গুগল এডসেন্স এ কম আয়ের কারন ::
আপনি একজন এডসেন্স পাবলিশার, আপনি বেশি বেশি ক্লিকের মাধ্যমে আপনার আয় বৃদ্ধি করতে চান। কখনও কখনও আপনি ভাল CTR পাচ্ছেন, এর পরো আপনি আপনার প্রত্যাশিত আয় পাচ্ছেন না। উদাহরণস্বরূপ, আপনি ৬০ ক্লিক পেয়েছেন এবং আপনার আনুমানিক আয় ১.৫০ ডলার ! এটা সত্যিই একটি অপ্রত্যাশিত, ভেবে দেখুন
আসলে, আপনি এই নিম্ন আয় জন্য দায়ী নন, বাস্তবিক নিম্ন সিপিসি (ক্লিক প্রতি খরচ) এই জন্য দায়ী। এডসেন্স আপনার টিউন এর কিওয়ার্ড এর সাথে মিল রেখে বিজ্ঞাপন দিবে তাই বাস্তবিক নিম্ন মানের কিওয়ার্ড হলে এডসেন্স ও নিম্নমানের সিপিসি এড দেখাবে। তাহলে, আয় কীভাবে বেশি হবে বলুন, সম্ভব নয় তাই না।
এডসেন্স আপনাকে গড় হিসাবে কোন সিপিসি রেট দিবে না ক্লিক এর জন্য, কিওয়ার্ড ভেদে সিপিসি রেট বারবে - কমবে। কখনও কখনও আপনি ৫০ ক্লিকের জন্য আপনি $ 3 আয় করবেন আবার কখনও কখনও একটি ক্লিকের জন্য $ 3 আয় করবেন করবেন। এখানে লক্ষ করতে হবে, এটা নির্ভর করবে কি ধরনের বিজ্ঞাপনে ভিসিটর ক্লিক করছে তার উপর। যদি বিজ্ঞাপন হাই পেয়িং কিওয়ার্ড এর হয় তবে আয় বেশি হবে আর যদি লো পেয়িং কিওয়ার্ড এর হয় তবে আয় খুব কম হবে।সোজা কথা হল, আপনার কনটেন্ট এ হাই পেয়িং কিওয়ার্ড ইউজ করলে আপনি সিপিসি রেট বেশি পাবেন, আপনার আয় বাড়বে।
আপনি হাই পেয়িং কিওয়ার্ড খুজে পেতে, গুগল এডওয়ার্ড এর কিওয়ারড রিসার্চ টুল ব্যবহার করতে পারেন। এখানে বিজ্ঞাপন দাতাদের বিডিং প্রাইস দেখতে পাবেন বিভিন্ন কিওয়ার্ড এর জন্য। আপনি এখান থেকে আপনার টারগেটেড কিওয়ার্ড খুজে পাবেন। আর যদি রেডিমেট হাই পেয়িং কিওয়ার্ড লিস্ট জানতে চান তো গুগল করতে পারেন। আপনার ইচ্ছা ।
কিছু হাই পেয়িং কিওয়ার্ড এর টিউনমর্টেম ::
আমি এখন কিছু হাই পেয়িং কিওয়ার্ড সম্পরকে বিস্তারিত বলতে যাচ্ছি। এই কিওয়ার্ড গুলোর সিপিসি রেট যেমন বেশি তেমনি, এই সব কিওয়ার্ড দিয়ে ব্লগ বা ওয়েবসাইট দাড় করিয়ে টাকা আয় করাও অনেক কঠিন কাজ। এইসব কিওয়ার্ড রিলেটেড বিষয় সম্পরকে প্রচুর জানতে হবে, তারপর ইউনিক ভাবে লিখতে হবে রিলেটেড কিওয়ার্ড নিয়ে কনটেন্ট। তাই আগেই বলি, সিপিসি দেইখা ফাল দিয়ে উঠবেন না, আগে শিখুন তারপর লাইগা পড়ুন, ফলাফল ভাল আসবে। কপি মাইরা এসব কিওয়ার্ড দিয়ে খুব বেশি ফাল দিতে পারবেন না, পেনাল্টি খাইয়া ডুইবা মরিবেন। তাহলে চলুন জেনে নেই কিছু হাই পেয়িং এডসেন্স কিওয়ার্ড সম্পরকে। আমি সিপিসি রেট, সর্বাধিক সার্চ ভলিউম অনুযায়ী সাজিয়েছি, আপনি নিজে এনা্লাইসিস করে দেখবেন
১। বীমা (Insurance) : অটো বীমা, কার বিমা ইত্যাদি বীমা বিষয়ক খোজ এর জন্য। টপ সিপিসি ৫০+ ডলার।সর্বাধিক সার্চ আমেরিকা ও কানাডা থেকে। (example keywords in this category include "buy car insurance online" and "auto insurance price quotes")
২। ঋণ (Loans) : স্নাতক ছাত্র ঋণ, বাড়ি করার ঋণ ইত্যাদি জন্য এই কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়। টপ সিপিসি ৪০+ ডলার। সর্বাধিক সার্চ আমেরিকা ও কানাডা থেকে। (example keywords include "consolidate graduate student loans" and "cheapest homeowner loans")
৩। বন্ধক (Mortgage) : ব্যাড ক্রেডিট, পুনঃঅর্থায়ন এর জন্য এই কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়। টপ সিপিসি ৩০+ ডলার। সর্বাধিক সার্চ আমেরিকা ও কানাডা থেকে। (example keywords include “refinanced second mortgages” and “remortgage with bad credit”)
৪। উকিল (Lawyer) : ব্যক্তিগত আঘাত আইনজীবি, অপরাধী প্রতিরক্ষা আইনজীবী এর জন্য এই কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়। টপ সিপিসি ৪০+ ডলার। ("personal injury lawyer," "criminal defense lawyer)
৫। ট্রেডিং (Trading) : অনলাইন ফরেক্স ট্রেডিং, অনলাইন স্টক ব্যবসা এই কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়। টপ সিপিসি ৩০+ ডলার। ("cheap online trading," "stock trades online")
আপাতত এই ৫ টি হাই পেয়িং কিওয়ার্ড সম্পরকে লিখলাম, পরবর্তীতে আরো কিওয়ার্ড সম্পরকে লিখব আর অনলাইন থেকে ধারনা নিতে চেস্টা করবেন।
টিউনটি ভাল লাগলে আমার ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও গুলো দেখবেন
ধন্যবাদ
আমি আবির মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টেকটিউনস পাঠক, আমি এম আবির মিলন , পড়ছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে । ভালোবাসি গান শুনতে আর ঘুরে বেড়াতে । আমার টেকটিউনস এ যুক্ত হওয়ার উদ্দেশ্য হল , এই টেকটিউনস এর জ্ঞানের সমুদ্র থেকে নিজে শেখা এবং আমার জ্ঞান নামক ছোট্ট হাড়ি থেকে কিছু বন্টন করা ।ধন্যবাদ
effective information really useful