ব্লগ থেকে গুগল অ্যাডসেন্স পাচ্ছেন না তাতে কি?? ইউটিউব থেকে খুব সহজেই গুগল অ্যাডসেন্স এ আবেদন করুন।(১০০% কার্যকারী)

আসসসালামু আলাইকুম!! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।

"গুগল অ্যাডসেন্স এ ইউটিউব আরনিং শো করছে না?? এখুনি সমাধান দেখে নিন" এই শিরোনামে গত টিউনটি করেছিলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই ইউটিউব থেকে অ্যাডসেন্স এ আবেদন করবেন। বর্তমানে ব্লগ এ গুগল অ্যাডসেন্স আবেদন খুব কম গ্রহন করছে। এর প্রধান কারন হল মানসম্মত ব্লগ এর অভাব। যদি আপনি আপনার ব্লগ থেকে অ্যাডসেন্স এ আবেদন করেন তাহলে যা থাকতে হবে তা হলঃ-

ব্লগ এর ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে হবে, ২০-২৫ টা ইউনিক আর্টিকেল থাকতে হবে, মোটামুটি ভালো ভিজিটর থাকতে হবে এবং ব্লগটি ৬-৭ মাস পুরান হতে হবে।

এটা অনেকেই করতে চান না বা ৬-৭ মাস পর অ্যাডসেন্স পাবেন কিনা সেটা ও অনেকটা অনিশ্চিত। কিন্তু যারা অ্যাডসেন্স দিয়ে টাকা উপার্জন করতে চান তারা খুব সহজেই ইউটিউব দিয়ে আবেদন করে ৪-৫ ঘণ্টার মধ্যে অ্যাডসেন্স পেতে পারেন। যেভাবে আবেদন করবেনঃ-

১) প্রথমে আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্ট এ সাইন ইন করুন।

২) যে কোনো একটা ভিডিও আপলোড দেন। ( কপিরাইট চলবে না )

৩) চ্যানেল এর Advance মেনু থেকে কান্ট্রি সিলেক্ট এ USA দিয়ে সেভ করেন।

৪) এখন Monetization এ গিয়ে Enable করেন।

৫) Status and feature এ গিয়ে দেখবেন Monetization Enable শো করছে।

৬) এখন আবার Monetization থেকে How will i be paid এ ক্লিক করতে হবে।

৭) ক্লিক করার পর next দিয়ে ইয়েস দেবার পর অ্যাডসেন্স এর অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে।

৮) সবকিছু ঠিকঠাক মত ফিলআপ করে সাবমিট করুন।

৪-৫ ঘণ্টা পর মেইল চেক করে দেখুন। আশা করি সবাই বুজতে পেরেছেন।

বুজতে সমস্যা হলে ভিডিওটি দেখুন

ভিডিও টি ভালো লাগলে সবাই শেয়ার করবেন।

আমার ইউটিউব চ্যানেল

ফেসবুক এ আমি

সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেয!!!

 

 

Level 0

আমি সুমন রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বর্তমানে অনেকেই অনলাইন ইনকাম এর প্রধান উৎস হিসেবে ইউটিউব কে বেছে নিচ্ছে । ভালো মানের একটি চ্যানেল এবং যথেষ্ট পরিমান সাবস্ক্রিবার থাকলে এবং সেটি অ্যাডসেন্স করা থাকলে ভালো আয় করা সম্ভব ।

ধন্যবাদ। ইউটিউবের অ্যাডসেন্স কোড ব্লগস্পট সাইটে ব্যবহার করা যাবে কি! কারন, অনেকেই বলছেন ব্লগস্পট সাইটে ব্যবহার করা গুগল বন্ধ করে দিয়েছে। কথাটা কতটুকু সত্য কে জানে…………

channel এর নিচে monetization option আসে না। কিভাবে করব?

এভাবে youtube থেকে যদি adsense account approve হয় সেটা দিয়ে কি blogger-এ ব্যাবহার করা যাবে?

    @মোহাম্মাদ মুকিত ইবনে সিদ্দিক: যায় না ভাই … কোথাও ব্যবহার করা যায় না।
    হোস্টেড কে নন-হোস্টেড করার উপায় থাকলে কেউ জানান প্লিজ। শুধু লিখে দিলেই হবে না। কারণ লিখতে তো সবাই পারে।
    ২-৪ মিনিট সময় বেশি নিয়ে ভিডিও টিউন্স চাই।

অচেনা পথিক , ইউটিউবের অ্যাডসেন্স কোড ব্লগস্পট সাইটে এখন ব্যাবহার করা যায় না। গুগল এটা বন্ধ করে দিয়েছে।

মোহাম্মাদ মুকিত ইবনে সিদ্দিক, channel এর নিচে monetization option আসে না কারন আপনি Advance মেনু তে USA সিলেক্ট করেন নাই মনে হয়। ভালো করে চেক করেন অথবা ভিডিও টি দেখুন।

এখন করতে পেরেছি।