত্যাদি

কাজেই যদি Google AdSense এর বিকল্প কিছু পাই যেটা Google AdSense এর মতই ইনকাম দেবে এবং Google AdSense এর ধরা বাধা নিয়ম থাকবেনা তাহলে খারাপ কি?

 

যারা এটা ব্যবহার করেন তারা উপরের চিত্র দেখেই চিনে ফেলেছেন যে আমি কিসের কথা বলছি। হ্যা আমি “রেভিনিউ হিটস” এর কথা বলছি। আমি আমার সাইটগুলোতে বর্তমানে এই বিজ্ঞাপন ব্যবহার করছি এবং প্রতিদিন মাত্র ৩-৬ হাজার ভিজিটর দিয়ে আমার আয় হচ্ছে ৩-৫ ডালার (অবশ্যই ইউ.এস ডলার $$$$, বাংলা টেহা নয়)। আর এটি ব্যবহার করার জন্য কোন ধরাবাধা নিয়ন নেই। আরোও সুভিধার বিষয় হলো কোন প্রকার বাজে বিজ্ঞাপন (যেমন পর্ন ফটো, সেক্সি এনিমেশন) দেখাবে না। কাজেই আপনি আপনার সাইট নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন।

আরোও একটি মজার বিষয় হলো আপনি এটি ব্যবহার করে দালালি বোনাস পেতে পারেন। মানে রেফারাল বোনাস। (আমি ওটাকে দালালিই বলে থাকি)

মানে আপনার রেফারেন্স দিয়ে দিয়ে যদি কেউ রেজিঃ করে তাহলে আপনি ও সে দুজনেই $10 ডলার পাবেন। মানে দালাল পাবে ১০ আর দালালের পেছেঞ্জার পাবে ১০ ডলার। তাই দয়া করে যদি কেই আমার দালালি ব্যবহার করে রেজিঃ করেন তাহলে দুজনেই $10 দালালি বকসিশ পেয়ে যাবো।

আমার দালালি লিংক

এবার দেখুন কিভাবে রেজিঃ করবেন।

Registration করার জন্য প্রথমে এখানে ক্লিক করুন অথবা QR Code স্ক্যানার দ্বারা এই কোডটি স্ক্যান করুন। তার পর নিচের মত একটি পেইজ আসবে

এর পর এখান থেকে SIGN UP অথকা Join Now তে ক্লিক করুন। এরপর আপনার নাম, সাইট এর নাম, ট্রাফিক টাইপ, সাইট URL এবং সাইট এর ধরন সিলেক্ট করুন। এবার স্টেপ-২ এ আপনার ইউজার নেই, ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে সাবমিট করুন। ব্যাস কাজ শেষ। এরপর এইকাউন্ট এ লগইন করে Placement থেকে Ad এর ধরন ও মাপ সিলেক্ট করে কোডটি আপনার সাইট এর নির্দিষ্ট যায়গায় বসিয়ে দিলেই হয়ে যাবে।

আর পেমেন্ট পাওয়ার জন্য রয়েছে তিনটি সহজ উপায়, Payoneer, PayPal এবং ব্যাংক চেক, সর্বনিম্ন $20 ডলার হলেই পেপাল বা পেওনিয়ার এ পেমেন্ট নিতে পারবেন এবং $500 হলে ব্যাংক চেক নিতে পারবেন।

এটি এড ইম্প্রেশন বা কিকে অর্থপ্রদান করেন না বরং এটি সিপিএ ভিত্তিতে টাকা প্রদান করে। কোন সাইটের ভিজিটর যদি প্রতিদিন 1000 হয় আর সাইটের ইম্প্রেশন যদি 3000 হয় এবং CPM রেইট যদি $1 ডলার হয় তাহলে সেই সাইটের ইনকাম হবে (3000/3) X 1 = $3 ডলার।  আর হ্যা এটি প্রতি ১২ ঘন্টা থেকে ২৪ ঘন্টা পর পর আপডেট দেখায়।

আরো কিছু জানতে চাইলে টিউমেন্ট করতে পারেন। উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো।

 

Level 2

আমি মোহাম্মদ মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sundor post korsen. learning and fun 2 ta e silo.

Hmm.. Valo Likhcen.! Accha Amar Site Er Daily Page View 10k Er Moto! Ami Daily Koto Earn Korte Parbo? And Era Ki Dhoroner Ad Diye Thaken? Banner Na Popups?

    @তাহমিদ বোরহান সাহেব, 10k ভিজিটর দিয়ে সম্ভবত প্রতিদিন $ 5-7 ডলার ইনকাম হতে পারে, আর এরা ব্যানার এবং পপ-আপ দুই ধরনের এড ই দিয়ে থাকে

আচ্ছা আমি কি ptc site থেকে visitor আনতে পারব । একটা নতুন সাইট খুলতে চাচ্ছি ।

    এটা ঠিক বলতে পারছি না যে ptc সাইট থেকে কিভাবে ভিজিটর আনবেন, তবে হ্যা ওটা নির্ভর করবে আপনার চেষ্টার উপর। আর হ্যা, আপনি নতুন সাইট খুলতে পারেন।

আমি traffic exchang এর কথা বলছি

হ্যা Traffic Exchange ব্যবহার করে দেখতে পারেন কাজে আসবে অবশ্যই

ধন্যবাদ

@ মাজহারুল ইসলাম মাসুম ভাই আমার এক সাইটে প্রতিদিন ১৫০০-২০০০ ভিজিট হয় এই সাইটে কিরকম ইনকাম হবে রেভিনিউ হিটস দিয়ে।

প্রতিদিন ১৫০০-২০০০ ভিজিট হলে $ 0.10- $ 1 ডলার পাওয়া যেতে পারে। এক সপ্তাহ ব্যবহার করে দেখুন কেমন হয়।

কিন্তুু ভাইসাব এটা তো পোপ আপ window চালু করেে এতে ভিজিটর হারাবে আর কি

জি এতে পপ-আপ চালু হয়, কিন্তু সেটা প্রতি ভিজিটর এর জন্য 1 বার মাত্র

ভাই খুব একটা ভালো না —> দেখুন http://screenshot.net/o52rnbn

কিন্তু আপনার চেয়ে আমার কম ভিজিটর/ইমপ্রেশন থাকা সত্বেও বেশি $$$ পাচ্ছি

ভাই রেজিস্ট্রেশন করেছি আপনার দালালি লিঙ্ক দিয়ে কিন্তু ৳১০ তো আসে নি ।

ভাইরে এটা গরু বেচার দালালি নয়গো, বকসিশটা ফ্রিতে তো আর দিবেনা! আপনি Adversities এর মাধ্যমে ১০ ইনকাম করলে তার জন্য রেফারাল মানে দালালি করার জন্য আমাকেও ১০ দিবে সাথে আপনাকেও। আশাকরি বুঝতে পেরেছেন।

বাংরা সাইট সাপোর্ট করে???

জি ভাই বাংলা সাইট সাপোর্ট করে

ভাই, আমি আমার সাইটে গত এক মাস যাবত ব্যবহার করছি। আমার সাইটে প্রতিদিন ভিজিটর ১ হাজারের বেশি, ইম্প্রেশন ৩ হাজারের বেশি। কিন্তু আয় এর পরিমান ০.০০ ডলার । কারণ কি?
আমার সাইট http://pabnabarta24.com/

এটি কিন্তু ১২-২৪ ঘন্টা পর টাকার পরিমান আপডেট করে। কাজেই আপনি যদি নতুন একাউন্ট করে থাকেন তাহলে অন্তত ২ দিন অপেক্ষা করুন। ধন্যবাদ

আমি আপনার সাইট এ অনেকগুলো Ad দেখতে পেলাম Green-Red এর বিজ্ঞাপন ও রয়েছে আর Reveneuhits এর একটি রেফারাল ব্যানার দেখতে পেলাম কিন্তু সাইট এ Reveneuhits এর কোন বিজ্ঞাপন এর ব্যানার আছে কিনা বুঝতে পারলাম নাহ! আর Reveneuhits ব্যবহার করলে তো সাইট এ একবার পপ-আপ দেওয়ার কথা সেটাও পেলাম নাহ। কাজেই সাইট এ একটু ভালো করে বিজ্ঞাপন এর কোডগুলো সেট করুন।

GP OLD SIM VIP আপনি কি সব সীমের প্রথম সিরিজের নাম্বার ব্যবহার করতে চান । তবে আমাদের সাথে যোগাযোগ করুন 01792429252 । আমরা আপনার সীমের সকল কাগজ পাতি করে দিব । এখন থেকে কেউ আপনার Friend ভাব মারতে পারবেনা । যে সে প্রথম সিরিজের সীম ব্যবহার করে । VIP Number: 01711XXXXXX 017111XXXXX 01811XXXXXX 01911XXXXXX 01611XXXXXX 01511XXXXXX [Number price 1,500TK-2,000TK] Normal Number: 01712888888 01721111111 01812222222 01912345648 01612346784 01518866666 [Number price 500TK-800TK] Your National ID card ) 2 copy Passport size photo, 3) 50 taka charge. কেউ নিতে চাইলে কল দিন: 01792429252 সত্যতায় ব্যবস্যার মূল উত্‍স । বিঃদ্র: আমাদের কাছে পল্লী সীম ও পাবেন সব ডিজিটের ১ থেকে ৯ পর্যন্ত ।
>>> কোন কম্পানী বা Fexiload দোকানদার জরুরী ভাবে যোগাযোগ করুন ।

আরে মিয়া, আপনার নিজেরই তো একটা ভালো সিরিজের নাম্বার নেই! আপনি আবার এসছেন সিমের দালালি করতে? ভালো হয়ে যান ভাই, ভালো হতে ৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳ লাগেনা।

sundor tune……. priyo kore raklam kaje dibe……. abar er post tai korben….. tobe onek gulo screen short shoho

খুব ভালো লাগলো

ভাই এরা কি ক্লিক করলে টাকা দেয়? না আবার ক্লিক করে যে পেজ আসবে সেখানে একাউন্ড বা অন্য কিছু করলে টাকা দিবে। প্লিজ ভাই আমাকে ক্লিয়ার করে বলবেন ।