এডসেন্স এর সেরা বিকল্প (ফ্রি হটস টিউনস)

আসসালামু আলাইকুম,
সবাই কেমন? আশা করি অনেক ভালো আছেন ও খুশির ঈদও আসছে।
আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুশির খবর। শিরোনাম দেখে অনেকে কিছুটা বুঝে ফেলছে।

আসুন আমরা Adsense ও Revenuehits এর মধ্যে মিল করি:
১। এডসেন্স এর মতো রিভিনিউহিটস Clicks, eCPM, Revenue ইনকাম।
২। এডসেন্স এর মতো বিভিন্ন এডস সাইজ।
৩। এডসেন্স এর মতো Comfortable একাউন্ট।

আসুন আমরা Adsense ও Revenuehits এর পার্থক্য করি:
১। এডসেন্স একাউন্ট এপ্লাই করার জন্য অনেক দিন পর্যন্ত করতে হয়, কিন্তু রিভিনিউহিটস মাত্র 30 সেকেন্ড মধ্যে হয়ে যায়।
২। এডসেন্স যে কোন সময় ব্যান করার সম্ভাবনা আছে, কিন্তু রিভিনিউহিটস নাই।
৩। এডসেন্স অনভিলিড ভিজিটর জন্য পে করে না, কিন্তু রিভিনিউহিটস পে করে।
৪। এডসেন্স শুধু মাত্র ব্যাংক ও চেক পে করে, কিন্তু রিভিনিউহিটস ব্যাংক, চেক, পেপাল পে করে।
৫। এডসেন্সই সেরা, কিন্তু আমি মনে করে রিভিনিউহিটস সেরা।
৬। এডসেন্স পিন ভেরিফিকেশন এর ঝামেলা করতে হয়, কিন্ত রিভিনিউহিটস ভেরিফিকশনে কোন ঝামেলা নাই।
৭। এডসেন্স সাথে অ্ন্য কোম্পানীর এড ব্যবহারের ঝামেলা, কিন্তু রিভিনিউহিটস এর কোন ঝামেলা নাই।

অনেকে হয়তো বলবেন আমি রিভিনিউহিটস দালালি করতাছি, কিন্তু যারা এডসেন্স নিয়ে ঝামেলা আছেন, তারাই বুঝেন এডসেন্স কি??

তাহলে জয়েন করুন এখানে এই লিংকে

যাই হোক, কেউ বাজে টিউমেন্ট করবেন না আশা করি। আবার অনেকে বলবেন এটা নিয়ে অনেক টিউন হয়েছে। যারা জানেন না শুধু তাদের জন্য।

কারো কিছু জানার থাকলে টিউমেন্ট করুন। ভালো থাকুন, অন্য জনকে ভালো রাখার চেষ্টা করুন।

Level 0

আমি তারেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এখানে কি কপি কন্টেন্ট সাইট সাপোর্ট করবে ?

    জি সাপোর্ট করে শুধু মাত্র সেক্সুয়াল কন্টেন্ট ছাড়া। সব কন্টেন্ট সাপোর্ট করে।

ভাই বিশ্বাস করি কিভাবে দালালি করছেন না | রেফার লিংক ই প্রমাণ করতেছে আপনি দালালি করছেন |

    কাউকে জানানো হচ্ছে দালালি!!! টেকটিউনস এ ভাল কিছু দিলে কি সেলিব্রেটি হতে পারবেন?? আপনি ইনকাম করুন সেটা যেমন সবাই চাই, তেমনি আপনার মানসিকতা পরিবর্তন করে সবাই যেন ইনকাম করে সেটা কামনা করেন।

    ১০০% ভাগ হবে যে কোন সাইটে শুধু মাত্র সেক্সুয়াল সাইট ছাড়া।

ব্যাবহার করেছি এটা, তবে টেকটিউনসে রেফারেল লিংক এভাবে দেওয়া বেয়াইনি

    আমরা আসলে টেকটিউনস চলে, সেটা আপনিও যেমন জানেন, তেমনি আমি জানিও। কেউ জ্ঞান আহোরণ করার জন্য আসে, আর কেউ ইনকামের পথ খুলতে আসে। আপনি আইন নিয়ে আসছেন। ভালো কথা!!!

আপনার লাভ কি সেটা কেনো জানালেন না , আর Ad sennce এর কোনো বিকল্প আছে বলে কি আপনি নিজে মনে করেন ?

    এডসেন্স বিকল্প যদি না থাকে তাহলে হাজার হাজার এড কোম্পানী আঙ্গুল চোষার জন্য খুলে নাই। (দু:খিত এই কথা বলার জন্য)

      আপনি তো দেখছি কলা এবং আঙ্গুল কে এক রকম দেখেন, অতএব আপনার মত অনুসারে ঠিক বলেছেন, ( দুঃখিত )

আমরা টেকটিউনস কে যেমন দিতে জানি তেমন নিতেও জানি। টেকটিউনস শুরুর পথ থেকে প্রচার ও প্রসারে আছি ও থাকবো। যদি এডমিন মনে আমার একাউন্ট ব্যান করে দিবে তাহলে ব্যান হয়ে যাব। আশা করি কমেন্টকারীরা বুঝতে পারছেন।

Level New

payout system?????

    পেপাল, ব্যাংক ওয়্যার ইত্যাদি

তারেক vai amake fb akta add den kichu kotha ase apner sate https://www.facebook.com/ansarkoluma1

Vi bangla site ki approve kore?

জি ভাই, সব সাইট এপ্রুভ করবো। শুধু মাত্র সেক্সুয়াল সাইট ছাড়া।

আমার এই সাইটে কি এপ্রুভ হবে: http://softwarekee.com/