Adsense Earning এর উপর সাইটের ভিজিটরদের Location এর সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ব্যাপক ভাবে প্রভাব ফেলে থাকে।
২০১০ সাল এর তথ্য ও ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত নিজের অভিজ্ঞতা থেকে দেখছি বাংলাদেশি ভিজিটর হতে প্রাপ্ত গড় এডসেন্স CPC (cost per click) এখন ৩০ সেন্ট থেকে কমে ৪ সেন্টে এবং গড় RPM (Page revenue per thousand impressions) ১৫-২৫ ডলার ছিল যা কমে ১ ডলারে নেমে এসেছে। ভারতের CPC বাংলাদেশের চেয়ে কম ছিল এখন বেশি। US সহ উন্নত দেশগুলির CPC প্রায় আগের মতই আছে।
২০১০ থেকে প্রতি দুই বছরে CPC ’র পরিবর্তন অনেকটা এমন-
২০১০-১১ সাল:
Max Adsense CPC (Bangladesh): $0.70
Average Adsense CPC (Bangladesh): $0.30
Max Adsense CPC (India): $0.50
Average Adsense CPC (India): $0.25
Max Adsense CPC (US, Canada, UK, Singapore): $8.00
Average Adsense CPC (US, Canada, UK, Singapore): $1.00
২০১২-১৩ সাল:
Max Adsense CPC (Bangladesh): $0.50
Average Adsense CPC (Bangladesh): $0.15
Max Adsense CPC (India): $0.50
Average Adsense CPC (India): $0.10
Max Adsense CPC (US, Canada, UK, Singapore): $7.80
Average Adsense CPC (US, Canada, UK, Singapore): $0.70
২০১৪-১৫ সাল:
Max Adsense CPC (Bangladesh): $0.20
Average Adsense CPC (Bangladesh): $0.04
Max Adsense CPC (India): $0.40
Average Adsense CPC (India): $0.05
Max Adsense CPC (US, Canada, UK, Singapore): $7.00
Average Adsense CPC (US, Canada, UK, Singapore): $0.70
কোন ওয়েব সাইটের এডসেন্স CPC নির্ধারিত হয় মূলত ওই সাইটের (ধারবাহিক ভাবে) Visitor's location, Keyword, Page view, Content value, Language, Page rank এবং Bounce rate এর উপর। তবে Advertiser কর্তৃক নির্ধারিত rate উল্লেখিত বিষয় গুলির উপর প্রভার ফেলে।
Adsense earning এর উপর Visitor's location সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তাই এখনে আমি শুধু Visitor's location নিয়ে একটু বিশ্লেষন করছি।
US, UK, Canada, Singapore সহ উন্নত দেশগুলির visitor দের value অনেক বেশি। কারন তারা প্রাসঙ্গিক কারনে ইন্টারনেট ব্যবহার করে এবং প্রয়োজনে এডগুলিতে ক্লিক করে আর স্পামিং করে না। তাই Advertiserগন কোন না কোন ভাবে এইসকল দেশের Visitor দ্বারা benefited হয়। আর এই জন্যেই Advertiserরা এ্যাড দেয়ার সময় Location টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে।
অর্থনৈতিক অবস্থা ভাল নয় এমন অঞ্চলের ইন্টারনেট ভিজিটরগন হয় অনেক poor কোয়ালিটির হয়। এখনে Content quality ও Language এর প্রভাবও নেগেটিভ থাকে। আর এমন Poor কোয়ালিটির ভিজিটরদের মাধ্যমে Advertiserদের লক্ষ্য পুরন হয় না বা প্রত্যাশিত ভাবে benefited হয় না। তাই Advertiserগন বেশি CPC অফার করে এমন অঞ্চলকে টার্গেট করে এ্যাড দেয় যেখানে Rich Visitor আছে। এক্ষেত্রে এশিয়ায় সিংগাপুরের ভিজিটরদের Value বা Adsense CPC সবচেয়ে বেশি। সবার নিচের স্থানে আছে চীন তারপর পাকিস্তান ও ভারত।
এখন আমাদের দেশে ইন্টারনেট বিস্ফোরনের ফলে অযাচিত ভিজিটর আর স্পামিং এর কারনে বাংলাদেশ নামটি এই তালিকায় যুক্ত হয়েছে। Visitor Value বেশির ভাগ ক্ষেত্রে কোন দেশের অর্থনৈতিক অবস্থা দ্বারা নির্ধারন করা হয়। এ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অন্য দেশগুলির সাপেক্ষে অনেকটা নিম্নগামী এটা বুঝা যাচ্ছে।
ভারতের CPC কম হওয়ার কারন ১৫০কোটি লোকের দেশের সরকার ও শহরগুলি অনেক ধনী কিন্তু জনগনের একটি বড় অংশই বাংলাদেশের লোকদের চাইতে দরিদ্র আর তাদের প্রভাবেই এমনটা হচ্ছে। আর চীনের CPC ভাষার কারনেও ব্যাপক ভাবে প্রভাবিত হয়।
রিপোর্টটি লেখা হয়েছে আমার নিজের ও ঘনিষ্ট বন্ধুদের গত ৪-৫ বছরের Adsense earning report, ইংলিশ ভাষায় তৈরী তাদের ওয়েবসাইট ও keyword, target visitor's location, page view বিশ্লেষন করে।
লেখাটি প্রথম প্রকাশিত হয়েছে: এখানে। আর ফেসবুকে আমাকে পাবেন এখানে
আমি এম, এইচ, মিনহাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student
বিষয়টা দুঃখজনক