আসসালামুআলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন।
আজ আমি আপনাদের Google Adsense নিয়ে কিছু কথা বলব। অনেকেই বলে বাংলাদেশে Adsense পাওয়া কষ্টকর। বাংলাদেশে Adsense দিতে চায় না।
আমাকে একটা Ans দিবেন? Adsense Account পেলে কি শুধু আপনার একার লাভ? না কি গুগলের ও লাভ আছে? গুগল আপনাক Adsense A/C দিবে কিন্তু আপনাকে তার যোগ্য হতে হবে।
Adsense পেতে নিচের বিষয়গুলো খেয়াল করুন অবশ্যই পাবেন:
1. Use domain name (exm. http://www.mobizonebd.com) Sub Domain কখনও ব্যবহার করবেন না।
2. এই পেজগুলা অবশ্যই রাখবেন: 1.About us 2. Contract with us, 3. Privacy Policy, 4. Terms of Services, 5. Disclaimer 6. Sitemap
3. ভারী Theme use করবনে না।
4. Responsive and SEO frienly, premium theme use করবেন।
5. Copy/ Paste কোন content post করবনে না।
6. Website তৈরী করেই Adsense এর জন্য আবেদন করবেন না।
7. Minimum 3 মাস পর আবেদন করবেন।
8. Post গুলো যত বড় হয় তত ভাল(minimum ৩০০ words করার চেষ্টা করবেন। Minimun 50 posts)
9. Post এর ভিতর Picture Add করবেন (With image title and Alter text)
10. বাংলা কোন words post করবেন না( এমন কি সাইটেও কোন বাংলা word রাখবনে না)
11. Adult Posts জাতীয়
কোনকিছু সাইটে রাখবেন না।
একটা কথা মনে রাখবেন, গুগল টিমর লোকেরা আপনার সাইট ভিজিট করে তারপর Adsense Approve করে।
Adsense বিষয়ে যে কোন Help এর জন্য আমাদের ফেসবুক পেজ Visit করতে পারেন।
N.Bবাংলা English Mix করে লিখলাম Fonts এর Problem(Sorry)
Thanks all for reading the post.
আমি জাকির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আগেই বলে রাখি আপনার উত্তরের জন্য অপেক্ষা করছি।
এখন আমার প্রশ্ন হল google er blogger সাইটে 1.About us 2. Contract with us, 3. Privacy Policy, 4. Terms of Services, 5. Disclaimer 6. Sitemap এগুলো কিভাবে সেট করব ।