বাংলাদেশে ইউটিউভ ভিডিও চ্যানেল এবং এডসেন্স ব্যান করার প্রতিযোগিতায় নেমেছে অনেকে। আসলে এটি করা কি উচিত?

টেকটিউসন্স এ এটি আমার প্রথম টিউন ভুল হলে ক্ষামার নজরে দেখবেন আসা করি। এখন কাজের কথায় আসি। গুগল ইউটিউভ ভিডিও চ্যানেল এর মাধ্যমে এডসেন্স দেওয়ার পর থেকে বাংলাদেশে ইউটিউভ ভিডিও চ্যানেল এর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। অনেকে অনেক ধরেনর ভিডিও আপলোড করে ইউটিউভ ভিডিও চ্যানেল এর মাধ্যেমে গুগল এডসেন্স এপ্রুভ করিয়ে থাকে।

 

 আমার স্লোগান:- অন্যের ক্ষতিকে না বলুন নিজেকে সুরক্ষায় রাখুন।

 

 

ঐ সকল ভিডিও এর মধ্যে ৭০ ভাগ ভিডিওই হচ্ছে বিভিন্ন টিভি চ্যানের এর ভিবিন্ন অনুষ্ঠান, বাংলা নাটক ইত্যাদি।

বিভিন্ন টিভি চ্যানেল এর ঐ সকল অনুষ্ঠান অনেকে অনেক ভাবে রেকডিং করার পর এডিট করে তার পরে ইউটিউভ এর চোঁখে দূলো দিয়ে তারা তাদের ভিডিওটি ইউটিউভ চ্যানেলে আপলোড করে তাতে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকেন। এর মাধ্যেমে তার কিছু ডলার ইনকাম করতে পারে।

কিন্তু বর্তমানে যে সমস্যা টি হচ্ছে সিটি হচ্ছে একজন আরেকজনের ভিডিও এর নামে কপিরাইট নিয়োম বঙ্গকরার অভিযোগ করছে ইউটিউভ এর কাছে। তাতে দেখা যাচ্ছে ইউটিউভ গুরত্ব সহকারে পূনরায় ভিডিও টি রিভিও করে এতে করে দেখা যাচ্ছে বেশিরভাগ ভিডিও ইউটিউভ থেকে ব্যান হয়ে যাচ্ছে।

একই ভাবে কপিরাইট নিয়োম বঙ্গ করার কারনে যদি ৩টি ভিডিও ব্যান হয় তা হলে তার পুরো ইউটিউভ চ্যানেল টিই ব্যান করে দেয় ইউটিউভ কতিৃপক্ষ। তার সাথে এডসেন্স একাউন্টটি ও বন্ধ করে দেয়।

গত ৩/৪ মাসে বাংলাদেশে প্রায় ২৫০টিরও বেশি ইউটিউভ ভিডিও চ্যানেল ব্যান হয়েছে তার সাথে এডসেন্স একাউন্ড ও ব্যান হয়েছে।

এই কপিরাইট নিয়োম বঙ্গ করা নিয়ে সর্বপ্রথমে ইউটিউভ এ রিপট দেওয় শুরু করে ”বাংলা নাটক” এর জনপ্রিয় দুটি ইউটিউভ চ্যানাল (আমি সেই চ্যানেল দুটির Url এখানে দিলাম না আসা করি আপনারাই খুজে নিতে পারবেন সেই চ্যানেল দুটিকে)। তাদের প্রথম দিকের রিপটে প্রায় ৩০টিরও বেশি ইউটিউভ ভিডিও চ্যানেল ব্যান হয় । অথচ এখন তারা নিজেদের ভিডিও গুলোও ঠিকমত প্রদর্শন করতে পারছে না ভয়ের কারনে। কখন তাদের ভিডিও এর নামে কে বা কার কপিরাইট নিয়োম বঙ্গকরার অবিযোগে কমপ্লিন করে বসে। তাই এখন তার বেশির ভাগ সময় তাদের ভিডিও Private করে রাখেন।

অথচ কপিরাইট নিয়োম বঙ্গের দায়ে কমপ্লিন করার কথা বিভিন্ন টিভি চ্যানেল এর মালিকবর্গের। কিন্তু তার তো কোন কমপ্লিন করছে না এইসব ব্যাপারে। কপিরাইট নিয়োম বঙ্গের দায়ে কমপ্লিন করার ‍অধিকার শুধুমাত্র বিভিন্ন টিভি চ্যানেল এর মালিক দেরই আছে।

অথচ টিভি চ্যানেল এর মালিকেরা আমাদের কোন ক্ষতি করছে না। আমরাই আমাদের ক্ষতি করতেছি।

আমার কথা হলো কপিরাইট নিয়োম জন্য আমাদের মত চোট খাট ইউটিউভ চ্যানেল গুলো একে অপরের বিরুদ্বে কমপ্লিন করবো কেন? এতে করে আমাদের নিজেদেই ক্ষতি হচ্ছে সাথে সাথে আমাদের দেশেরও ক্ষতি হচ্ছে।

অনেকে বলতে পারেন দেশের ক্ষতি হচ্ছে কিভাবে?

আমরা সবাই জানি পৃথীবির সকল দেশে প্রযুক্তি গত সকল সুবিধা জতো সহজে পাওয়া যায় বাংলাদেশে ততো সহজে পাওয়া যায় না। এখন হয়তো আমরা খুব সহজে ইউটিউভ এর মাধ্যেমে এডসেন্স এপ্রুভ করাতে পারি। কিন্তু এই রকম ভাবে যদি অনাবরত ইউটিউভ এডসেন্স একাউন্ড ব্যান হয় তা হলে কিছুদিন পরে দেখবেন বাংলাদেশ থেকে আর কোন ইউটিউভ এডসেন্স এপ্রুভ হবে না। এতে করে দেশের সন্মান ও নষ্ট হবে।

আসুন আজ থেকে আমরা একে আপরের ক্ষতি করার চেষ্ট না করে উপকার করার চেষ্টা করবো। তাতে করে আমাদের দেশের সন্মান অনেক বৃদ্বি পাবে।

 আমার স্লোগান:- অন্যের ক্ষতিকে না বলুন নিজেকে সুরক্ষায় রাখুন।

 আমার স্লোগান:- অন্যের ক্ষতিকে না বলুন নিজেকে সুরক্ষায় রাখুন।

 আমার ওয়েব সাইট হলো এটি এখনো কাজ চলছে।

 

Level 0

আমি মেরাজ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাথে এক মত প্রকাশ করলাম। “অন্যের ক্ষতিকে না বলুন নিজেকে সুরক্ষায় রাখুন।”

আরেক জনের জিনিস চুরি করে ব্যবসা করবেন আবার ধরিয়ে দিলেই দোষ ?

    @মোশারফ তানভির: আসলে ভাই যে ধরিয়ে দিচ্ছে সেও কিন্তু একই জিনিস করছে। আমার দেখামতো যারা এই ধরনের কমপ্লিন করেছে তারাও কপিরাইট নিয়োম লঙ্গন করে তার সাধু সাজার চেষ্টা করে। কিন্তু কোন লাভ নেই তার বিরুদ্বে ও পরবর্তিতে ঐ ব্যাক্তির লেগে পড়ে তাতে দুই জনেরই লস এবং দেশের সুনামও নষ্ট হয।

    আমি যেটি মনে করি…..
    কপিরাইট নিয়োম বঙ্গের দায়ে কমপ্লিন করার কথা বিভিন্ন টিভি চ্যানেল এর মালিকবর্গের। কিন্তু তার তো কোন কমপ্লিন করছে না এইসব ব্যাপারে। কপিরাইট নিয়োম বঙ্গের দায়ে কমপ্লিন করার ‍অধিকার শুধুমাত্র বিভিন্ন টিভি চ্যানেল এর মালিক দেরই আছে। অথচ টিভি চ্যানেল এর মালিকেরা আমাদের কোন ক্ষতি করছে না। আমরাই আমাদের ক্ষতি করতেছি।

      @মেরাজ হোসেন:
      ভাই আমিও আপনার কথার পক্ষে আছি । যারা টিউবে নতুন তারা বিশেষ করে এই কাজটা করে থাকে “কপি” । তবে আমার মনে বলে রিপোর্ট করার আগে অন্তত একবার চ্যানেল মালিক কে জানানো উচিত যেনো ভিডিও টা ডিলিট করে দেয়, আর আমার বিশ্বাস এতে ১০০% কাজ হবে । আমার নিজের ভিডিওই অনেকে কপি করে এবং আমি রিপোর্ট করার আগে তাদের সাথে কথা বলে নিই । কি দরকার নিজেদের মধ্যে ক্যাচাল করার । দেশে এক ডলার আসলে সকলেরই লাভ …

        @হাবীব (রাজশাহী): হ্যাঁ ভাই আপনি অনেক সুন্দর কথা বলেছেন রিপটের আগে ২/৩ বার যোগাযোগ করা প্রয়োজন।

        আসলে ভাই আমার এই টিউনটি করার উদ্দেশ্য হলো……..
        এই যে ১/২ বছর আগে আমরা এডসেন্স এডসেন্স বলে গলা পাঠিয়েছি কিন্তু তখন শতকরা দুই একজনে এডসেন্স একউন্ড এপ্রুভ হত। সেখানে গুগল মামা আমাদের জন্য একটি সুন্দর সুযোগ তৈরি করে দিয়েছে ইউটিউভ এর মাধ্যেমে সেই সুযোগটি কেন আমরা নিজেদের মধ্যে কাঁধা চিটা চিটি করে নষ্ট করবো।

        তাই আমার একটাই কথা বাংলাদেশের যেনো কোন প্রকার বদনাম না হয়। আমাদের যেনো কিছুদিন পরে এটি না সুনতে হয় বাংলাদেশ থেকে আর এডসেন্স একাউন্ড এপ্রুভ হচ্ছে না। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এখনেই।

      @মেরাজ হোসেন: আমার মনে হয় ব্যবসাটা অন্যভাবে করা যেতে পারে । এখনতো DSLR এর যুগ । আবার ঘরে ঘরে ভিডিও এডিটর, সো যেটা করা যেতে পারে সেটা হল, নিজেদের বন্ধু-বান্ধবদের নিয়ে শর্টফিল্ম কিংবা নাটকের কাজ করে ব্যবসা করা যেতে পারে । এভাবে আপনার ইউটিউব ব্যবসাটা জমল পাশাপাশি কোনদিন হয়ত টিভি নাটকের কাজও পেয়ে যাবেন এখান থেকে ।

      সর্বশেষ কথা হল, সাধ্যমত পাইরেসি থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে । কারণ এটা সম্ভব না হলে আমাদের ইন্ড্রাষ্ট্রি ধ্বংস নিশ্চিত ।

Level 0

বাঙালীর কাজ আর স্বভাবই তো এই । যতক্ষন অন্যের পাঁচ টাকা নষ্ট করার পিছনে সময় নষ্ট করে ততক্ষন চেষ্টা করলে নিজে ২০ টাকা আয় করতে পারে । ব্যাপারটা এরকম যে নিজে পড়াশুনা না করে ক্লাসের ফাস্ট বয়ের বই চুরি করে তর পড়াতে ব্যাঘাত এর ধান্ধার মত ।

    @horse: আসলে ভাই আপনি কি বুজাইতে চাইছিলেন বুজলাম না। কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

হম আমার মনে হয় আপনার আরও একটি টিউন করা উচিত যেখানে ইউটিউভ ভিডিও কপি না করতে উতসাহত করবেন, কারন কপি খুব এ বেড়ে গেছে ,

    @লিমন: আসলে ভাই কারো বানালো ভিডিও যদি কেউ কপি করে নিজের নাম ছালায় আমি তর বিরোধীতা অবশ্যই করি।
    আমার পরামর্শ হলো তাদেরকে ‍ দুই এক বার ওয়ানিং দেওয়ার পরে আপনি তার নামে রিপোট করুন। তবে আমার মনে হয দুই একবার ওয়ানিং দিলেই সে হয়তো আপনার ভিডিও ডিলেট করে পেলবে। আমি আমার নিজের ক্ষেত্রেই দেখেছি আমার ভিডিও অনেকেই কপি করে এডিট করে নিজের চ্যানেলে আপলোড করেছে আমি তাদেরকে মেসেজ করার হুমকি ধামকি দেওয়ার পরে তার আমার ভিডিও গুলো ডিলেট করেছে কয়েক জন আবার করে নাই এখন তাদের কে কি বলব বুজতে পারছি না। তবে আমি একটা জিনিস লক্ষকরেছি যারা এখনো আমর ভিডিও ডিলেট করে নাই তাদের চ্যানেলে এডসেন্স এর এড নেই তাই মনে হয় তার গুরুত্ব দিচ্ছে না। যাই হোক আমার ভিডিও যে ভাবে র্সচে প্রথমে রাখা যায় আমি সেই দিকেই মনযোগ রাখে আমি বিভিন্ন ওয়েতে আমার ভিডিও শেয়ার করে যাচ্ছি।

    @লিমন: হ্যাঁ ভাই কপি পেষ্ট না করা নিয়ে আমি আরোকটি টিউন করবো আসা করি। তার সাথে কপি পেষ্ট না করে নিজে নিজে কি ভাবে ভিডিও তৈরি করতি পারেন তার সমন্দে ও টিপস দিব ।

কি বলবো ভাই, আমিতো পুরাই অসহায়ের মত suspend খেয়েই যাচ্ছি। কয়দিন আগে, Sabbir নামে একজন রিপর্ট করলো আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি চ্যনেল suspend. একটু আগে Tez media নামে একজন রিপর্ট করলো। আরে ভাই কন্টেন্ট যদি সত্যি সত্যি তোর হয় তাইলে রিপর্ট কর সমস্যা নেই। মিথ্যে মিথ্যে অন্যের ক্ষতি কেন করবি। আমিতো কারো ক্ষতি করি নাই…।। YouTube থেকে যে কয়টা টাকা পায় তাই দিয়ে লেখা-পড়ার খরচ চালাই। এমন হতে থাকলে হুমকির মুখে পড়বো।

    @সজীব প্রাণ: আপনার চ্যানেল কি রিলেটেড ছিলো? যদি একটু বলতেন তা হলো এই জিনিস গুল নিয়ে রিসার্চ করতে অনেক সুবিধা হতো ।

vai thik bolechen … amr o banned hoyce… Ittadi o ban korece , othocho ata fagun audio vision er … :'( akhon kora jai bolen tow…. youtube ki kono report kora jai a bepare… jeita upload kori sei tai banned hoy.. akjon-e banned kore… tar nam “Tez Media ” email: [email protected]

Youtuber vai era , ay sei culprit je sobar channel a report kore
Morshed Alam email: [email protected]

Level 2

Empty Headed, Amar 2ta channel a Report korse Ai
Morshed Alam, [email protected] [email protected]